Breaking

Sunday, October 21, 2018

বাংলা_সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যে কোন চাকরির জন্য (পর্ব-26)

বাংলা_সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর"
প্রতিদিন ৫০টি করে রিভাইস দিতে সাথে থাকুন(অপশনসহ) চলছে আধুনিক যুগ থেকে পর্ব-২৬(১২৫১-১৩০০=৫০টি)

১২৫১) মধুসূদনের প্রথম গ্রন্থের নাম কি?
ক. রাজমোহনস্ ওয়াইফ
খ. ব্রজাঙ্গনা কাব্য
গ. ক্যাপটিভ লেডী
ঘ. ক্লিওপেট্রা
উত্তরঃ গ(১৮৪৯)

১২৫২) ‘কেলিনু শৈবালে ভুলি কমল-কানন’-এখানে ‘কমল-কানন’ শব্দের ব্যাঞ্জনার্থ-
ক. পদ্মবন
খ. বাংলা ভাষা
গ. বিদেশী ভাষা
ঘ. ফুলের বাগান
উত্তরঃ খ

১২৫৩) বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

১২৫৪) ‘সনেট’ কবিতার প্রবর্তক কে?
ক. দ্বিজেন্দ্রলাল রায়
খ. রজনীকান্ত সেন
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. অতুলপ্রসাদ সেন
উত্তরঃ গ

১২৫৫) বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?
ক. মহাভারত
খ. মহাশ্মশান
গ. মেঘনাদবধ
ঘ. অশ্রুমালা
উত্তরঃ গ(১৮৬১)

১২৫৬) মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ কোন্ ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত ছন্দ
খ. অক্ষরবৃত্ত ছন্দ
গ. মাত্রাবৃত্ত ছন্দ
ঘ. অমিত্রাক্ষর ছন্দ
উত্তরঃ ঘ

১২৫৭) মধুসূদনের চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে কতগুলো সনেট রয়েছে?
ক. ৮২টি
খ. ৯২টি
গ. ১০২টি
ঘ. ১১৪টি
উত্তরঃ গ

১২৫৮) সনেটকে বাংলায় কি বলা হয়?
ক. সনেট
খ. অষ্টক পদ্য
গ. ষট্ক পদ্য
ঘ. চতুর্দশপদী কবিতা
উত্তরঃ ঘ

১২৫৯) মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি
ক. মহাকাব্য রচনা
খ. দেশপ্রেম বিষয়ক রচনা

গ. সনেটের প্রবর্তন
ঘ. প্রহসন রচয়িতা
উত্তরঃ ক

১২৬০) ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ. নবীনচন্দ্র সেন
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ গ

১২৬১) ‘কৃষ্ণকুমারী’ নাটকের নাট্যকার-
ক. গিরীশচন্দ্র ঘোষ
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. মাইকেল মধুসূধন দত্ত
ঘ. মহেন্দ্র গুপ্ত
উত্তরঃ গ

১২৬২) নিচের কোনটি মহাকাব্য?
ক. কপালকুণ্ডলা
খ. নীলদর্পণ
গ. বিত্রসংহার
ঘ. মেঘনাদ বধ
উত্তরঃ গ ও ঘ

১২৬৩) মধুসূদন খ্রিস্টধর্মে দীক্ষিত হন-
ক. ১৭৪৩ খ্রিষ্টাব্দে
খ. ১৮৪৩ খ্রিষ্টাব্দে
গ. ১৯৪৩ খ্রিষ্টাব্দে
ঘ. ১৮৪৪ খ্রিষ্টাব্দে
উত্তরঃ খ

১২৬৪) মধুসূদনের কোন নাটকটি ঐতিহাসিক?
ক. শর্মিষ্ঠা
খ. পদ্মাবতী
গ. কৃষ্ণকুমারী
ঘ. একেই কি বলে সভ্যতা
উত্তরঃ গ

১২৬৫) বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক. নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. নবীনচন্দ্র সেন
উত্তরঃ গ

১২৬৬) মাইকেল মধুসূদ দত্তের ‘বীরঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য?
ক. মহাকাব্যে
খ. সনেট
গ. পত্রকাব্য
ঘ. গীতিকাব্য
উত্তরঃ গ

