Breaking

Tuesday, October 9, 2018

প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ প্রশ্ন-সমাধান :



১.মাথা খাও " ভুলিও না খেয়ো মনে করে" মাথা খাও
বলতে বুঝায় - মাথার দিব্যি
২.নন্দিত এর বিপরীত শব্দ কোনটি? - নিন্দিত
৩.১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত
কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয়
রাষ্ট্রের মহীসোপানের (continental shelf) সীমা হবে
ভিত্তি রেখা হতে - ৩৫০ নটিক্যাল মাইল
৪.It is 11 am now.The Sun --- in the eastern sky. - is shining
৫.কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ
করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়
তাহলে সংখ্যাটি কত? - ৭৫
৬.প্রাচীন" এর বিপরীতার্থক শব্দ - অর্বাচীন
৭.প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির
নাম কি? - রাজা শশাঙ্ক
৮.মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ
কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল? - ১০ নং সেক্টর
৯.Choose the correct indirect speech. She asked me," Are you
happy in your new job?" - She asked me if I was happy in my
new job
১০.we were watching the news when the telephone .... - rang
১১.ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন
করেন - ইসলাম খাঁ

১২."বরনের যোগ্য যিনি" বাক্যটিকে
এককথায় প্রকাশ করুন = বরেণ্য
১৩.x=√3-1/x. হলে,x³+1/x³ এর মান কত? = 0.0
১৪.বহুব্রীহি সমাস কয় প্রকার? - ৮ প্রকার
১৫."অন্বেষণ" শব্দের সন্ধি বিচ্ছেদ - অনু+এষণ
১৬."নিকুঞ্জ" শব্দের অর্থ - বাগান
১৭.প্রদত্ত উপাত্তগুলোরমধ্যকঃ ১২,৯,১৫,৫,২০,৮,
২৫,১৭,২১,২৩,১১ = ১৫
১৮.কোন বানানটি শুদ্ধ? - আদ্যাক্ষর
১৯.( 5x/6+3) এবং (x/3+10)পরস্পর সমান হলে x এর মান
কত? = 14.0
২০."কচুবনের কালাচাঁদ" বাগধারাটির অর্থ
কী? - অপদার্থ
২১.বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা
মামলার রায় হয়- ১৪ মার্চ,২০১২
২২. The roads of Dhaka are wider -- Than those of Sylhet
২৩.Correct passive form of -" I have to do it". - It has to be
done by me
২৪." prior to"means - before.
২৫."দেশের জন্য সেবা কর" দেশের কোন
কারকে কোন বিভক্তি? - সম্প্রদানে ষষ্ঠী
২৬.মৌলিক পদার্থ কোনটি? - লোহা
২৭."Diamond cuts diamond - এর অনুবাদ কোনটি? - মানিকে
মানিক চেনে
২৮." প্রত্যুষ" শব্দের সন্ধি বিচ্ছেদ - প্রতি+ঊষ
২৯.কোনটি জহির রায়হানের উপন্যাস নয়? - নিষ্কৃতি
৩০.একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা।
কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম
হলে, কলমটির মূল্য বইয়ের মূল্যের দ্বিগুণ হতো।বইটির মূল্য
কত? = ৪৬ টাকা
৩১.Which of the following Sentence is correct. - He was
hanged for murder
৩২.একজন ক্রিকেটারের ১০ ইনিংসের
রানের গড় ৪৫.৫।১১ তম ইনিংসে কত রান
করে আউট হলে,সব ইনিংস মিলিয়ে তার
রানের গড় ৫০ হবে? = ৯৫
৩৩.The meaning of the word 'precedence' is -a case of
reference
৩৪.সমকোনী ত্রিভুজের সমকোণ সংলগ্ন
বাহুদ্বয় যথাক্রমে ৩ সেমি ও ৪ সেমি হলে,
এর অতিভূজের মান কত? = ৫ সেমি
৩৫." Among is a preposition that is used when ----- are
involved. - more than two
৩৬.which one is the singular of leaves? - leaf

