Breaking

Tuesday, October 16, 2018

বাংলা সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর" প্রতিদিন ৫০টি পর্ব-২২ (১০৫১-১১০০=৫০টি)

১০৫১) 'মর্সিয়া' শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?

ক. উর্দু
খ. ফারসি
গ. আরবি
ঘ. তুর্কি
উত্তরঃ গ।

১০৫২) ‘জয়নাবের চৌতিশা’ কে রচনা করেন?
ক. কবি শেরবাজ
খ. মুহম্মদ খান
গ. বাহরাম খান
ঘ. শেখ ফয়জুল্লাহ
উত্তরঃ ঘ

১০৫৩) ‘মহুয়া’ পালাটির রচয়িতা কে?
ক. দ্বিজ কানাই
খ. মনসুর বয়াতী
গ. নয়নচাঁদ ঘোষ
ঘ. দ্বিজ ঈশান
উত্তরঃ ক

১০৫৪) মহাকবি আলাওল কোন যুগের কবি?
ক. সর্বাধুনিক যুগের
খ. আধুনিক যুগের
গ. প্রাচীন যুগের
ঘ. মধ্যযুগের
উত্তরঃ ঘ

১০৫৫) চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী কয় খণ্ডে বিভক্ত?
ক. দুই খণ্ডে
খ. তিন খণ্ডে
গ. চার খণ্ডে
ঘ. অখণ্ড কাব্য
উত্তরঃখ

১০৫৬) সর্বজন স্বীকৃত ও খাঁটি ভাষায় রচিত প্রথম কাবগ্রন্থ কোনটি?
ক. চর্যাপদ
খ. শ্রীকৃষ্ণকীর্তন
গ. ইউসুফ-জোলেখা
ঘ. পদ্মাবতী।
উত্তরঃ খ

১০৫৭) ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বডু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচিত হয়-
ক. ১৩০০-১৩৪০ সালের মধ্যে
খ. ১৩৫০-১৪০০ সালের মধ্যে
গ. ১৩৪০-১৪৪০ সালের মধ্যে
ঘ. ১৩০০-১৪০০ সালের মধ্যে
উত্তরঃ গ

১০৫৮)'বিদ্যাসুন্দর' কাব্যের কবি কে?
ক. আলাওল
খ. শাহ মুহম্মদ সগীর
গ. দৌলত কাজী
ঘ. সাবিরিদ খান
উত্তরঃ ঘ

১০৫৯) 'ভাদুগান' কি?
ক. সাধারণ পূজায় গাওয়া হয় যে গান
খ. নবান্ন উৎসবে গাওয়া হয় যে গান
গ. ভাদ্রমাসে গাওয়া গান
ঘ. ভাদু পূজায় গাওয়া গান
উত্তরঃ ঘ

১০৬০) রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার অন্যতম সাহিত্যিক নিদর্শন-
ক. হাকন্দ পুরান
খ. গীতাঞ্জলি
গ. অন্নদামঙ্গল
ঘ. পদ্মাবতী
উত্তরঃ ঘ

১০৬১) পশুপাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য কি নামে পরিচিত?
ক. লোককথা
খ. উপকথা
গ. রূপকথা
ঘ. গল্পকথা
উত্তরঃ খ

১০৬২) 'জঙ্গনামা' কাব্যের বিষয় কি?
ক. যুদ্ধ-বিগ্রহ
খ. শোক-তাপ
গ. রোমান্স
ঘ. প্রেম-ভালোবাসা
উত্তরঃ ক

১০৬৩) শ্রী চৈতন্যদেব কোথায় জন্মগ্রহন করেন?
ক. সিলেটে
খ. রাজশাহীতে
গ. পশিমবঙ্গে
ঘ. নবদ্বীপে
উত্তরঃ ঘ

১০৬৪) ‘মৈমনসিংহ গীতিকা’র সংগ্রহ করেছেন কে?
ক. ড. আশরাফ ভট্টাচার্য
খ. ড. আশরায় সিদ্দিকী
গ. ড. দীনেশচন্দ্র সেন
ঘ. ড. গোরাম সাকলায়েন
উত্তরঃ গ

১০৬৫) কোন পর্তুগীজ বাঙালি বিধবাকে বিয়ে করেন এবং বাংলার কবিয়াল হিসেবে খ্যাতি লাভ করেন?
ক. উইলিয়াম কেরী
খ. দোম অ্যান্তোনিও
গ. অ্যান্টনি ফিরিঙ্গি
ঘ. উইলিয়াম জোনস
উত্তরঃ গ

১০৬৬) 'শ্রীকৃষ্ণবিজয়' গ্রন্থটি কার লেখা?
ক. কাশীরাম
খ. মালাধর বসু
গ. শ্রীকর নন্দী
ঘ. কৃত্তিবাস
উত্তরঃ খ।