১২৬৭) মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন?
ক. অষ্টাদশ শতাব্দী
খ. উনবিংশ শতাব্দী
গ. বিংশ শতাব্দী
ঘ. একবিংশ শতাব্দী
উত্তরঃ খ

১২৬৮) ‘একেই কি বলে সভ্যতা’ এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
ক. কাব্য
খ. প্রহসন
গ. মহাকাব্য
ঘ. উপন্যাস
উত্তরঃ খ

১২৬৯) ‘বুড়ো শালিকের ঘাড়ে রো’ কোন জাতীয় শিল্পকর্ম?
ক. উপন্যাস
খ. নাটক
গ. প্রহসন
ঘ. ছোটগল্প
উত্তরঃ গ

১২৭০) মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করে অমর হয়ে রয়েছেন তা হলো
ক. বিষাদ সিন্ধু
খ. তিলোত্তমা
গ. মেঘনাদ বধ
ঘ. দত্তা
উত্তরঃ গ

১২৭১) মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. মাত্রাবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর ছন্দ
উত্তরঃ খ

১২৭২) বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. দীনবন্ধু মিত্র
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ক

১২৭৩) মহাশ্মশান কাব্যের কাহিনী কোন যুদ্ধভিত্তিক?
ক. পানিপথের তৃতীয় যুদ্ধ
খ. হলদিয়াঘাটের যুদ্ধ
গ. নাদির শাহের দিল্লি অভিযান
ঘ. রাণা প্রতাপ সিংহের সঙ্গে মুঘলদের যুদ্ধ
উত্তরঃ ক(১৭৬১)

১২৭৪) ‘প্যারাডাইস লস্ট’ কার রচনা?
ক. হোমার
খ. মিল্টন
গ. ফেরদৌসী
ঘ. ভার্জিল
উত্তরঃ খ

১২৭৫) 'মেঘনাদবধ কাব্যে' যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষ হিসেবে কে ছিল?
ক. বীর নীল
খ. অঙ্গদ
গ. সুগ্রীব
ঘ. রামচন্দ্র
উত্তরঃ ক

®® রমজান®®

১২৭৬) কোন বাঙালি সাহিত্যিককে পাশ্চাত্যের মিল্টনের সাথে তুলনা করা হয়?
ক. মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ক

১২৭৭) ‘দি ক্যাপটিভ লেডি’ (The Captive Lady) কাব্যটি লিখেছেন-
ক. উইলিয়াম কেরি
খ. মাইকেল মধুসূদন
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. প্রেমেন্দ্র মিত্র
উত্তরঃ খ

১২৭৮) চতুর্দশপদী কবিতায় কতটি পঙ্ক্তি থাকে?
ক. তেরটি
খ. চৌদ্দটি
গ. পনেরিটি
ঘ. ষোলটি
উত্তরঃ খ

১২৭৯) সনেটের প্রথম আট পঙ্ক্তিকে কি বলে?
ক. অষ্টক্
খ. ধারা
গ. ষটক্
ঘ. অনুকাব্য
উত্তরঃ ক

১২৮০) বাংলা সাহিত্যের প্রথম মহাকবি-
ক. কায়কোবদ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. আলাওল
উত্তরঃ গ

১২৮১) ‘মেঘনাদবধ’ কাব্য কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮৬০ সালে
খ. ১৮৬১ সালে
গ. ১৮৬২ সালে
ঘ. ১৮৬৩ সালে

উত্তরঃ খ(রচিত ১৮৬০)

১২৮২) মাইকেল মধুসূদন দত্তের জন্ম সাল কোনটি?
ক. ১৮১৪ সাল
খ. ১৮২৪ সাল
গ. ১৮৩৪ সাল
ঘ. ১৮৪৪ সাল
উত্তরঃ খ

১২৮৩) অষ্টক ও ষটকের মাঝামাঝি ফাকা অংশকে কি বলা হয়?
ক. নিবর্তন সন্ধি
খ. প্রতিবর্তন সন্ধি
গ. সমাবর্তন সন্ধি
ঘ. আবর্তন সন্ধি
উত্তরঃ ঘ

১২৮৪) ‘মেঘনাদ বধ’ কাব্যে সর্গ সংখ্যা কয়টি?
ক. ১৫টি
খ. ৮টি
গ. ১২টি
ঘ. ৯টি
উত্তরঃ ঘ

