Breaking

Thursday, May 31, 2018

আর্জেন্টিনার অজানা ইতিহাস

বিশ্বকাপের বাকি মাত্র ১৪ দিন। বিশ্ব এখন আক্রান্ত বিশ্বকাপ জ্বরে। সেই জ্বর থেকে রক্ষা পাইনি বাংলাদেশও। বাংলাদেশের বিভিন্ন জায়গায় উড়ছে বিভিন্ন দেশের বিভিন্ন রং এর পতাকা। তবে সব পতাকার ভীড়ে যে দেশের পতাকা বেশি চোখে পড়ে সেটা হলো আর্জেন্টিনার পতাকা। ফুটবল পাগল বাঙ্গালীর কাছে আবেগের আরেক নাম আর্জেন্টিনা।

তো চলুন এবার জেনে নেওয়া যাক আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।

আর্জেন্টিনাই ফুটবল খেলা শুরু হয় ১৮৬৭ সালে। তবে ১৯০১ সালে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল গঠন করা হয়। উরুগুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে আর্জেন্টিনা। ১৯০১ সালের ১৬ মে অনুষ্ঠিত সেই ম্যাচটি আর্জেন্টিনা জিতে নেয় ৩-২ গোলের ব্যবধানে। এই ম্যাচটি আর্জেন্টিনার রেকোর্ড কৃত প্রথম ম্যাচ।আর্জেন্টিনা ১৯৭৮ ও১৯৮৬ সালে ফুটবল বিশ্বকাপ জেতে। আর্জেন্টিনার শোকেচে আরো আছে ১৪ টি কোপা আমেরিকা শিরোপা।

এখনো পর্যন্ত ২০ টি বিশ্বকাপের ১৬ টিতে খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে আয়েজক দেশগুলোর সাথে সম্পর্ক ভালো না থাকার কারণে বিশ্বকাপ বর্জন করে আর্জেন্টিনা। আর একবার বিশ্বকাপের বাছাই পর্বের বাধা টপকাতে ব্যর্থ হয় দেশটি।

এবার দেখার বিষয় আর্জেন্টিনা কি পাবে এবারের বিশ্বকাপ। নাকি আবারো স্বপ্নভঙ্গ হবে???? 

উত্তরটা তোলা থাক সময়ের কাছে।


Blogger name : Tanvir Islam Swadin
Facebook : Tanvir Swadin
E-Mail : tanvirswadin204@gmail.com
এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close