১. আধুনিক শিক্ষার জনক ?→সক্রেটিস
২. অর্থনীতির জনক কে ?→এডামস্মিথ
৩. আধুনিক অর্থনীতির জনক কে ?→পল
স্যামুয়েলসন
৪. আধুনিক গণতন্ত্রের জনক কে ?→জন লক
৫. আধুনিক জোর্তিবিজ্ঞানের জনক কে ?
→কোপার্নিকাস
৬. আধুনিক মনোবিজ্ঞানের জনক কে ?
→সিগমুন্ড ফ্রয়েড
৭. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?
→নিকোলো মেকিয়াভেলী
৮. ইংরেজি নাটকের জনক কে? শেক্সপিয়র।
৯. ইতিহাসের জনক কে ? →হেরোডোটাস
১০. ইন্টারনেটের জনক কে ? ভিনটন জি কার্ফ ।
১১. WWW এর জনক কে ? উত্তরঃ টিম বার্নাস
লি ।
১২. ই-মেইল এর জনক কে ? উত্তরঃ রে টমলি
সন।
১৩. ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
১৪. উদ্ভিদবিজ্ঞানের জনক কে ?
→থিওফ্রাস্টাস
১৫. এনাটমির জনক কে ?→আঁদ্রে ভেসালিয়াস
১৭. ক্যালকুলাসের জনক কে? আইজ্যাক নিউটন।
১৮. গণিতশাস্ত্রের জনক কে ?→আর্কিমিডিস
১৯. চিকিত্সাবিজ্ঞানের জনক কে ?
→হিপোক্রেটিস
২০. জীবাণুবিদ্যার জনক কে ?→লুই পাস্তুর
২১. জ্যামিতির জনক কে ?→ইউক্লিড
২২. দর্শনশাস্ত্রের জনক কে ?→সক্রেটিস
২৩. প্রাণিবিজ্ঞানের জনক কে ?→এরিস্টটল
২৪. বংশগতি বিদ্যার জনক কে? গ্রেগর জোহান
মেন্ডেল
২৬. বাংলা উপন্যাসের জনক কে? বঙ্কিম চন্দ্র
চট্টোপাধ্যায়।
২৭. বাংলা কবিতার জনক কে?মাইকেল মধু সূদন
দত্ত।
২৮. বাংলা গদ্যের জনক কে? ঈশ্বর চন্দ্র বিদ্যা
সাগর।
২৯. বাংলা নাটকের জনক কে? দীন বন্ধু মিত্র।
৩০. বিজ্ঞানের জনক কে ?→থেলিস
৩১. বীজগণিতের জনক কে ?→আল-খাওয়ারিজম
৩২. ভূগোলের জনক কে ?→ইরাতেস্থিনিস
৩৩. মনোবিজ্ঞানের জনক কে ?→উইলহেম
উন্ড
৩৪. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?→এরিস্টটল
৩৫. রসায়নের জনক কে ?→জাবির ইবনে হাইয়ান
৩৬. শারীরবিদ্যার জনক কে ?→উইলিয়াম হার্ভে
৩৮. শ্রেণিবিদ্যার জনক কে ?→ক্যারোলাস
লিনিয়াস
৪০. সামাজিক বিবর্তনবাদের জনক কে? হার্বাট
স্পেন্সর।
৪১. সমাজবিজ্ঞানের জনক কে ?→অগাস্ট
কোত্
☞ ইন্টারনেটের জনক - ভিন্টন গ্রে কার্ফ।
☞ ই মেইলের জনক - র্যায়মন্ড স্যামুয়েল
টমলিনসন।
☞ মাইক্রোসফটের জনক - বিল গেটস।
☞ www-এর জনক - টিম বার্নাস লি।
☞ মোবাইল ফোনের জনক - মার্টিন কুপার।
☞ গুগলের জনক - সার্জেই বিন।
☞ ফেসবুকের জনক - মার্ক জুকারবার্গ।
☞ টুইটারের জনক - জ্যাক ডোরসেই।
☞ ই বুকের জনক - মাইকেল এস হার্ট।
☞ সিডি এর জনক - নোরি ও ওগো।
☞ কম্পিউটার মাউসের জনক – ডগলাস
এঙ্গেলবার্ট।
☞ আধুনিক ল্যাপটপের জনক - বাল মেগারিজ।
☞ সার্চ ইঞ্জিনের জনক - এলান এমটাজ।
☞ ডিজিটাল ক্যামেরার জনক – স্টিভেন জে
সিসোন।
☞ ATM-এর জনক - জন শেফার্ড ব্যারন।
☞ উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা - জিমি ওয়েলস।
# ফেসবুক এর জনক?→ মার্ক জুকারবার্গ
ইন্টারনেট
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged
Names And Number – ICANN এর প্রতিষ্টা
কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর
দপ্তর ক্যালিফোর্নিয় )
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম
ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম ।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান
সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম
ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ
কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web
Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer,
Rock Melt, Google Chromr.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর
প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং
সাইট কি কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora,
MySpace, Orkut.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং
সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ
স্টোর্ন ।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন
মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং
সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত
চিকিৎসা পদ্ধিতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ
উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ
কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের
গুরুত্ব পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ
করে প্রকাশ করা ।
২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে
প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট
নেটওয়ার্কিংয়ের নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research
Projects Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
(সংগৃহীত)
No comments:
Post a Comment