Breaking

Saturday, September 1, 2018

চলতি আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছায়কৃত ১১০টি প্রশ্নোত্তর


০১) ২০১৭-১৮ অর্থ বছরে পণ্য রপ্তানি আয়ে শীর্ষ খাতের নাম কী?
→তৈরি পোশাক
০২) বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে e-passport যুগে যাত্রা শুরু করবে?
→১১৯তম।
০৩) বাংলাদেশের বিজয় দিবসে সুবর্ণ জয়ন্তি পালিত হবে কবে?
→১৬ ডিসেম্বর,২০২১ সালে।
০৪) পাবনা-ঈশ্বরদী রেলপথের দৈর্ঘ্য কত?
→৭৮ কিলোমিটার(উদ্বোধন ১৪ জুলাই)
০৫) বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে মোট কতটি স্থান আছে?
→১০৯২টি
০৬) বর্তমানে মোট সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে কতটি?
→৮৪৫টি
০৭) বর্তমানে মোট প্রাকৃতিক ঐতিহ্য কতটি?
→২০৯টি।
০৮) বর্তমানে দেশে প্রচলিত আইনের সংখ্যা কত?
→১১২৯টি(৩০ জুন,২০১৮)
০৯) মুজিববর্ষ পালিত হবে কবে?
→২০২০-২১ সালে
১০) যুক্তরাজ্যের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে?
→জেরেমি হান্ট
→রমজান
১১) ২০১৭ অর্থ বছরে কোন দেশে সর্বাধিক রপ্তানি হয়?
→যুক্তরাষ্ট্রে।
১২) ২০১৭-১৮ অর্থ বছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কত ছিল?
→৫.৮১%।
১৩) জাপানের মধ্যে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
→১৭ জুলাই,২০১৮।
১৪) "এমভি বাংলার জয়যাত্রা"ও এমভি বাংলার সমৃদ্ধি"কী?
→বাংলাদেশ শিপিং কর্পোরেশন(BSC)
এর নতুন দুটি জাহাজ।
১৫) যুক্তরাজ্যের বর্তমান BREXIT মন্ত্রী কে?
→ডমিনিক রাব।
১৬) ১৬ জুলাই ২০১৮ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিল প্রথম বারের মতো বৈঠক করেন কোথায়?
→হেলসিংকি, ফিনল্যান্ড।
১৭) ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে সীমান্ত যুদ্ধের সমাপ্তি ঘোষণা দেওয়া হয় কবে?
→৯ জুলাই,২০১৮।
১৮) বর্তমান(২০১৮) অর্থসচিব কে?
→আব্দুর রউফ তালুকদার।
১৯) ঢাকা মেট্রোপলিটন পুলিশের(DMP) বর্তমান থানার সংখ্যা কত?
→৫০টি( সর্বশেষ হাতিরঝিল)
২০) বর্তমানে দেশে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
→২৩১ জন।
®®®®রমজান®®®®
২১) জাতীয় সংসদে এ পর্যন্ত সংবিধানের কতটি সংশোধনী আনা হয়েছে?
→১৭ বার।
২২) সপ্তদশ সংশোধন বিল পাশ হয় কবে?
→৮ জুলাই,২০১৮ সালে।
২৩) বর্তমানে দেশে তফসিলভুক্ত ব্যাংক কতটি?
→৫৮টি(সর্বশেষ প্রবাসী কল্যাণ ব্যাংক)
২৪) বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত তফসিলভুক্ত ব্যাংক কতটি?
→৯টি।®®
২৫) প্যারাগুয়ে ও ম্যাক্সিকোর নতুন প্রেসিডেন্ট কে?
→এফ্রেইন আলেগর ও ম্যানুয়েল লোপেজ
২৬) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর নতুন মহাসচিব কে?
→কুমি নাইডো।
২৭) অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার(OECD)বর্তমান সদস্য কত?
→৩৬টি(লিথুয়ানিয়া)
২৮) OPEC'র বর্তমান সদস্য দেশ কতটি?
