Breaking

Saturday, May 19, 2018

Master's final 2015-16 form fill up, national university

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ২০১৫-১৬ ফাইনাল এর ফরম পুরণ এর সময় প্রকাশঃ



মাস্টার্স ১৫-১৬ ব্যাচের সকল কলেজে প্রথম ইনকোর্স এবং ২য় ইনকোর্স শেষ। ইতিমধ্যে প্রায় সব কলেজে নির্বাচনী পরীক্ষাও শেষ হয়েছে। বিশ্বস্হ এক সুত্রে জানা গেছে রমজানের ছুটির পর অর্থাৎ ঈদের পরপরই বিভিন্ন কলেজে ফরম পুরণের জন্য নোটিশ দেয়া হবে। নোটডশে ৭ থেকে ১৫ দিনের মত সময় বেধে দেয়া হবে এবং উক্ত সময়ের মধ্যে সোনালী ব্যাংকের কলেজ শাখায় ব্যাংক ড্রাফট করে তার কপি নিয়ে কলেজে জমা দিয়ে ফরম পুরণ নিশ্চিত করতে হবে।


আমরা এক গোপন সুত্রে জানতে পেরেছি এবার মাস্টার্সের ফরম পুরনের জন্য নির্ধারিত ফি সহ মোট খরচ ৫৫০০-৬০০০ পর্যন্ত হতে পারে। এবং বিভিন্ন কলেজ ভেদে তা কম বেশি হবে। তবে মাস্টার্সের ফাইনাল পরীক্ষা সম্পর্কে জানতে চাওয়া হলে এক বিশ্বস্হ কর্মকর্তা জানান আগস্ট বা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে ১৫-১৬ ব্যাচের মাস্টার্স ফাইনাল পরীক্ষা।

প্রথম পড়ে থাকলে এখানে ক্লিক করুন
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এছাড়াও এই পোস্ট বা অন্যান্য পোস্ট সম্পর্কে কোন মতামত থাকলে তা কমেন্ট করতে পারেন।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close