Breaking

Thursday, October 18, 2018

বাংলা সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর" প্রতিদিন ৫০টিঃ পর্ব-২৪ (১১৫১-১২০০=৫০টি)

১১৫১) গীতগোবিন্দ কোন ভাষায় রচতি?

ক. প্রাচীন বাংলা
খ. সংস্কৃত
গ. ব্রজবুলি
ঘ. অবহট্হ
উত্তরঃ গ

১১৫২) চৈতন্যদেবের পর কার জীবনকে কেন্দ্র করে জীবনী সাহিত্য রচিত হয়?
ক. গোবিন্দ দাস
খ. চূড়ামণি দাস
গ. অদ্বৈতবর্মণ
ঘ. সুকুমার সেন
উত্তরঃ গ

১১৫৩) 'পুরাণ' কি?
ক. পুরাতন কোন জিনিস
খ. পুরাতন ধর্মগ্রন্থ
গ. সংস্কৃত ভাষায় রচিত এক ধরনের কাহিনীকেন্দ্রিক ধর্মগ্রন্থ
ঘ. যে কোন ভাষায় রচিত কাহিনীকেন্দ্রিক ধর্মগ্রন্থ
উত্তরঃ গ

১১৫৪) ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
ক. আলাওল
খ. ফকীর গরীবুল্লাহ
গ. সৈয়দ হামজা
ঘ. রেজাউদ্দৌলা
উত্তরঃ খ

১১৫৫) 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা-
ক. চণ্ডীদাস
খ. আলাওল
গ. শাহ মুহম্মদ সগীর
ঘ. ভারতচন্দ্র
উত্তরঃ খ

১১৫৬) বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে, তার নাম কি?
ক. মাগধী
খ. অসমিয়া
গ. ব্রজবুলি
ঘ. জগাখিচুড়ি
উত্তরঃ গ

১১৫৭) বাংলা ভাষায় রচিত দ্বিতীয় গ্রন্থ শ্রীকৃষ্ণুকীর্তন কাব্য কতখন্ডে বিভক্ত?
ক. নয়
খ. এগার
গ. তের
ঘ. পনের
উত্তরঃ গ

১১৫৮) মনসামঙ্গলের আদি কবি কে?
ক. কেতকা দাস
খ. বিজয় গুপ্ত
গ. বিপ্রদাস পিপিলাই
ঘ. কানাহরি দত্ত
উত্তরঃ ঘ

১১৫৯) কোন মঙ্গলকাব্য আদি মঙ্গলকাব্য হিসেবে পরিচিত?
ক. চণ্ডীমঙ্গল
খ. ধর্মমঙ্গল
গ. মনসামঙ্গল
ঘ. কালিকামঙ্গল
উত্তরঃ গ

১১৬০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে আবিষ্কার করেন?
ক. বসন্তরঞ্জন সাহা
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. রাজা রাজেন্দ্রলাল মিত্র
ঘ. শ্রী বসন্তরঞ্জন রায়
উত্তরঃ ঘ

১১৬১) কবীন্দ্র পরমেশ্বর কার উৎসাহে মহাভারত অনুবাদ করেছিলেন?
ক. ছুটি খাঁ
খ. পরাগল খাঁ
গ. আলাউদ্দিন হোসেন শাহ
ঘ. শ্রীকর নন্দী
উত্তরঃ খ

১১৬২) 'নসীরানামা' গ্রন্থটির রচয়িতা কে?
ক. আলাওল
খ. মাগন ঠাকুর
গ. চন্দ্রাবতী
ঘ. মরদন
উত্তরঃ ঘ

১১৬৩) মধ্যযুগের কোন কবি আরাকান রাজসভায় কাব্যচর্চা করতেন?
ক. আলাওল
খ. কাজী দৌলত
গ. শাহ মুহম্মদ সগীর
ঘ. সৈয়দ হামজা
উত্তরঃ ক

১১৬৪) ময়মনসিংহ গীতিকার প্রথম সংগ্রাহক কে?
ক. দীনেশ রঞ্জন দাস
খ. দীনেশ চন্দ্র সেন
গ. চন্দ্র কুমার দে
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ গ

১১৬৫) বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
ক. চণ্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. জ্ঞানদাস
ঘ. আলাওল
উত্তরঃ ক
®®রমজান®®