→১৫টি(সর্বশেষ কঙ্গো প্রজাতন্ত্র)
২৯) COMESA'র বর্তমান সদস্য দেশ কতটি?
→৩৬টি(তিউনিসিয়া)
৩০) ১০ম BRICS শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
→জোহানেসবার্গ,দ. আফ্রিকা(২৫-২৭ জু)
®®®রমজান®®®
৩১) ২০১৮ সালে ই-গভমেন্ট ডেভেলপমেন্ট সূচকে শীর্ষ দেশ কোনটি?
→ডেনমার্ক(সর্বনিম্ন সোমালিয়া)
৩২) ২০১৮ সালে ই-গভমেন্ট ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত?
→১১৫তম।
৩৩) বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
→চীন(মজুদে যুক্তরাষ্ট্র)
৩৪) বর্তমানে রৌপ্য উৎপাদনে শীর্ষ দেশের নাম কী?
→ম্যাক্সিকো।
৩৫) অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
→তৃতীয়(শীর্ষে চীন)
৩৬) চাষকৃত মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
→৫ম(শীর্ষে চীন)
৩৭) মাছ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
→চীন।

৩৮) কোন উপন্যাসের জন্য গোল্ডেন ম্যান বুকার পুরস্কার প্রদান করা হয়?
→The English Patient
৩৯) কততম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলে ক্রোয়েশিয়া?
→১৩তম।
৪০) ২০১৮ সালে গোল্ডেন ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে?
→মাইকেল ওন্দাৎজ।
______রমজান_______
৪১) রোহিঙ্গাদের উপর নির্মিতব্য বাংলাদেশের সল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
→A Pair of Sandal(জসীম আহমেদ)
৪২) "কাপ্তান"কী?
→একটি চলচ্চিত্রর(ইমরান খানের জীবনী নিয়ে)
৪৩) "গাঙচিল"কোন মন্ত্রী কর্তৃক লেখা উপন্যাস?
→সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা।
৪৪) "গাঙচিল"কত সালে প্রকাশিত হয়?
→২০১৪ সালে(সম্প্রতি এটা নিয়ে নঈম ইমতিয়াজ চলচ্চিত্র নির্মাণ করেছে)
৪৫) সার্বিক দিক বিবেচনায় প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী বিশ্বের সেরা দেশের নাম কী?
→সুইজারল্যান্ড।
৪৬) সাংস্কৃতিক ও ঐতিহ্যে এবং শক্তিমত্তায় বিশ্বের শীর্ষ দেশের নাম কী?
→ইতালি, শক্তিমত্তায় যুক্তরাষ্ট্র।
৪৭) বর্তমানে বিশ্বে কতজন নারী নেতা বা সরকার প্রধান রয়েছে?
→১১ জন।
৪৮) রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান মিলিয়ে বিশ্বে কতজন নারী নেতা রয়েছে?
→২১ জন।
৪৯)'বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা কে?
→মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার।
৫০) মেসি ও রোনালোর অবস্থান কত?
→৮ম ও ১০ম।®রমজান®
৫১) বিশ্বের সবচেয়ে প্রশংসনীয় পুরুষ ও নারীর নাম কী?
→বিল গেটস ও অ্যাঞ্জেলিনা জোলি।
৫২) "দৃপ্ত শপথ"কী?
→হলি আর্টিজনে নিহতদের স্মরণে নির্মিতব্য ভাস্কর্য(মৃণাল হক)
৫৩) সাংবিধানিক পদ"হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক(CAG) এর মো:মুসলিম উদ্দিন কততম অর্থ সচিব?
→১২তম।
৫৪) বিশ্ব জনসংখ্যা দিবস কবে?
→১১ জুলাই
৫৫) বিশ্ব বাঘ দিবস কবে?
→২৯ জুলাই।
৫৬) "মীনালাপ"কী?
→গ্র্যান্ড প্রিক্স পুরস্কার লাভ করা
৫৭) বাংলাদেশের নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম কী?
