Breaking

Monday, October 15, 2018

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন জেনে নিনঃ আপডেট তথ্য nu update notice

১। ১০০ এর মধ্যে ৪০ পেলে পাশ।লিখিততে ৮০ এর মধ্যে ৩২ এবং ইনকোর্স ৮।লিখিত পাশ করার পর ইনকোর্স যুক্ত করা হয়ে থাকে সাধারনত।

২। ৬০ বা B গ্রেড পেলে ফার্স্ট ক্লাস ।
৩। F/D/C গ্রেড পেলে পরের বছর ইমপ্রুভ দিতে পাবেন।কিন্তু কোনো সাবজেক্টে যত বার F থাকবে এবং আপনার রেজিঃকার্ডের মেয়াদ থাকবে ততবার ইমপ্রুভ দিতে পাবেন।D/C প্রাপ্ত গ্রেডে ইমপ্রুভ পরের বছর দিতে পাবেন।তারপর আর না।
৪। যেকোন ৩টি বিষয়ে পাশ করলে পরের বছর প্রোমটেড হতে পাবেন।

৫। ১টি বিষয়ে অনুপস্থিত থেকে বাকি ৫টা বিষয়ে পাশ করতে পারলে কন্ডিশনাল প্রোমোট হবেন।তবে পরের বছর ঐ ১টা বিষয়ে অবশ্যই পরিক্ষা দিতে হবে।কিন্তু ১টা বিষয়ে অনুপস্থিত +১ বা একের অধিক বিষয়ে ফেল =নট প্রোমোটেড।
৬। D/C প্রাপ্ত বিষয়ের মধ্যে সর্বোচ্চো ২টি বিষয়ে ইমপ্রুভ দেয়া যাবে।অর্থ. . আপনার যদি ২ এর অধিক D/C গ্রেড থাকে তবে আপনি যেকোন ২টি বিষয়ে ইমপ্রুভ দিতে পাবেন।
৭। আপনার কলেজ যদি ইনকোর্স মার্ক প্রেরন করতে ভুলে যায় বা না দেয় তবে আপনার রেজাল্ট ঝুলে থাকবে।

৮। ইমপ্রুভ দিলে আপনার সার্টিফিকেটে কোনো প্রকার ইরেগুলার লেখা থাকবে না।যে বছর যে সাবজেক্ট ইমপ্রুভ দিবেন ঐ এডমিট
কার্ডে ইমপ্রুভমেন্ট লেখা থাকবে মাত্র।
৮। F/D/C প্রাপ্ত বিষয়ে পরিক্ষা দিয়ে আপনি যা মার্ক পাবেন তাই দিবে।
পূর্বে F বিষয়ে ইমপ্রুভমেন্ট দিলে B+ এর বেশি দিত না।বর্তমান এই নিয়ম বাতিল ।যা লিখে তুলতে পারেন তাই দেয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন
nu update notice

ধন্যবাদ...
এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close