৩৭.The word everything is-a pronoun
৩৮.what type of the word" infancy" is- Abstract
৩৯.Choose the correct spelling: Accelerate
৪০.নিচের কোনটি বাংলা লেখার
সফটওয়্যার? = বিজয়
৪১.সবচেয়ে বড় সংখ্যা কোনটি? = ০.১০০
৪২.বৃষ্টি পড়ে টাপুর টুপুর" এখানে টাপুর টুপুর কোন ধরনের
শব্দ? - পদের দ্বিরুক্তি
৪৩.কোন বানানটি অশুদ্ধ? - উপচর্য
৪৪.২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা
হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তুতীয়াংশ হয়, ছোট
অংশের দৈর্ঘ্য কত ফুট? = ৮
৪৫.I prefer tea ---- coffee. - to
৪৬.লোকসাহিত্য কাকে বলে? - লোকের মুখে মুখে
প্রচলিত কাহিনী,গান,ছড়া ইত্যাদিকে
৪৭.কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০
দিনের খাবার আছে।৫ দিন পর ঐ
ছাত্রাবাসে আরো ১০ জন ছাত্র আসলে
অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? = ২০ দিন
৪৮.ক,খ ও গ এর বেতনের অনুপাত ৭:৫:৩।খ, গ অপেক্ষা ২২২
টাকা বেশি পেলে, ক এর বেতন কত? = ৭৭৭টাকা
৪৯.২% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ
অপেক্ষা ৩% হার সুদে ঐ টাকার ৩ বছরের
সুদ কত বেশি হবে? - ৩ টাকা
৫০.একটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে
২৭০০ চকলেট বিতরণ করা হলো।প্রত্যেক
শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর
তিনগুণ পরিমান চকলেট পেলে ক্লাসে
মোট শিক্ষার্থীর সংখ্যা কত? = ৩০
৫১.কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম
নয়? - মৌর্য
৫২.দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে
চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির
বিপরীত কোণকে অপরটির কি বলা হয়? - বিপ্রতীপ কোণ
৫৩.4x^4+1 কে উৎপাদকে বিশ্লেষণ করলে
নিচের কোনটি পাওয়া যাবে? = (2x²+2x+1)(2x²-2x+1)
৫৪.কোন ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত
করলে উৎপন্ন বহিঃস্থ তিনটি কোণের
পরিমাণ কত ডিগ্রি? - ৩৬০
৫৫.He prefers....European country for
spending his vacation. - a
৫৬.একটি ভোটকেন্দ্রে উপস্থিত
ভোটারদের ৬০% ভোট পেয়ে একজন
প্রার্থী নির্বাচিত হয়েছেন।তিনি
একমাত্র প্রতিদ্বন্দ্বি অপেক্ষা ৭৫০০ ভোট
বেশি পেয়েছেন।ভোটকেন্দ্রে কতজন
ভোটার উপস্থিত? - ৩৭৫০০
৫৭.নিম্নোক্তগনের মধ্যে কে বীরশ্রষ্ঠ নন? - মুন্সী আব্দুর

রহিম
৫৮.কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী
দেশ? - মিয়ানমার
৫৯.which one is correct? - you,he and I are present
৬০.নিম্নের নামগুলির মধ্যে মুক্তিযুদ্ধে
বীরপ্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে? -Asad Ahmed
সেতারা বেগম
৬১.একাদশে বৃহস্পতি" বাগধারাটির অর্থ
কি? - সৌভাগ্যের বিষয়
৬২.Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম
দেওয়া হয়েছে তার নাম দেওয়া হয়েছে - ডলি
৬৩.জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি? -
আন্তর্জাতিক রেডক্রস
৬৪.ত্রিভুজ ABC এর কোণ A =45 ডিগ্রিও
কোন B = 30 ডিগ্রি হলে, কোণ C এর মান
কত ডিগ্রি? = ১০৫
৬৫.বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী
কোনটি? - কর্ণফুলী
৬৬.বাংলাদেসের প্রথম এভারেস্ট জয়ী
মহিলা পর্বতারোহী কে? - নিশাত মজুমদার
৬৭.The sentence 'Empty vessels sound much' refers to -
Barking dog seldom bites
৬৮.০.৩*০.০৩*০.০০৩ = ০.০০০০২৭
৬৯.চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না - পিতল
৭০.কোনটি সবচেয়ে বড় ডাটার একক? - টেরাবাইট
৭১.দুর্দান্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি? - নিরীহ
৭২.বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে? - নিউইয়র্ক
৭৩.সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি
জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির
ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে? - মঙ্গল
শোভাযাত্রা
৭৪.নীল লোহিত কার ছদ্মনাম? - সুনীল গঙ্গোপাধ্যায়
৭৫."কথায় বর্ননা করা যায় না"এ বাক্যের
সংক্ষিপ্ত রুপ কী? - অবর্ণনীয়
৭৬.Which pair of words is dissimilar? - fire,flame
৭৭.কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭,৪০ ও ৬৫
কে ভাগ করলে যথাক্রমে ৩,৪ ও ৫ ভাগশেষ
থাকবে? = ১২
৭৮.The correct meaning of the word 'deliberate' is - intentional
৭৯."শৃঙ্খলাকে অতিক্রান্ত" =উচ্ছৃঙ্খল কোন
সমাস? - অব্যয়ীভাব
৮০.বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময়
কিভাবে দিক নির্ণয় করে - আলট্রাসনিক শব্দের মাধ্যমে


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close