→মুখ ও মুখোশ(৩ আগস্ট,১৯৫৬)
৫৮) ন্যাটো(NATO)সম্মেলন কোথায় কবে অনুষ্ঠিত হয়?
→১১-১২ জুলাই,ব্রাসেলসে(২৯তম)
৫৯) ২০১৮ সালের BRICS সম্মেলন কততম ছিল এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
→১০ম, ২৫-২৬ জুলাই(দক্ষিণ আফ্রিকা)
৬০) বিশ্বে চরম দারিদ্র্য রয়েছে কোন দেশে?
→নাইজেরিয়ায়(২য় ভারত)
#__রমজান___
৬১) বিশ্বে কতটি দেশে চরম দারিদ্র্য রয়েছে?
→১৮টি।
৬২) বাংলাদেশে চরম দারিদ্র্যের সংখ্যা কত শতাংশ?
→১০.৫%
৬৩) বর্তমানে(২০১৮) কতটি দেশ নিম্ন আয়ের তালিকাভুক্ত?
→৩৪টি(৯৯৫ বা কম মা.ড.)
৬৪) বর্তমানে(২০১৮) কতটি দেশ নিম্নমধ্যম আয়ের তালিকাভুক্ত?
→বাংলাদেশসহ ৪৭টি(৯৯৬-৩৮৯৫ মা.ড)
৬৫) উচ্চমধ্যম আয়ের দেশ কতটি?
→৫৬টি(৩৮৯৬-১২০৫৫ মা.ড.)
৬৬) উচ্চ আয়ের দেশ কতটি?
→৮১টি
৬৭) সবচেয়ে বেশি লোক দাসত্বের শিকার কোন দেশ?
→ভারত।
৬৮) ই-গভর্মেন্ট সেবায় শীর্ষ দেশের নাম কী?
→ডেনমার্ক(সর্বনিম্ন-সোমালিয়া ১৯৩)
৬৯) ই-গভর্মেন্ট সেবায় বাংলাদেশের অবস্থান কত?
→১১৫তম।
৭০) চাষকৃত মাছ উৎপাদনে ও রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম কী?
→চীন।®রমজান®
৭১) চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
→৫ম।
৭২) স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশের নাম কী?
→চীন(রিভার্ভে যুক্তরাষ্ট্র)
৭৩) রৌপ্য উৎপাদনে শীর্ষ দেশ?
→ম্যাক্সিকো(২য় পেরু)
৭৪) মানবপাচারে শীর্ষ দেশ?
→মিয়ানমার(২য় চীন)
৭৫) বিশ্বের অন্যতম দামি পুরস্কার "আন্তর্জাতিক ডাবলিন সাহিত্য"২০১৮ কে পান?
→আইরিশ লেখক মাইক ম্যাককরম্যাক।
(Solar Bones উপন্যাসের জন্য)
৭৬) "গোল্ডেন ম্যান বুকার" পুরস্কার কত সাল থেকে দেওয়া হচ্ছে?
→১৯৬৮ সাল থেকে।
৭৭) প্রবর্তনের পর থেকে কতটি উপন্যাসের জন্য কতজনকে এ পুরস্কার দেওয়া হয়েছে?
→৫১টি উপন্যাসের জন্য ৪৮ জনকে।
৭৮) ২০১৮ সালে"গোল্ডেন ম্যান বুকার"পুরস্কার পান কে?
→মাইকেল ওন্দাৎজ।
৭৯) বঙ্গবন্ধু প্রথম কত সালে কারাবরণ করে?
→১৯৩৮ সালে।
৮০) "১৫ আগস্ট,২০১৮"তে বঙ্গবন্ধুর কততম শাহাদাদ বার্ষিক?
→ ৪৩তম
_______রমজান_______
[পৃষ্ঠা ১০-১৭]
৮১) সম্প্রতি জেগে উঠা(১৫০একর) "বিহঙ্গ দ্বীপ"টি কোন জেলায় অবস্থিত?
___বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা
৮২) বিশ্বের কতটি দেশে ইলেকট্রনিক পাসপোর্ট চালু আছে?