১১৬৬) কোন দেবীরকাহিনী নিয়ে ‘মনসামঙ্গল’ কাব্য রচিত?
ক. লক্ষ্মীন্দরের দেবী
খ. পদ্মাবতী দেবী
গ. মনসা দেবী
ঘ. বেহুলা ও চাঁদ সুন্দর
উত্তরঃ খ, গ

১১৬৭) কোন কবি বাঙালী না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছে?
ক. বিদ্যাপতি
খ. চণ্ডীদাস
গ. জয়দেব
ঘ. চৈতন্যদেব
উত্তরঃ ক

১১৬৮) 'ইউসুফ জোলেখা' প্রণয়কাব্য রচনা করেছেন--
ক. ভারতচন্দ্র রায়
খ. বসন্তরঞ্জন রায়
গ. আলাওল
ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ ঘ

১১৬৯) সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।' কার রচনা?
ক. বিদ্যাপতি
খ. গোবিন্দ দাস
গ. জ্ঞানদাস
ঘ. চণ্ডীদাস
উত্তরঃ ঘ

১১৭০) লোকসাহিত্যের উপাদান কি?
ক. প্রমাণভিত্তিক বিষয়
খ. গ্রামীণ এলাকার অখ্যাত সাহিত্যিকদের রচনা
গ. জনশ্রুতিমূলক বিষয়
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ খ

১১৭১) পুরাণের সর্বমোট সংখ্যা কয়টি?
ক. আঠারটি
খ. চব্বিশটি
গ. বত্রিশটি
ঘ. ছত্রিশটি
উত্তরঃ ঘ

১১৭২) রামায়ণের শ্রেষ্ঠ অনুবদক কে?
ক. কাশীরাম দাস
খ. কৃত্তিবাস ওঝা
গ. বাল্মীকি

ঘ. চন্দ্রাবতী
উত্তরঃ খ

১১৭৩) নিম্নের কোনটি আমাদের দেশের উপকথা?
ক. আলাদীনের আশ্চর্য প্রদীপ
খ. আজব দেশে ঘনারাম
গ. আলি বাবা ও চল্লিশ চোর
ঘ. রাখালের পিঠা গাছ
উত্তরঃ ঘ

১১৭৪) আরাকান রাজসভার কবি ছিলেন কে?
ক. আবদুল করীম খন্দকার
খ. মীর মশাররফ হোসেন
গ. বাহরাম খান
ঘ. ফকীর গরীবুল্লাহ
উত্তরঃ ক

১১৭৫) রবীন্দ্রনাথ কার কাব্যকে 'রাজকণ্ঠের মণিমালা' বলে অভিহিত করেছেন?
ক. বিদ্যাপতির
খ. জ্ঞানদাসের
গ. চণ্ডীদাসের
ঘ. গোবিন্দ দাসের
উত্তরঃ ক

®®®আধুনিক যুগ®®®

১১৭৬) বাংলা সাহিত্যের কণিষ্ঠতম শাখা কোনটি ?
ক. ছোটগল্প
খ. নাটক
গ. প্রবন্ধ
ঘ. পত্রকাব্য
উত্তরঃ ক

১১৭৭) নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
ক. আবুল হাসান
খ. হুমায়ুন কবির
গ. মহাদেব সাহা
ঘ. সোমেন চন্দ্র
উত্তরঃ ঘ

১১৭৮) বাংলা গদ্যের বিকাশ কোন্ বিদেশীর অবদান সর্বাধিক?
ক. উইলিয়াম কেরী
খ. লর্ড ওয়েলেসলি
গ. মার্শম্যান
ঘ. ডিরোজিও
উত্তরঃ ক

১১৭৯) উইলিয়াম কেরি রচিত গ্রন্থের নাম কি?
ক. কথোপকথন
খ. হিতোপদেশ
গ. বত্রিশ সিংহাসন
ঘ. রাজা প্রতাপাদিত্য চরিত্র
উত্তরঃ ক

১১৮০) ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন-
ক. মি. উইলিয়াম
খ. উইলিয়াম কেরি
গ. রামরাম বসু
ঘ. জেসি মার্শম্যান
উত্তরঃ খ

১১৮১) কোনটি উইলিয়াম কেরির রচনা?
ক. বাইবেল
খ. হিতোপদেশ
গ. লিপিমালা
ঘ. কথোপকথন
উত্তরঃ ঘ