১২৮৫) সনেটের শেষ ছয় পঙক্তিকে কি বলে?
ক. অষ্টক্
খ. ধারা
গ. ষটক্
ঘ. অণুকাব্য
উত্তরঃ গ

১২৮৬) মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি?
ক. ১৮২২-১৮৭৩
খ. ১৮২৪-১৮৭৩
গ. ১৮২৪-১৮৭৫
ঘ. ১৮২৫-১৮৮০
উত্তরঃ খ

১২৮৭) 'তিলোত্তমা' কাব্যটি কার রচিত?
ক. কালিদাস
খ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
গ. মধুসূদন দত্ত
ঘ. ঈশ্বর গুপ্ত
উত্তরঃ গ

১২৮৮) মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে ---
ক. মহাকাব্যে
খ. নাটকে
গ. পত্রকাব্যে
ঘ. সনেটে
উত্তরঃ ঘ

১২৮৯) সনেটের জনক কে?
ক. বাংলার মধুসূদন
খ. ইটালির পেত্রার্ক
গ. ইংল্যান্ডের মিল্টন
ঘ. জার্মানির দান্তে
উত্তরঃ খ(বাংলা সনেটের জনক মাইকেল)

১২৯০) বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
ক. ভদ্রার্জুন
খ. কৃষ্ণকুমারী
গ. শর্মিষ্ঠা
ঘ. পদ্মাবতী
উত্তরঃ গ(সার্থক ও মৌলিক)

১২৯১) Blank Verse অর্থ-
ক. অনুপ্রাস
খ. অমিত্রাক্ষর
গ. পয়ার
ঘ. মহাকাব্য
উত্তরঃ খ

১২৯২) মাইকেল মধুসূদনের প্রথম বাংলা কাব্য কোনটি?
ক. মেঘনাদবধ
খ. তিলোত্তমাসম্ভব
গ. ব্রজাঙ্গনা
ঘ. বীরাঙ্গনা
উত্তরঃ খ

১২৯৩) মধুসূদনের মৃত্যু হয় কোথায়?
ক. ভার্সাই নগরে
খ. আলিপুর হাসপাতালে
গ. কলকাতা মেডিকেল কলেজে
ঘ. সাগরদাড়ি নিজ বাসভবনে
উত্তরঃ খ

১২৯৪) অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?
ক. ব্রজাঙ্গনা কাব্য
খ. বীরাঙ্গনা কাব্য
গ. তিলোত্তমা সম্ভব কাব্য
ঘ. মেঘনাদবধ কাব্য
উত্তরঃ গ

১২৯৫) ‘ নীলদর্পণ প্রথম মঞ্চস্থ হয়-
ক. ঢাকা
খ. কলকাতা
গ. চট্টগ্রাম
ঘ. বরিশাল
উত্তরঃ ক

১২৯৬) কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
ক. মেঘনাদ বধ কাব্য
খ. দুর্গেশ নন্দিনী
গ. নীলদর্পণ
ঘ. অগ্নিবীণা
উত্তরঃ গ

১২৯৭) দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
ক. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
খ. বিয়ে পাগলা বুড়ো
গ. কিঞ্চিত জলযোগ
ঘ. কল্কি অবতার
উত্তরঃ খ

১২৯৮) 'Uncle Tom's Cabin'- এর আদলে বাংলা কোন নাটকটি প্রকাশিত হয়?
ক. ভ্রান্তিবিলাস
খ. রত্নাবলী
গ. শর্মিষ্ঠা
ঘ. নীলদর্পণ
উত্তরঃ ঘ

১২৯৯) ‘সধবার একাদশী’ প্রহসনটির রচয়িতা কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. গিরীশচন্দ্র সেন
গ. দীনবন্ধু মিত্র
ঘ. তারাচরণ শিকদার
উত্তরঃ গ

১৩০০) ‘লীলাবতী’ গ্রন্থটি সংক্রান্ত নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক
ক. নাটক, দীনবন্ধু মিত্র
খ. কাব্য গ্রন্থ, গিরিশচন্দ্র ঘোষ
গ. উপন্যাস, কালীপ্রসন্ন সিংহ
ঘ. রূপকথার সম্ভার
উত্তরঃ ক

(ভুল মনে হলে কমেন্টে জানাতে পারেন)
নোটঃ Ramjan Ali Suman
8



এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close