Breaking

Sunday, October 28, 2018

২০১৮ সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান পার্ট -১

( অগ্রনী ব্যাংক ক্যাশ,উত্তরা ক্যাশ, BRTA পরিদর্শক, বাং. পরমাণু শ.ক.,
একটি বাড়ি একটি খামার, কৃষি সম্পাসারণ অধিদপ্তর, )
# # বাংলাদেশ_অংশ ##
১) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী – তাজউদ্দিন আহমদ
২) ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেয় – UNESCO
৩) উত্তরা গণভবন অবস্থিত – নাটোর
৪) বড়পুকুরিয়া কয়লা খনি অবস্থিত – দিনাজপুর
৫) বাংলাদেশ তার শততম টেস্ট যে দেশের বিপক্ষে জিতে – শ্রীলংকা
৬) আমার ভাইয়ের রক্তে রাঙাানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার – আবদুল লতিফ
৭) বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি – আবদুল হামিদ
৮) বাংলাদেশের জাতীয় টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক – সাকিব আল হাসান
৯) বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র - হালদা নদী
১০) ৬ দফা আন্দোলন হয়েছিল – ১৯৬৬ সালে
১১) গ্রীনিস মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য – ৬ ঘন্টা
১২) গজলডোবা বাঁধ বাংলাদেশের যে নদীর উজানে – তিস্তা
১৩) বাংলাদেশে বীরশ্রেষ্ঠ খেতামপ্রাপ্ত মুক্তিযোদ্ধা – ৭ জন
১৪) বাংলাদেশ সংবিধানে মোট তফসিল আছে – ৭ টি
১৫) খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, গানটির রচয়িতা – লালন শাহ
১৬) বাংলাদেশে কোন ব্যক্তির ভোটাধিকারের ন্যূনতম বয়স – ১৮ বছর
১৭) জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন – রাষ্ট্রপতি

১৮) যে আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় – ইরাক
১৯) সংবিধান স্বীকৃত ভাষাকে বলা হয় – রাষ্ট্রভাষা
২০) মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত যে জেলার নাম – যশোর
২১) শেখ মুজিবুর রহমানের জন্মতারিখ – ১৭ মার্চ, ১৯২০
২২) জাতীয় স্মৃতি সৌধের উচ্চতা – ১৫০ ফুট
২৩) বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী – ১২ তম
২৪) জাতীয় সংসদের ইংরেজি বা সাংবিধানিক নাম – হাউজ অব দি নেশন
২৫) ইউনিয়ন পরিষদ গঠিত হয় – ১৩ সদস্য নিয়ে
২৬) বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ এর উপাধি – ল্যান্স নায়েক
২৭) “ অপরাজেয় বাংলা “ এর ভাস্কর – সৈয়দ আবদুল্লাহ খালেদ
শূন্য_ছেলে_অপূর্ব_খান
২৮) মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা – ডা: সেতারা বেগম ও তারামন বিবি
২৯) সংবিধানের যে অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে – ২৮(২) ধারা
৩০) বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল – ১০ এপ্রিল, ১৯৭১ সালে
৩১) বীর বিক্রম উপাধি দেয়া হয় – ১৭৫ জনকে
৩২) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেক্টর ছিল।– ১১ টি
৩৩) বাংলাদেশের অর্থনীতিতে মোট দেশজ উৎপাদনের সর্ববৃহৎ খাত – সেবা
৩৪) এশেজ কথাটি যে খেলার সাথে জড়িত – ক্রিকেট
৩৫) বাংলাদেশে সরকারি EPZএর সংখ্যা – ৮ টি
৩৬) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠি হয় – ১৯৬১ সালে
৩৭) বাংলাদেশের বর্তমান পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি - ৭ম
৩৮) বাংলাদেশের সীমান্তে ভারতের রাজ্য – ৫ টি
৩৯) বাংলাদেশ প্রথম যে দেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জয় লাভ করে – জিম্বাবুয়ে
৪০) বরেন্দ্র বলতে বোঝায় বাংলাদেশের – রাজশাহী জেলাকে
৪১) পঞ্চাশের মন্বন্তর হয়েছিল – ১৯৪৩ সালে
৪২) মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশ বিভক্ত ছিল – ৬৪ টি সাব সেক্টর
৪৩) বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত – চট্টগ্রামে
৪৪) খুলনা থেকে কলকাতা গামী যে ট্রেন চালু হয় তার নাম – বন্ধন
৪৫) ২০১৬-১৭ অর্থ বছরের বাংলাদেশের জিডিপি – ৭.২৮%
৪৬) ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ থানা – হাতিরঝিল
৪৭) বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র ঘোষনা করা হয় – পায়রা বিদ্যুৎকেন্দ্রকে
৪৮) সাংবিধানিক প্রতিষ্ঠান নয় – পরিকল্পনা কমিশন
৪৯) কূটনৈতিক সম্পর্ক নেই কিন্তু বাণিজ্যিক সম্পর্ক রয়েছে – তাইওয়ানের সাথে
৫০) সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় – ঢাকায়
৫১) বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় – ১৬ ডিসেম্বর ১৯৭১
৫২) গঙ্গা নদী বাংলাদেশে যে নামে পরিচিত – পদ্মা
৫৩) সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত – তৈরি পোশাক
৫৪) বাংলাদেশকে স্বীকৃতি দান কারী প্রথম দেশ – ভূটান
# # আন্তর্জাতিক অংশ##
৫৫) মানব উন্নয়ন সূচক ২০১৬ তে শীর্ষ দেশ।– নরওয়ে
৫৬) পোপ ফ্রান্সিস যত তম ক্যাথলিক চার্চ – ২৬৬ তম
৫৭) রোবট সুফিয়া যে দেশের নাগরিক – সৌদি আরব
৫৮) জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত – নিউইয়র্কে
৫৯) পাট উৎপাদনে শীর্ষ দেশ – ভারত
৬০) শতবছর ব্যাপী যুদ্ধ হয়েছিল – ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে
৬১) জি ১৫ যে বিশ্বের অর্থনৈতিক গ্রুপ বা দল – তৃতীয় বিশ্বের
৬২) মানবাধিকার দিবস – ১০ ডিসেম্বর
৬৩) ব্রাজিল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় – ৫ বার

৬৪) ILO এর সদর দপ্তর – জেনেভা
৬৫) ২০১৫ সালে ইরানের সাথে পরমাণু চুক্তি করেছিল – ৬ টি দেশ
৬৬) জাতি সংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ নয় – জার্মানি
৬৭) কিয়োটো প্রটোকল দে দেশে স্বাক্ষরিত হয়েছিল – জাপান
৬৮) লেবাননের রাজধানী – বৈরুত
৬৯) জাতিসংঘের বর্তমান মহাসচিব – অ্যান্টোনিও গুতেরেস
৭০) ম্যানবুকার পুরস্কার ২০১৭ লাভ করেন – জর্জ স্যান্ডার্স
৭১) যে দেশ ন্যাটোর সদস্য নয় – অস্ট্রিয়া


 কোন তথ্যের ভুল থাকলে কমেন্টসে উত্তর দিন।
এছাড়াও নিয়মিত চাকরির সব আপডেট ফেসবুকে পেতে আমাকে ফলো করুন
আমাকে পাবেন এখানে
এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close