১০৬৭) 'নসীরানামা' কাব্য কার রচনা?
ক. দৌলত কাজী
খ. কবি মরদন
গ. কোরেশী মাগন ঠাকুর
ঘ. আলাওল
উত্তরঃ খ

১০৬৮) মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে?
ক. কাশীরাম দাস
খ. শ্রীকর নন্দী
গ. সঞ্জয়
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ ক

১০৬৯) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়?
ক. ১৯০৯ সালে
খ. ১৯০৭ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২২ সালে
উত্তরঃ ক

১০৭০) মৈমনসিংহ গীতিকার অন্তর্গত পালা কোনটি?
ক. মহুয়া
খ. মলুয়া
গ. চন্দ্রাবতী
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ

১০৭১) ভাওয়াইয়া গান প্রথম সংগ্রহ করেন কে?
ক. ড. দীনেশচন্দ্র সেন
খ. জর্জ গ্রিয়ার্সন
গ. মনসুর বয়াতি

ঘ. ড. আশুতোষ ভট্টাচার্য
উত্তরঃ খ।

১০৭২) 'Tree without Roots' কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ?
ক. বিষবৃক্ষ
খ. লালসালু
গ. বিষাদসিন্ধু
ঘ. নীলদর্পণ
উত্তরঃ খ

১০৭৩) বাংলা ভাষায় লিখিত প্রথম জীবনী সাহিত্য কোনটি?
ক. মুরারিগুপ্তের কড়চা
খ. স্বরূপ দামোদর কড়চা
গ. শ্রী শ্রী চৈতন্য-চরিতামৃত
ঘ. শ্রী চৈতন্যভাগবত
উত্তরঃ ঘ

১০৭৪) বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত?
ক. মৈথিলী ভাষায়
খ. বাংলা ভাষায়
গ. প্রাকৃত ভাষায়
ঘ. ব্রজবুলি ভাষায়
উত্তরঃ ঘ

১০৭৫) চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কোনটি?
ক. কালকেতু
খ. ফুল্লরা
গ. ঈশ্বরী পাটনী
ঘ. মুরারি শীল
উত্তরঃ ক।
®®রমজান®®

১০৭৬) আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
ক. দিল্লীর
খ. হোসেন শাহীর
গ. ফরিদপুর রাজসভার
ঘ. আরাকান রাজসভার
উত্তরঃ ঘ

১০৭৭) মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
ক. হরিদত্ত
খ. ভারতচন্দ্র
গ. মুকুন্দরাম
ঘ. চণ্ডীদাস
উত্তরঃ খ

১০৭৮) বিদ্যাসুন্দর অংশটি কোন কাব্যের অন্তর্গত?
ক. অন্নদামঙ্গল
খ. ধর্মমঙ্গল
গ. মনসামঙ্গল
ঘ. চণ্ডীমঙ্গল
উত্তরঃ ক।

১০৭৯) মধ্যযুগের আদি নিদর্শন কোনটি?
ক. চর্যাপদ
খ. রঘুবংশ কাব্য
গ. শূন্যপূরণ
ঘ. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
উত্তরঃ ঘ

১০৮০) 'গম্ভীরা' গান গাওয়া হয় কোন অঞ্চলে?
ক. উত্তরবঙ্গে
খ. সিলেট অঞ্চলে
গ. ময়মনসিংহ অঞ্চলে
ঘ. পার্বত্য অঞ্চলে
উত্তরঃ ক।

১০৮১) পুঁথি সাহিত্য বলতে বুঝি-
ক. প্রেম বিষয়ক
খ. হিন্দু মুসলমান সম্পর্ক বিষয়ক
গ. ইসলামী চেতনাসম্পৃক্ত
ঘ. নবী রাসুল বিষয়ক
উত্তরঃ গ

১০৮২) শ্রী বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা হতে উদ্ধার করেন?
ক. লক্ষণ সেনের রাজগ্রন্থাগার থেকে
খ. নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে
গ. মহাস্থানগড়ের রাজা পরশুরামের গোলাঘর থেকে
ঘ. বাঁকুড়ায় কাকিল্যা গ্রামের গোয়ালঘরের চালার নিচ থেকে
উত্তরঃ ঘ

১০৮৩) বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ কোন যুগের অন্তর্ভুক্ত?
ক. প্রাচীন যুগের
খ. মধ্যযুগের
গ. আধুনিক যুগের
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

১০৮৪) বাংলা সাহিত্যের ইতিহাসে কোন সময়কে মধ্যযুগ ধরা হয়?
ক. ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ
খ. ১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ
গ. ১২০১-১৮০০ খ্রিস্টাব্দ
ঘ. ১৩৫১-১৮০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ গ

১০৮৫) ‘লাইলী-মজনু’ কাব্যের অনুবাদক হলেন-
ক. সাবিরিদ খান
খ. সৈয়দ সুলতান
গ. দৌলত উজির বাহরাম
ঘ. আলাওল
উত্তরঃ গ