১১৮২) উইলিয়াম কেরি রচিত ইতিহাসমালা প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
ক. ১৮০১
খ. ১৮০২
গ. ১৮১০
ঘ. ১৮১২
উত্তরঃ ঘ

১১৮৩) যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলাভাষা চির ঋণী হয়ে আছে তার নাম-
ক. লর্ড ইউলিয়াম বেন্টিংক
খ. উইলিয়াম ক্যারি
গ. লর্ড ক্লাইভ
ঘ. লর্ড ডালহাউসি
উত্তরঃ খ

১১৮৪) বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম নির্দেশ করুন?
ক. রাজা প্রতাপাদিত্য চরিত্র
খ. প্রবোধ চন্দ্রিকা
গ. লিপিমালা
ঘ. কথোপকথন
উত্তরঃ ঘ

১১৮৫) বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি?
ক. লিপিমালা
খ. মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং
গ. ইতিহাসমালা
ঘ. রাজা প্রতাপাদিত্য চরিত্র
উত্তরঃ ঘ

১১৮৬) লিপিমালা গ্রন্থটির রচয়িতা কে?
ক. রামরাম বসু
খ. উইলিয়াম কেরি
গ. হরপ্রসাদ রায়
ঘ. চণ্ডীচড়ণ মুন্সী
উত্তরঃ ক

১১৮৭) বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি?
ক. হিতোপদেশ
খ. কথোপকথন
গ. ইতিহাসমালা
ঘ. রাজা প্রতাপাদিত্য চরিত্র
উত্তরঃ ঘ

১১৮৮) কেরি সাহেবের মুন্সি বলা হয়-
ক. রামরামবসুকে
খ. চণ্ডীচরণ মুন্শি
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ. গোলকনাথ শর্মা
উত্তরঃ ক

১১৮৯) কবি ঈশ্বরগুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. দিগদর্শন
খ. সমাচার দর্পণ
গ. সংবাদ প্রভাকর
ঘ. তত্ত্ববোধিনী
উত্তরঃ গ

১১৯০) ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. রামমোহন রায়
ঘ. দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ

১১৯১) সতীদাহ প্রথা রোধ করেন-
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. দেবেন্দ্রনাথ সেন
গ. রাজা রামমোহন রায়
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ গ

১১৯২) বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. মোহিতলাল মজুমদার
গ. রাজা রামমোহন রায়
ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরঃ গ

১১৯৩) কোণ গ্রন্থটি রাজা রামমোহন রচনা নয়?
ক. বেদান্ত চন্দ্রিকা
খ. বেদান্ত গ্রন্থ
গ. বেদান্ত সার
ঘ. পথ্য প্রদান
উত্তরঃ ক

১১৯৪) কার আন্দোলনের ফলে উইলিয়াম বেন্টিং আইনের দ্বারা সতীদাহ প্রথা নিরোধ করেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রামমোহন রায়
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. অক্ষয়কুমার বড়াল
উত্তরঃ খ

১১৯৫) ব্রাক্ষধর্মের প্রতিষ্ঠাতা কে?
ক. অক্ষয়কুমার দত্ত
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ. রামমোহন রায়
উত্তরঃ ঘ

১১৯৬) রামমোহন রায়ের ছদ্মনাম কি ছিল?
ক. মি. ইন্ডিয়া
খ. রাজা
গ. শিবপ্রসাদ রায়
ঘ. অমিয় ধারা
উত্তরঃ গ

১১৯৭) বাঙালিদের মধ্যে প্রথম বিজ্ঞানমনস্ক গদ্য লেখক কে?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রাজা রামমোহন রায়
ঘ. অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ গ

১১৯৮) বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ কি?
ক. বাঙলা ব্যাকরণ
খ. মাগধী ব্যাকরণ
গ. গৌড়ীয় ব্যাকরণ
ঘ. সনাতন বাংলা ব্যাকরণ
উত্তরঃ গ

১১৯৯) সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক
ক. দোলন চাঁপা
খ. পথে হলো দেখা
গ. পথের পাঁচালী
ঘ. প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
উত্তরঃ ঘ

১২০০) গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে?
ক. রাজা রামমোহন রায়
খ. পাণিনি
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসগর
ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ ক





এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close