Breaking

Saturday, June 30, 2018

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এ নিয়োগ প্রকাশঃ


বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)   সম্প্রতি স্থায়ীভাবে রাজস্ব খাতের ১১ টি পদে মোট ৩৯ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২ জুলাই ২০১৮ থেকে । অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে ৩১ জুলাই, ২০১৮ পর্যন্ত। 

পদের নাম ও পদসংখ্যা
টেকনিশিয়ান-০১, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর(স্টোনোগ্রাফার/পিএ)- ০২, এলডিএ/টাইপিস্ট/টেকনিক্যাল-১৩, স্টোর করণিক-০১, ল্যাব এটেনডেন্ট-৭ , সিকিউরিটি গার্ড- ০৪, অফিস সহায়ক (এমএলএসএস)-০৪, সুইপার/পরিচ্ছন্নতা কর্মী-০২, সিনিয়র প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার-০১, ইঞ্জিনিয়ার-০৩, অ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়ার-০১
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে । 
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ১ জুলাই ,২০১৮ তারখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তান্দের ক্ষেত্রে এবং প্রতিবন্ধী প্রার্থীদের  ক্ষেত্রে বয়স ৩২ বছর  । 
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (click here) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৩১ জুলাই ,২০১৮ তারিখে পর্যন্ত জমা দিতে পারবে ।
বিস্তারিত নিচেঃ
ক্লিক করুন


ক্লিক করুন




এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close