Breaking

Saturday, September 1, 2018

Hons 1st year(18-19) admission form download অনার্স ১ম বর্ষের ভর্তির আবেদন করুন এখানে


জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন একটি অনার্স ব্যাচ এর আবেদন শুরু হতে চলেছে আজ হতে।

খুব সম্ভবত এটি অত্র বিশ্ববিদ্যালয়ের ২৬ তম অনার্স ব্যাচ হতে চলেছে।

এবার একত্রে অনার্স ও প্রফেশনাল অনার্সের আবেদন ও ভর্তি কার্যক্রম চলবে।

অনলাইনে আবেদন করা যাবে ১৯ সেপ্টম্বর পর্যন্ত আর আবেদনকৃত ফরম ফি সহ কলেজে জমা দিতে হবে ২০ সেপ্টম্বরের মধ্যে।

অনলাইনে আবেদন করতে :

অনার্স - Click here

প্রফেশনাল অনার্স - Click here

লিঙ্কে যেয়ে আবেদন করতে হবে।

আবেদন করতে পারবে কেবল ২০১৫ ও ২০১৬ সালের মাধ্যমিক এবং ১৭ ও ১৮ সালের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা;

পয়েন্ট লাগবে অনার্সে ২.০০+২.০০(৪র্থ বিষয় সহ) প্র.অনার্সে ২.৫০+২.৫০(চতুর্থ সহ)

আবেদনের পর আবেদন ফরম প্রিন্ট করে নিয়ে নিজের সুবিধাজনক সময়ে যে কলেজে আবেদন করেছেন সে কলেজের অফিস আওয়ারে নিচের কাগজসহ যেয়ে জমা দিয়ে আসবেন :
১) আবেদন ফরম;
২) এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি;
৩) এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশীটের ফটোকপি;
৪) টাকা - অনার্সে ২৫০/- ও প্র.অনার্সে ৩০০/-

নোট : ফরম এ পিন ও ইউজার আইডি থাকবে, তা নিজ দায়িত্বে সংরক্ষন করে রাখবেন।

ফরম জমা দেয়ার পর দৌড়ে বাসায় চলে আসবেন না, ফরমের এক পার্ট(স্টুডেন্ট কপি) ছিড়ে কর্তৃপক্ষ আপনাকে ফেরত দিবে, তা নিয়ে তবেই আসবেন।

কলেজে ফরম জমা দেয়ার পর :

অনার্স - Click here

প্র.অনার্স - Click here

ভর্তি বিজ্ঞপ্তি দেখুন -

আবেদনের সচিত্র নিয়ম জানুন -Click here

লিঙ্ক হতে আপনার আবেদন কলেজ এপ্রুভ করেছে কিনা তা জানতে পারবেন।

বাদবাকি তথ্য ও সাবজেক্ট নির্বাচনে শতর্কতা নিয়ে রবিবার পোষ্ট করা হবে।


ধন্যবাদ
শেয়ার করুন
এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close