আফসোস, এবারের বিশ্বকাপে দেখা যাবে না, ইতালি, চিলি সহ অনেক বড় বড় দলগুলোকে।
বিশ্বকাপ শুরুর আগে আমরা আপনাদের জানিয়ে দিব এবারের বিশ্বকাপের জনপ্রিয় দলগুলোর ফুটবল ইতিহাস।
তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির ফুটবল ইতিহাস।
জার্মানি আন্তর্জাতিক ফুটবলে সবথেকে সফল তিনটি দলের একটি। জার্মানির শিরোপা সোকেচে শোভা পাচ্ছে ৪ টি বিশ্বকাপ ট্রফি, ৪ টি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি। তাদের শিরোপা সোকেচে আরো আছে ৪ টি বিশ্বকাপ রানার্স আপ ট্রফি এবং তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি। জার্মানি একমাত্র দল যারা বিশ্বকাপে চারবার তৃতীয় স্থান অধিকার লাভ করেছে। জার্মানি ১৯৭৬ সালে অলেম্পিক এ স্বর্ন পদক লাভ করে। ফুলবল ইতিহাসে জার্মানি একমাত্র দল যারা পুরুষ ও মহিলা উভয় বিভাগে বিশ্বকাপ লাভ করেছে।
তো দেখার বিষয় এটাই যে এবার কি জার্মানি পারবে শিরোপা তাদের কাছে রাখতে নাকি বিশ্বকাপ যাবে নতুন কোন দেশের সোকেচে।
উত্তরটা তোলা থাক সময়ের কাছেই।
No comments:
Post a Comment