Breaking

Monday, June 25, 2018

কয়েকটি বর্ষের আপডেট তথ্য প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ঃ দেখে নিন




ডিগ্রী ২য় বর্ষ ও অনার্স ৩য় বর্ষ (বিশেষ) ফরম পূরণের সময় শেষ হলো গতকাল (২৪ জুন)

মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে ২য় পর্যায়ে আবেদনের আজ শেষ দিন।

মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) কোর্সে আবেদনের শেষ সময় আগামীকাল (২৬ জুন) রাত ১১:৫৯ মিনিটে।

অনার্স ১ম বর্ষ ফরম পূরণের শেষ দিন আগামী পরশু, অর্থাৎ ২৭ জুন।

আপডেট সমাপ্ত, এবার পোষ্ট শুরু :-)

অনার্স ১ম বর্ষের ফরম পূরণ গত ২০ মে হতে শুরু হয়ে ২৭ জুন শেষ হতে চলেছে।

তবে দ্বৈত ভর্তির কারনে অনেকের রেজিঃ আটকে যায়,  পরে এনইউ ক) যারা নিয়মমাফিক ভর্তি বাতিল করেছিলো ও খ) যারা জরিমানা জমা দিয়েছে তাদের রেজিঃ কার্ড ১০ তারিখ হতে ইস্যু করা শুরু করে।

মধ্যে ঈদের ছুটির জন্য প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, এবং ছুটি শেষে আবারো রেজিঃ কার্ড প্রদান করা শুরু করেছে।

উল্লেখ্য যারা কলেজে টাকা দিয়েও কলেজের অবহেলার স্বীকার হয়েছে তাদের ও কলেজ হতে যথাযত কাগজ প্রদর্শন পূর্বক বিনা জরিমানাতে রেজিঃ প্রদানের কথা বলা হয়েছে, আর যারা না নিয়ম মেনে বাতিল করেছেন, না কলেজে টাকা দিছেন বাতিল করতে,  তাদের জন্য No Mercy .

যা হোক, এখনো অনেকে রেজিঃ কার্ড পায় নি, যার দরুন আমরা NUB অনুমান করছি হয়তো বা ফরম পূর্রনের সময় বৃদ্ধি করা হতে পারে ৫ বা ১০ দিনের জন্য, যদি তাহা হয় তবে দ্রুতই নোটিশ পাবেন।

আবার সবচেয়ে হট টপিক : পরীক্ষা


পরীক্ষা জাবির একাডেমিক ক্যালেন্ডার অনুসারে জুলাই তে হবার কথা।

তো ফরম পূরণ শেষে এনি টাইম রুটিন প্রকাশ করতে পারে, এর জন্য বাধা ধরা নিয়ম নাই,

রুটিন প্রকাশের ১৫ হতে ২০ দিনে পরীক্ষা আরম্ভ হতে পারে।

আরম্ব হয়ে ১ মাস / ২ মাস ব্যাপ্তি নিয়ে পরীক্ষা চলতে পারে।

তাইলে আমরা জুলাই এর শেষ সপ্তাহকে প্রিলিমিনারি সময় সূচি ধরে প্রস্তুতি নিতে পারি, তবে আগষ্টে হবার সম্ভাবনা জোড়ালো, তবে মনে রাখতে হবে আগষ্টে ১২ দিনের লম্বা ছুটিও আছে ঈদুল আযহার কারণে।

তাই পরীক্ষা শেষ হতে হতে সেপ্টম্বর এর মাঝামাঝি যাইতে পারে।

তবে সেপ্টম্বর মাসে পরীক্ষা আরম্ভ করার কোন পরিকল্পনা এনইউ নাই, এটা বুঝতে তাদের সবজায়গাই এতো তাড়া দেখে বুঝতে এনইউর VC হতে হবে না নিশ্চয়।


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close