Breaking

Wednesday, May 16, 2018

অনার্স প্রথম বর্ষের রেজিঃ কার্ড বিতরণ শুরু বৃহস্পতিবার থেকেঃ

আগামী ১৭/০৫/১৮ ইং তারিখ হতে অনার্স ১ম বর্ষ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্কিকৃত স্টুডেন্টদের রেজিঃ কার্ড বিতরণ শুরু হবে। উক্ত সময়ের মধ্যে নিজ দ্বায়িত্ব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে রেজিঃ কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

রেজিঃ কার্ড ডাউনলোডের নিয়মাবলীঃ

১। যেকোন কম্পিউটারের দোকান থেকে ডাউনলেড করতে পারবেন।

২। ডাউনলোডের জন্য পুর্বে দেয়া user id & password প্রয়োজন পড়বে। যা আপনি ভর্তি সময় ব্যবহার করেছেন।এবং এটি ভর্তির সময় যে কপি ডাউনলোড করা হয়েছিল তাতেই পাবেন।

৩। প্রত্যেকে নিজ নিজ user id তে প্রবেশ করার পর সেখানে নিজের রেজিঃ কার্ডের মুলকপি দেখতে পাবেন।এবং সরাসরি প্রিন্ট করতে পারবেন।
ধন্যবাদ

কিছু জানার থাকলে facebook plug in করে কমেন্ট করুন


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close