Breaking

Saturday, October 6, 2018

আজকের প্রথম আলো থেকে ৩৭টি সাধারণ জ্ঞান-২ ও ৩ অক্টোবর, ২০১৮ ( মঙ্গল ও বুধবার)


১) পদ্মা সেতু মোট পিলার -৪১ টি কাজ শেষ -১৪ টির

২) পদ্মা সেতু প্রকল্পের ব্যয় এখ ন দাঁড়িয়েছে – ৩০ হাজার কোটি টাকা
৩) এখন পর্যন্ত সেতুর কাজের অগ্রগতি – ৫৭.৫%
৪) পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ – ৭০০ মিটার
৫) পদ্মা সেতু ২০১৯ সালের ডিসেম্বরে চালু হওয়ার কথা থাকলেও – ২০২১ সালের আগে কাজ শেষ হওয়ার সম্ভবনা নেই
৬) পদ্মা সেতুতে এখন পর্যন্ত ব্যয় – ১৬ হাজার ৭৯৫ কোটি টাকা
৭) দেশে দরিদ্র লোকের সংখ্যা – ৩ কোটি ৯০ লাখ, অতি দরিদ্র – ১ কোটি ৯০ লাখ

৮) ক্যানসার প্রতিরোধের কৌশল আবিষ্কারের জন্য চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার ২০১৮ পেয়েছেন – জেমস এলিসন ও তাসুকু হোনজো ( যুক্তরাষ্ট্র ও জাপান)

৯) পদার্থ বিজ্ঞানে ২০১৮ সালে নোবেল পুরস্কার পেয়েছেন – ৩ জন, কানাডার ডোনো স্ট্রিকল্যান্ড ( নারী), যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশকিন ও ফ্রান্সের জেরার্ড মৌরো
১০) গরু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে চায় ভারতের শাসক দল – বিজেপি
১১) সীমান্ত থেকে স্থল মাইন অপসারন শুরু করেছে – ২ কোরিয়া
১২) ২ কোরিয়ার সীমান্তে স্থল মাইন ছিল – ৮ লাখ
১৩) মালদ্বীপের প্রথম নির্বাচিত প্রেসিডেন্টের নাম – নাশিদ
১৪) চলতি মাসে অনুষ্ঠেয় চীন যুক্তরাষ্ট্রের বৈঠক – বাতিল করা হয়েছে
১৫) বর্তমানে তুমুল বাণিজ্য যুদ্ধ চলছে – চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে
১৬) ঘানার রাজধানী – আক্রা
১৭) ভারতের শাসক দল এবার প্রতিমন্ত্রীর মর্যাদা দিল এক সাধুকে যিনি পরিচিত – কম্পিউটার বাবা নামে
১৮) ইন্দোনেয়েশিয়া ভয়াবহ ভূমিকম্প হয় যে দ্বীপে – সুলাওয়েসী দ্বীপে
১৯) সুমবা দ্বীপ – ইন্দোনেশিয়ায়
২০) ২ কোরিয়ার মধ্যে যুদ্ধ হয়েছিল – ১৯৫০ টু ১৯৫৩ সাল

২১) দ. কোরিয়ার বর্তমান প্রেসিডেন্টের বাবা ছিলেন – উ. কোরিয়ার নাগরিক
২২) ২ কোরিয়া অলিম্পিক গেমসের আয়োজক হতে চায় – ২০৩২ সালে
২৩) বাংলাদেশে্ নারী নীতি প্রণীত হয় – ১৯৯৭ সালে
২৪) ১৯৯৭ সালের জাতীয় নারী উন্নয়ন নীতিতে জাতীয় সংসদে নারীদের জন্য প্রত্যক্ষ ভোটে -১০০ আসন সংরক্ষনের কথা বলা হয়েছে
২৫) মহিলা পরিষদ জাতীয় সংসদের আসন বাড়ানোর জন্য দাবি জানায় – ৪৫০ টি, ১৫০ টি নারীদের জন্য সংরক্ষিত
২৬) বাংলাদেশে বর্তমানে ৩৫০ জন সাংসদের মধ্যে নারী সাংসদ – ৭১ জন
২৭) ২ জার্মানিক একত্রিত হয়েছিল – ১৯৯০ সালের ৩ অক্টোবর

২৮) আইএমএফের মুখ্য অর্থনীতিবিদ হতে যাচ্ছে ভারতের কলকাতার – গীতা গোপীনাথ

২৯) দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে – মাত্র ১৩% মানুষ ( ১৫ টু ৬৫ বছর)
৩০) সরকারি হিসেবে দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে – প্রায় ৯ কোটি ৫ লাখ মানুষ
৩১) দেশে মোবাইল সেবার উপর করের হার বিশ্বে – ৩য় সর্বোচ্চ
৩২) ইন্টারনেট সম্পর্কে জানা নেই দেশের – ৬৭% মানুষের
৩৩) দেশে মোবাইল ফোন ও ইন্টারেনট ব্যবহারে পুরুষের চেয়ে – নারীরা পিছিয়ে
৩৪) গ্রামে ইন্টারনেট ব্যবহারের হার শহরের তুলনায় – ৪২% কম
৩৫) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের বাধা সমূহ হলো – দাম ( ৩০%), গতি ( ১৫%), সময়ের অভাব ( ১৯%) , কোনো বাধা নেই (৩৩%), অন্যান্য কারন -৩%
৩৬) বাংলাদেশে বর্তমানে ফোন আছে – ৭৪% মানুষের হাতে
৩৭) ৭৪% মানুষের হাতে ফোন আছে যার – বেসিক ফোন -৪০%, ফিচার ফোন – ৩৬%, স্মার্ট ফোন – ২৪%



এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close