Breaking

Friday, October 19, 2018

বাংলা সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর" প্রতিদিন ৫০টি পর্ব-২৫ (১২০১-১২৫০=৫০টি)

১২০১) ‘বিধবা বিবাহ আইন’ কত সালে পাশ হয়?

ক. ১৮৫৫ সালে
খ. ১৮৫৬ সালে
গ. ১৮৫৭ সAAAAালে
ঘ. ১৮৫৮ সালে
উত্তরঃ খ

১২০২) রাজারামমোহন রায়কে দ্বিতীয় সম্রাট কত সালে "রাজা"উপাধি দেন?
ক. ১৮২৯
খ. ১৮৩০
গ. ১৮৩১
ঘ. ১৮৩২
উত্তরঃ খ

১২০৩) রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন-
ক. প্রেস অর্ডিন্যান্স
খ. নীল চাষ
গ. নীল কমিশন
ঘ. রাইফেল ব্যবহার
উত্তরঃ ক

১২০৪) শকুন্তলা কে অনুবাদ করেন?
ক. প্যারীচাঁদ
খ. বিদ্যাসাগর
গ. রামমোহন রায়
ঘ. অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ খ

১২০৫) হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক-
ক. রাজা রামমোহন রায়
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. মিসেস সরোজিন নাইডু
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ

১২০৬) বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্যারীচাঁদ মিত্র
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ

১২০৭) বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই কোনটি?
ক. রামায়ণ
খ. শকুন্তলা
গ. বেতাল পঞ্চবিংশতি
ঘ. বেদান্ত গ্রন্থ
উত্তরঃ গ

১২০৮) কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
ক. স্মৃতি কথামালা
খ. আত্মচরিত
গ. আত্মকথা
ঘ. আমার কথা
উত্তরঃ খ

১২০৯) বাংলা গদ্যের জনক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. উইলিয়াম কেরী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ক

১২১০) বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কোন সালে থেকে শুরু হয়?
ক. ১৮৪৭
খ. ১৮৭৪
গ. ১৮৮৯
ঘ. ১৯২৩
উত্তরঃ ক

১২১১) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন?
ক. হেক্টর বধ
খ. ইডিপাস
গ. মুখরা রমণী বশীকরণ
ঘ. ভ্রান্তিবলাস
উত্তরঃ ঘ

১২১২) ঈশ্বরচন্দ্র বিদ্যাসারের পারিবারিক নাম-
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ. ঈশ্বর শর্ম
ঘ. ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

১২১৩) বিধবাবিবাহ রহিতকরণে কে কলম যুদ্ধ করেন-
ক. রাজা রামমোহন রায়
খ. প্যারিচাঁদ মিত্র
গ. রাজীব লোচন মুখোপাধ্যায়
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ

১২১৪) বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাঁথা কোনটি?
ক. শকুন্তলা
খ. কপালকুণ্ডলা
গ. প্রভাবতী সম্ভাষণ
ঘ. সীতার বনবাস
উত্তরঃ গ

১২১৫) ‘শকুন্তলা’ কার লেখা গ্রন্থ?
ক. উইলিয়াম কেরি
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রামরাম বসু
ঘ. চণ্ডিচরণ মুন্সি
উত্তরঃ খ

১২১৬) ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রামমোহন রায়
ঘ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ খ

১২১৭) আধুনিক বাংলা উপন্যাসের জনক কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ক

১২১৮) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন ধরনের রচনা?
ক. কাব্যগ্রন্থ
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. অনুবাদগ্রন্থ
উত্তরঃ ঘ

১২১৯) বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন?
ক. রামরাম বসু
খ. রাম নারায়ণ তর্করত্ন
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. রাজা রামমোহন রায়
উত্তরঃ ঘ

১২২০) শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন-
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

১২২১) ১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে?
ক. শকুন্তলা
খ. সীতার বনবাস
গ. বর্ণপরিচয়
ঘ. ভ্রান্তিবিলাস
উত্তরঃ গ

১২২২) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রামায়ণের 'অযোদ্ধা কাণ্ড' -এর বঙ্গানুবাদ কোনটি?
ক. ঋজুপাঠ(প্রথম ভাগ)
খ. ঋজুপাঠ(দ্বিতীয় ভাগ)
গ. বোধোদয়
ঘ. কথামালা
উত্তরঃ খ

১২২৩) কোন বইতে প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়?
ক. বেতাল পঞ্চবিংশতি
খ. সীতার বনবাস
গ. শকুন্তলা
ঘ. বেদান্ত গ্রন্থ
উত্তরঃ ক

১২২৪) কারা ঈশ্বরচন্দ্রকে 'বিদ্যাসাগর' উপাধি দেন?
ক. ফোর্ট উইলিয়াম কলেজ
খ. হিন্দু সমাজ
গ. সংস্কৃত কলেজ
ঘ. ব্রিটিশ সরকার
উত্তরঃ গ

১২২৫) কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
ক. ভ্রান্তিবিলাস
খ. বেতাল পঞ্চবিংশতি
গ. প্রভাবতী সম্ভাষণ
ঘ. সংস্কৃত সাহিত্যের ইতিহাস
উত্তরঃ খ
_____রমজান____

১২২৬) বাংলা গদ্য প্রথম বিরাম যতি চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার?
ক. বিদ্যাসাগরের
খ. অক্ষয় কুমারের
গ. চণ্ডীচরণ মুন্সির
ঘ. কালিপ্রসন্ন সিংহের
উত্তরঃ ক

১২২৭) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবী কোনটি?

