ব্রাজিল আর বিশ্বকাপ সমার্থক শব্দ। ৫ বার বিশ্বকাপ জেতা দলটি সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে।
এবারের বিশ্বকাপে ব্রাজিল অন্যতম ফ্যবরিট একটি দল। তো চলুন দেখে নেওয়া যাক তিনটা কারণ যার জন্য এবার চ্যাম্পিয়ন হতে পারে ব্রাজিল।
১. দুর্দান্ত স্কোয়াড :
২০০২ সালের পর এবারের ব্রাজিল দলটাই সবথেকে ভালো দল। গোল কিপিং থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড, ফরওয়ার্ড লাইন সব জায়গাতেই আছে বিশ্বসেরা খেলোয়ারদের উপস্থিতি। দলের সবাই যদি জ্বলে ওঠে তবে বলাই যাই বিশ্বকাপ দেখা যাবে ব্রাজিলে।
২. খেলোয়ারদের ফর্ম :
দীর্ঘ ফুটবল মৌসুমে খেলোয়ারদের খেলার উপর নির্ভর করে জাতীয় দলে তাদের খেলার ধরণ। এ দিক দিয়ে ব্রাজিল খেলোয়ারেরা অনেকটাই এগিয়ে। কারণ এবার ক্লাবের হয়ে ব্রাজিলের প্লেয়ারেরা দারুন খেলেছে। তাই বলা যাই যদি এই ফর্মটা বিশ্বকাপে নিয়ে যেতে পারে তিতে বাহিনী তবে বিশ্বকাপ পাবে ব্রাজিলের হাতের ছোয়া ।
৩. দলে একজন নেইমার থাকার দরুন :
যে দলে একজন নেইমার আছে তারা অন্য সব দলের থেকে এগিয়ে। তবে ফুটবল দলীয় খেলা। তাই নেইমারকে দিতে হবে যোগ্য সঙ্গ। যদি দলের প্লেয়ারেরা এই কাজটা করতে পারে তবে বিশ্বকাপ যাবে সাম্বার দেশে।
১. দুর্দান্ত স্কোয়াড :
২০০২ সালের পর এবারের ব্রাজিল দলটাই সবথেকে ভালো দল। গোল কিপিং থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড, ফরওয়ার্ড লাইন সব জায়গাতেই আছে বিশ্বসেরা খেলোয়ারদের উপস্থিতি। দলের সবাই যদি জ্বলে ওঠে তবে বলাই যাই বিশ্বকাপ দেখা যাবে ব্রাজিলে।
২. খেলোয়ারদের ফর্ম :
দীর্ঘ ফুটবল মৌসুমে খেলোয়ারদের খেলার উপর নির্ভর করে জাতীয় দলে তাদের খেলার ধরণ। এ দিক দিয়ে ব্রাজিল খেলোয়ারেরা অনেকটাই এগিয়ে। কারণ এবার ক্লাবের হয়ে ব্রাজিলের প্লেয়ারেরা দারুন খেলেছে। তাই বলা যাই যদি এই ফর্মটা বিশ্বকাপে নিয়ে যেতে পারে তিতে বাহিনী তবে বিশ্বকাপ পাবে ব্রাজিলের হাতের ছোয়া ।
৩. দলে একজন নেইমার থাকার দরুন :
যে দলে একজন নেইমার আছে তারা অন্য সব দলের থেকে এগিয়ে। তবে ফুটবল দলীয় খেলা। তাই নেইমারকে দিতে হবে যোগ্য সঙ্গ। যদি দলের প্লেয়ারেরা এই কাজটা করতে পারে তবে বিশ্বকাপ যাবে সাম্বার দেশে।
No comments:
Post a Comment