Breaking

Friday, October 26, 2018

৫ টি বই থেকে সংগ্রহ করা সমার্থক শব্দ, এর বাহিরে প্রম্ন আসবে না চাকরির পরীক্ষায়

সমার্থক শব্দের সাতকলা
.

এ পোস্টের বাহিরে আপনি সমার্থক প্রায় শব্দ খুঁজেই পাবেন না।
.
কমনের চৌদ্দগুষ্টি উদ্ধার করতে এ পোস্ট। মোট ৫ টি বইয়ের সমন্বয়ে প্রদত্ত নোটটি সাজানো হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেগুলো বার বার কমন আসে;শুধুমাত্র ঐসব সমার্থক শব্দ দিয়ে নোটটি তৈরি করা হয়েছে।
.
অগ্নি = অনল, পাবক, আগুন, দহন,
সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর,কৃশাণু, বিভাবসু,সর্বশুচি,হোমাগ্নি,বীতিত্রোর,জ্বলন,শিখাবৎ,শিখিনু,বায়ুসখা,শুচি,পিঙ্গল,বিশ্বপা,হিমারতি,সখ,সপ্তাংশু।
.
আকাশ =খ,আসমান, অম্বর, গগন,
নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম,অন্তরীক্ষ,শূন্য,ছায়ালোক,দ্যু,অনন্ত,দ্যুলোক,অভ্র,সুরপথ,অম্বরলোক,খলোক,নক্ষত্রলোক,ইথার,নভোলোক,নভস্থল।
.
মেঘ = ঘন, অভ্র, নিবিড়, জলধর, গাঢ়, জমাট, গভীর,বারিদ,অম্বুদ, পয়োধর,নীরদ,জলদ,জীমূত,তোয়দ,পর্জন্য, পয়োদ,বলাহক,তোয়ধর,ঘন,কাদম্বিনী,পয়োমুক।
.
চাঁদ =সুধাকর, শশী, শশধর,
দ্বিজরাজ, বিধু, সোম, নিশাপতি, সুধানিধি, রাকেশ, সুধাময়, ইন্দু, তারানাথ,সুধাংশু,সুধাকর,শশাঙ্ক,শশধর,হিমাংশু,
নিশাকর,শীতাংশু, কলানিধি,হিমকর,চন্দ্রমা,নিশাকান্ত,মৃগাঙ্ক,কলাধর,কলাভৃৎ,কুমুদনাথ, সিতাংশু,রজনীকান্ত, শীতকর,কলানাথ।
.
পদ্ম = কমল, উৎপল, সরোজ, পঙ্কজ,
নলিনী, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়,
পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ,সরোরুহ,কৈরব, কুবেল, অন্তোজ,নলীন।
.
পৃথিবী =ধরা, ধরিত্রী, ধরণী,
অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা,
বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন,
বিশ্ব,
ভূ-মণ্ডল,ক্ষিতি,মহী,বসুমতী,জগৎ,মর্ত্যলোক, ব্রহ্মান্ড,অখিল,ভুবন,ভূমি,ভূলোক,উর্বী,মরলোক,সংসার,ধরাতল,বসুধা,বসুমাতা,অদিতি,ক্ষিতিতল,
ধরাধাম।
.
.
পর্বত = শৈল, গিরি, পাহাড়, অচল,
অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী,
শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র,ভূধর,শিখরী,ভূভৃৎ, নগ,মেদিনীধর,ক্ষিতিধর,শৃঙ্গধর,অগ,ধরাধর,পৃথিবীধর,অবনীধর,ধরণীধর।

.
বায়ু = বাতাস, অনিল, পবন, হাওয়া,
সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ,
প্রভঞ্জন, পবন, সমীর, অনিল,
মারুত, বাত, বায়, আশুগ, পবমান,
সদাগতি, শব্দবহ, অগ্নিশখ, বহ্নিসখ,
হাওয়া,বাতি,আশুগ,মাতুত,বাত,বায়,পবমান,
সদাগতি,জগতায়ু।
.
সমুদ্র = সাগর, সায়ব, অর্ণব, সিন্ধু,
দরিয়া, জলধি, পাথার, পারাবার, প্রচেতা, অকূল, জলধর, নদীকান্ত, নীরধি, তোয়াধি, পয়োধি, বারিধর, বারীন্দ্র, ইরাবান, দ্বীপী,নীলাম্বু, সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি,গাভ,নদীকান্ত,
জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর,
বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি,উদধি।
.
সূর্য = রবি, সবিতা, দিবাকর,
দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু,
তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু,
প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,
পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি,
অর্ষমা,আফতাব,অর্ঘমা,অংশুমালী,অর্ক,সবিতা,
প্রভাকর,বিভাবসু,বিবস্বান, অরুণ,দিনেশ,দিননাথ,ময়ূখমালী,বিভাকর,বালার্ক,দিবাবসু,হরিদশ্ব,উষাপতি,চিত্রভানু,পূষণ,অংশুমান।
.
হস্তী = হাতি, করী, দন্তী, মাতঙ্গ,
গজ, ঐরাবত, দ্বিপ, দ্বিরদ, বারণ, কুঞ্জর,নাগ,কর,রদী,রদনী,পিল।
.
ঢেউ =তরঙ্গ, ঊর্মি, লহরী, বীচি, মওজ,লহর,উর্মিলহরী,জোয়ার,উল্লোল,হিল্লোল, কল্লোল, উদ্বেল,বিপুল,বিতরঙ্গ,মহাতরঙ্গ, তরঙ্গমালা, মহোর্মি,তরঙ্গভঙ্গ, কোটাল,ঘূর্ণি,তরঙ্গলহরী,তরঙ্গমালা,বীচিমালা,
মহাতরক্ষা,জলকল্লোল।
.

রাত্রি =নিশি, নিশীথ, রাত, রজনী, যামিনী, যামী, যামিকা, শমনী, বিভাবরী, ক্ষণদা, নক্ত, তামসী, অসুরা,রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশীথিনী,ত্রিযামা, অমানিশা,ক্ষণদা,অমা।
.
নদী= স্রোতস্বিনী, স্রোতস্বতী, তটিনী,তরঙ্গিনী,প্রবাহিনী,শৈবলিনী, কলস্বিনী,কল্লোলিনী, গাঙ, পয়স্বিনী, নির্ঝরিণী,
সরিৎ,গিরি,নিঃস্রাব,মন্দাকিনী,কূলবতী,স্রোতবহা,
সমুদ্রবল্লভা,সমুদ্রকান্তা।

Download PDF Here ছবিতে ক্লিক করুন



সমার্থক শব্দের সাতকলা

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close