Breaking

Tuesday, August 28, 2018

আগস্ট মাসের কিছু আপডেট তথ্য যা একবার পড়া জরুরী সকল চাকুরী প্রত্যাশীর জন্য

১। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে?
=ইমরান খান (১৯৯২ সালে তিনি পাকিস্তানকে ক্রিকেট বিশ্বকাপ জেতান , রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ, ২২তম প্রধানমন্ত্রী)
২। অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী= স্কট মরিসন (৩০তম)

৩। সু চির 'ফ্রিডম অব সিটি' খেতাব কেড়ে নিচ্ছে
= এডিনবার্গ কর্তৃপক্ষ
৪। বিশ্বের কোথায় প্রথম ইন্টারনেট আদালত গঠন করা হয় ?
= চীনের ঝেজিয়াং প্রদেশের রাজধানী হাংঝুতে। ( ১৮ আগষ্ট ২০১৮ সালে।)
৫। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স এর ২০১৮ সালের প্রতিবেদন অনুসারে বিশ্বে বসবাসের অনুপযুক্ত শহরের তালিকায় ঢাকার অবস্থান কত ?
= ২য় । ১ম: দামেস্ক .সিরিয়ার রাজধানী।(নোট : বসবাসের দিক উপযুক্ত শহরের তালিকায় শীর্ষে: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।)
৭। কফি আনান সম্পর্কে কিছু তথ্য
ক) জাতিসংঘের সাবেক ৭ম মহাসচিব কফি আনান(১৯৩৮-২০১৮) ১৮ আগস্ট ২০১৮ সালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন ।

খ) তিনি ঘানার অধিবাসী ছিলেন

গ) জাতিসংঘের ৭ম মহাসচিব , ( দুই মেয়াদে ) ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

ঘ) জাতিসংঘের প্রথম আফ্রিকান মহাসচিব
ঙ) ২০০১ সালে জাতিসংঘ এবং কফি আনান যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।তিনি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তিতে নোবেল পুরষ্কার অর্জন করেন।

চ) রোহিঙ্গা সংকট সমাধানে তাঁর নেতৃত্বে ২০১৭ সালে গঠিত "আনান কমিশন" ৮৮টি সুপারিশ করে।

ছ) মানবাধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক নেতাদের গ্রুপ "দ্য এলডারস’র" প্রতিষ্ঠা হলে এর সদস্য হন কফি আনান। ২০১৩ সালে ওই গ্রুপের চেয়ারম্যান হন তিনি । (প্রতিষ্ঠাতা ছিলেন নেলসন ম্যান্ডেলা।)

জ) কফি আনান বাংলাদেশে আসেন ২০০১ সালে এবং সেগুনবাগিচায় মাতৃভাষা ইন্সটিটিউট উদ্ধোধন করেন।
ঝ)তাঁর আত্মজীবনী Interventions: A life in War & Peace.
/
৮। সম্প্রতি লাতিন আমেরিকার কোন দেশ ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে?
কলম্বিয়া।
৯) বাংলাদেশের নতুন অর্থসচিব :- আবদুর রউফ তালুকদার
১০) বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক :- মোহাম্মদ মুসলিম চৌধুরী
১১)ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ। তামিম ইকবাল সর্বোচ্চ ২৮৭ রান করেন। মাশরাফি সর্বোচ্চ ৭ উইকেট নেন। এছাড়াও টি-২০ সিরিজ জেতে বাংলাদেশ)
১২)নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস এর নাম কি- দ্য টু আওয়ার জব ডটকম”
১৩)রোহিঙ্গাদের উপর নির্মিতব্য বাংলাদেশের সল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
→A Pair of Sandal(জসীম আহমেদ)
১৪)"কাপ্তান"কী?
→একটি চলচ্চিত্র(ইমরান খানের জীবনী নিয়ে)
১৫)দেশে পরিচালিত মাদক বিরোধী অভিযানের নাম কী ছিল ?
= চলো যাই যুদ্ধে,
মাদকের বিরুদ্ধে!
১৬) ১৮ আগস্ট ২০১৮ ইন্দোনেশিয়া তে শুরু হওয়া এশিয়ান গেমস কততম আসর ?
-১৮তম।।

                                          আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন এখানে ক্লিক করে
এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close