১০৮৬) বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়?
ক. প্রাচীণ যুগ
খ. মধ্যযুগ
গ. অন্তমধ্য যুগ
ঘ. আধুনিক যুগ
উত্তরঃ খ।

১০৮৭) ক্রমের দিক হতে বাংলা ভাষার দ্বিতীয় গ্রন্থ
ক. চর্যাপদ
খ. শ্রীকৃষ্ণবিজয়
গ. শ্রীকৃষ্ণকীর্তন
ঘ. সেক শুভোদয়া
উত্তরঃ গ

১০৮৮) নাথ সাহিত্যের প্রধান নিদর্শন কোনটি?
ক. পার্বতী কাহিনী
খ. মীননাথের নারীমোহ থেকে উদ্ধার
গ. ময়নামতি ও গোপীচন্দ্রের আখ্যান
ঘ. গোপীচন্দ্রের সন্ন্যাস
উত্তরঃ গ

১০৮৯) নাথগীতিকাগুলো স্যার জর্জ গ্রিয়ার্সন কি নামে প্রকাশ করেন?
ক. মাণিকচন্দ্র রাজার গান
খ. রংপুরের গান
গ. ময়মনসিংহের গান
ঘ. ময়নামতীর গান
উত্তরঃ ক

১০৯০) কবি আলাওলের প্রথম রচনা কোনটি?
ক. পদ্মাবতী
খ. সয়ফুলমুলুক-বদিউজ্জামান
গ. সপ্তপয়কর
ঘ. তোহফা
উত্তরঃ ক।

১০৯১) 'মানিকচন্দ্র রাজার গান' সম্পাদিত গ্রন্থটি কে সম্পাদনা করেন?
ক. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
খ. ড. আশরাফ সিদ্দিকী
গ. জর্জ গ্রিয়ার্সন
ঘ. দীনেশচন্দ্র সেন
উত্তরঃ গ

১০৯২) কোন কীর্তনটি বিলুপ্ত হয়ে গেছে?
ক. ঝাড়খণ্ডী
খ. মান্দারী
গ. রেনেটি
ঘ. ক ও খ
উত্তরঃ ঘ

১০৯৩) ‘সতী ময়না ও লোরচন্দ্রানী’ কাব্যটির রচয়িতা-
ক. আলাওল
খ. দৌলত কাজী
গ. মাগন ঠাকুর
ঘ. মরদন
উত্তরঃ খ

১০৯৪) রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য চর্চার মূল পৃষ্ঠপোষক কে ছিলেন?
ক. আলাওল
খ. সৈয়দ সুলতান
গ. কাজী দৌলত
ঘ. মাগন ঠাকুর
উত্তরঃ ঘ

১০৯৫) ‘ঠাকুরমার ঝুলি’, ‘ঠাকুরদাদার ঝুলি’ প্রভৃতি রূপকথার বই সম্পাদনা করেন কে?
ক. সুকুমার রায়
খ. উপেন্দ্রকিশোর রায়
গ. দক্ষিণারঞ্জন মিত্র
ঘ. দীনেশ চন্দ্র সেন
উত্তরঃ গ

১০৯৬) ‘মনসামঙ্গল’ কাব্যের আদিকবি কে?
ক. বিজয় দত্ত
খ. ময়ূর ভট্ট
গ. মানিক দত্ত
ঘ. কানা হরিদত্ত
উত্তরঃ ঘ

১০৯৭) 'উপকথা' বলতে কি বোঝায়?
ক. পশুপাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য
খ. রাজা-বাদশাদের কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য
গ. প্রাচীনকালের সমাজ জীবন নিয়ে রচিত সাহিত্য
ঘ. উপজাতিদের জীবন অবলম্বনে রচিত সাহিত্য
উত্তরঃ ক

১০৯৮) গদ্যের মাধ্যমে কাহিনী বর্ণিত হলে তাকে কি বলে?
ক. লোককথা
খ. গীতিকা
গ. পালা
ঘ. ক্লাসিক সাহিত্য
উত্তরঃ ক

১০৯৯) ঠাকুর মার ঝুলির রচয়িতা--
ক. ক্ষিতিশচন্দ্র
খ. দক্ষিণারঞ্জন মিত্র
গ. দীনেশচন্দ্র
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ খ

১১০০) মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কতসালে মৃত্যুবরণ করেন?
ক. ১৭৫৬
খ. ১৭৫২
গ. ১৭৬০
ঘ. ১৭৬২
উত্তরঃ গ


বাংলা সাহিত্য নিয়ে প্রশ্ন চাকরির পরীক্ষার জন্য
বাংলা সাহিত্য নিয়ে প্রশ্ন চাকরির পরীক্ষার জন্য


(কোন ভুল লক্ষ্য করলে কমেন্টে বলুন)
এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close