Breaking

Monday, October 8, 2018

নোবেল পুরষ্কার বিস্তারিত - ২০১৮ (একনজরে দেখে নিন) শেয়ার করে রাখুন



* চিকিৎসা বিজ্ঞান:

১. জেমস পি অ্যালিসন (যুক্তরাষ্ট্র)
২. তাসুকু হোনজো (জাপান)

অবদান: মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজে লাগিয়ে ক্যান্সার চিকিৎসার নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য।

পুরষ্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান: রয়েল সুইডিশ একাডেমী অব সায়েন্সেস

* পদার্থ বিজ্ঞান:

১. আর্থার আশকিন (যুক্তরাষ্ট্র)
২. জেরার্ড মোরউ (ফ্রান্স)
৩. ডোনা স্ট্রিকল্যান্ড (কানাডা)


অবদান: লেজার গবেষণায় অবদানের জন্যে এই পুরস্কার তিনজনকে ভাগ করে দেওয়া হলো।

পুরষ্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান: ক্যারোলিনস্কা ইন্সটিটিউট

* রসায়ন:

১. ফ্রান্সেস এইচ. আরনল্ড (যুক্তরাষ্ট্র)
২. জর্জ পি. স্মিথ (যুক্তরাষ্ট্র)
৩. স্যার গ্রেগরি পি উইন্টার (যুক্তরাজ্য)

অবদান: এনজাইমের বিবর্তন নিয়ে কাজ করার (For the directed evolution of enzymes) স্বীকৃতি হিসেবে।

পুরষ্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান: রয়েল সুইডিশ একাডেমী অব সায়েন্সেস

* সাহিত্য:

স্থগিত। এ বছর সাহিত্যে কোন নোবেল পুরস্কার দেয়া হবেনা।


পুরষ্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান: সুইডিশ একাডেমী

* শান্তি:

১. নাদিয়া মুরাদ (ইরাক)
২. মুকওয়েগে (কঙ্গো)

অবদান: যুদ্ধাস্ত্র হিসেবে ধর্ষণ বন্ধের চেষ্টার স্বীকৃতিতে তারা এ পুরস্কার পেলেন।

পুরষ্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান: নরওয়েজিয়ান নোবেল কমিটি।

 শেয়ার করে রাখুন
এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close