ক. বিদ্যাসাগর
খ. চট্টোপাধ্যায়
গ. বন্দ্যোপাধ্যায়
ঘ. শর্মা
উত্তরঃ গ

১২২৮) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা নিচের কোনটি?
ক. প্রভাবতী সম্ভাষণ
খ. জীবন চরিত্র
গ. বেতাল পঞ্চবিংশতি
ঘ. সীতার বনবাস
উত্তরঃ ক

১২২৯) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তবিলাস’ কোন নাটকের গন্য অনুবাদ?
ক. মার্চেন্ট অব ভেনিস
খ. কমেডি অব এররস
গ. দ্যা মিডসামার নাইটস ড্রিম
ঘ. টেমিং অব দ্যা শ্রু
উত্তরঃ খ

১২৩০) কোনটি বিদ্যাসাগরের রচনা?
ক. রাজাবলী
খ. বত্রিশ সিংহাসন
গ. হিতোপদেশ
ঘ. শকুন্তলা
উত্তরঃ ঘ

১২৩১) ‘বাংলা গদ্যের জনক’ বলা হয়-
ক. উইলিয়াম কেরিকে
খ. রাজা রামমোহন রায়কে
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
ঘ. প্যারিচাঁদ মিত্রকে
উত্তরঃ গ

১২৩২) 'বর্ণ-পরিচয়' গ্রন্থের লেখক কে?
ক. সতীনাথ বসাক
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. যোগীন্দ্রনাথ সরকার
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ

১২৩৩) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন-
ক. ১৭৯৬ সালে
খ. ১৮০২ সালে
গ. ১৮২০ সালে
ঘ. ১৮৪৮ সালে
উত্তরঃ গ

১২৩৪) বাংলা ভাষার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?
ক. বঙ্কিমচরিত
খ. ঈশ্বরচন্দ্রচরিত
গ. রামায়ণচরিত
ঘ. বিদ্যাসাগর চরিত
উত্তরঃ ঘ

১২৩৫) কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নয়?
ক. পদ্মাবতী
খ. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
গ. চতুর্দশপদী কবিতাবলী
ঘ. সনেট পঞ্চায়েত
উত্তরঃ ঘ

১২৩৬) মাইকেল মধুসূদন দত্তের প্রহসন-
ক. অতি অল্প হইল
খ. একেই কি বলে সভ্যতা
গ. ফাঁস কাগজ
ঘ. এর উপায় কি
উত্তরঃ খ

১২৩৭) ‘কপোতাক্ষ নদ’ কোন জাতীয় কবিতা?
ক. গদ্য কবিতা
খ. গীতিকবিতা
গ. সনেট
ঘ. পয়ার
উত্তরঃ গ

১২৩৮) নিম্ন গ্রন্থগুলোর মধ্যে মধুসূদনের রচিত কোনটি?
ক. রত্নাবতী
খ. সীতার বনবাস
গ. মায়াকানন
ঘ. রামচরিত মানস
উত্তরঃ গ

১৮৩৯) অমিত্রাক্ষর ছন্দে রচিত মহাকাব্য ‘মেঘনাদ বধ’ এর রচয়িতা কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. কায়কোবাদ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ক

১৮৪০) ‘একেই কি বলে সভ্যতা? কে লিখেছেন?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. মীর মশাররফ হোসেন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ক

১২৪১) মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন গ্রন্থে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন?
ক. তিলোত্তমাসম্ভব কাব্য
খ. বীরাঙ্গনা কাব্যে
গ. পদ্মাবতী নাটকে
ঘ. ব্রজাঙ্গনা কাব্যে
উত্তরঃ ক

১২৪২) বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ. নবীনচন্দ্র সেন
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ ঘ

১২৪৩) মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ প্রকৃতপক্ষে কোন রসের কাব্য?
ক. বীররস
খ. করুণ রস
গ. শান্ত রস
ঘ. মধুররস
উত্তরঃ ক

১২৪৪) কোন কবিকে জাগরণের কবি বলা হয়?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. জীবনানন্দ দাস
গ. মধুসূদন দত্ত
ঘ. কায়কোবাদ
উত্তরঃ গ

১২৪৫) মাইকেল মধুসূদন রচিত ‘ওড’ (ode) জাতীয় কাব্য কোনটি?
ক. বীরাঙ্গনা
খ. তিলোত্তমাসম্ভব
গ. মেঘনাদবধ
ঘ. ব্রজাঙ্গনা
উত্তরঃ ঘ

১২৪৬) ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি লিখেছেন-
ক. অদ্বৈত মল্ল বর্মণ
খ. আলাউদ্দীন আল আযাদ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. আবু জাফর শামসুদ্দীন
উত্তরঃ ক

১২৪৭) মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’ কাব্যের উৎস কি?
ক. রামায়ণ
খ. মহাভারত
গ. ভগবত
ঘ. কুমারসম্ভব
উত্তরঃ ক

১২৪৮) ‘বীরাঙ্গনা’ কোন ছন্দে রচিত?
ক. অমিত্রাক্ষর
খ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্ত
ঘ. গদ্য কবিতা
উত্তরঃ ক

১২৪৯) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডী নাটক-
ক. কৃষ্ণকুমারী
খ. শর্মিষ্ঠা
গ. ভদ্রার্জুন
ঘ. দি ডিসগাইস
উত্তরঃ ক

১২৫০) মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়?
ক. মণিরামপুর
খ. চৌগাছা
গ. কেশবপুর
ঘ. অভয়নগর
উত্তরঃ গ

বাংলা সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর"

ভুল লক্ষ্য করলে বলবেন....


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close