Breaking

Wednesday, October 24, 2018

বাংলা দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন (ব্যাকরণ অংশ) এইচএসসি ব্যাচ -২০১৯

বাংলা_উচ্চারণ :

✓ বাংলা উচ্চারণের যে কোনো ৫টি নিয়ম লেখ।
✓ 'অ' ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম লেখ।
✓ শব্দের সঠিক উচ্চারণ লিখ।
#বাংলা_বানান :
✓ বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের ৫টি নিয়ম লেখ।
✓ বাংলা একাডেমি প্রণীত বাংলা শব্দে ব্যবহৃত তৎসম/অতৎসম শব্দের ৫টি নিয়ম লেখ।
✓ ণ-ত্ব / ষ-ত্ব বিধান কাকে বলে? ৫টি করে নিয়ম লেখ।
✓ শব্দের বানান শুদ্ধ করে লেখ।

ব্যাকরণিক_শব্দশ্রেণি :
✓ আবেগ শব্দ কাকে বলে? উদাহরণসহ প্রকারভেদ আলোচনা কর।
✓ বিশেষণ পদ কাকে বলে? উদাহরণসহ প্রকারভেদ আলোচনা কর।
✓ বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণসহ প্রকারভেদ আলোচনা কর।

✓ সর্বনাম পদ কাকে বলে? উদাহরণসহ প্রকারভেদ আলোচনা কর।
✓ ক্রিয়া পদ কাকে বলে? উদাহরণসহ প্রকারভেদ আলোচনা কর।
✓ অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় কর।

উপসর্গ_প্রত্যয়_সমাস :
✓ ব্যসবাক্যসহ সমাস নির্ণয় কর।
✓ "উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে" - আলোচনা কর।
✓ প্র, পরা, পরি, নির, সম, নি, অনু, সু, প্রতি, অতি, অজ, আ, ইতি, পাতি, রাম উপসর্গযোগে ৫টি শব্দ লিখে বাক্যে প্রয়োগ দেখাও।

বাক্যতত্ত্ব :
✓ বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা কর।
✓ বাক্য কাকে বলে? অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা কর।
✓ বাক্য পরিবর্তন : সরল, জটিল, যৌগিক, অস্তিবাচক, নেতিবাচক, প্রশ্নবাচক, বিস্ময়সূচক, অনুজ্ঞাসূচক।



শব্দ_ও_বাক্যের_শুদ্ধ_প্রয়োগ_ও_অপপ্রয়োগ :
✓ ৫টি বাক্য শুদ্ধি।
✓ অনুচ্ছেদ শুদ্ধিকরণ।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close