___বাংলাদেশসহ ১১৯টি দেশে।
৮৩) দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমলের নাম কী?
___যমুনা ফিউচার পার্ক
৮৪) বর্তমানে(২০১৮)দেশে তফসিলভুক্ত ব্যাংক কতটি?
___৫৮টি(রাষ্ট্রায়ত্ত ৯টি)
৮৫) বাংলাদেশে রপ্তানি করে শীর্ষ দেশের নাম কী?
___যুক্তরাষ্ট্র
৮৬) পণ্যের মান নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?
___BSTI(তালিকাভুক্ত মোট পণ্য ১৯৪টি)
৮৭) FAO এর মতে বাংলাদেশে বর্তমানে(২০১৮)মোট বনভূমির পরিমাণ কত?
___১৩.৫%
৮৮) পরিবেশ ও বন বিভাগের মতে বাংলাদেশে বর্তমানে(২০১৮)মোট বনভূমির পরিমাণ কত?
___১৭.৬২%
৮৯) অভ্যন্তরীণ ও মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম?
___৩য়।(১ম চীন,২য় ভারত)
৯০) বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়?
___১৭ বার(সর্বশেষ ৮ জুলাই,২০১৮)
৯১) প্রথম জাতীয় সংসদে(১৯৭৩) সংরক্ষিত নারী আসন কতটি ছিল?
___১৫টি।
৯২) ২৩ জুন,২০১৮তে থাইল্যান্ডের কিশোর ফুটবল দল বেড়াতে গিয়ে কোন গুহায় আটকা পড়ে?
___থাম লুয়াং নাং নন
৯৩) "থাম লুয়াং নাং নন" গুহার বাংলা অর্থ কী?
___যাতে এক নারী ঘুমিয়ে আছেন
৯৪) বিশ্বজুড়ে প্রতি বছর কত লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়?
___৮৫ লাখ।
৯৫)দেশে বিদ্যুৎ বিতরণ কোম্পানি কতটি?
___৬টি।
___রমজান___
৯৬) বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি জুটের নাম কী?
___EU
৯৭) এশিয়ার শীর্ষ ধনীর নাম কী?
___মুকেশ আম্বানি(২য় চীনের আলিবাবা-ই-কমার্স)
৯৮) "আগরতলা""ভারতের কোন রাজ্যে অবস্থিত?
___ত্রিপুরা রাজ্যে।
৯৯) "OPEC"এর বর্তমান সদস্য কত?
___১৫টি(সর্বশেষ কঙ্গো প্রজাতন্ত্র)
১০০) ) "OPEC"এর আরব সদস্য দেশ কতটি?
___৭টি।
___রমজান___
১০১) বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
___ভারত(৭ম ফ্রান্স)
১০২) ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা কোনটি?
___বাংলা(১ম হিন্দি)
১০৩) বিশ্বের বৃহত্তম মোবাইল তৈরির কারখানা কোন দেশে?
___ভারতে(স্যামসাং মোবাইলের কারখানা)
১০৪) প্রথম উর্দুতে পুরো রামায়ণ অনুবাদ করেন কে?
___ভারতের উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা ড.মাহি তালাদ সিদ্দিকী।
১০৫) বিশ্বে মোট বিশ্ব ঐতিহ্য রয়েছে কতটি?
___১০৯২টি
১০৬) সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে কতটি?
___৮৪৫টি।
১০৭) প্রাকৃতিক ঐতিহ্য রয়েছে কতটি?
___২০৯টি
১০৮) মিশ্র ঐতিহ্য রয়েছে কতটি?
___৩৮টি
১০৯) বিশ্ব ঐতিহ্যগুলো কতটি দেশে অবস্থিত?
___১৬৭টি দেশে।বেশি ইতালিতে ৫৪টি।
১১০) বিশ্ব ঐতিহ্যে প্রথম অন্তর্ভুক্তি করা হয় কতটি স্থান?
___১২টি।


বি দ্রঃ শেয়ার করতে ভুলবেন না। লাইক,কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন।
এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close