Breaking

Monday, October 29, 2018

Preposition শিখুন সহজ পদ্ধতিতেঃ আর কখনো ভুল হবে না

✪ Preposition শিখি সহজ পদ্ধতিতে (পর্ব-১)
Appropriate Preposition মনে
রাখার সহজ একটি কৌশল হল- যে ওয়ার্ডগুলোর পর Preposition (in, to, of, for, from, over ) বসে সে ওয়ার্ডগুলো আলাদাভাবে সাজিয়ে আয়ত্ব করা। যেমনঃ To যে শব্দের পরে বসে সেগুলোর একটি বড় কালেকশন সংগ্রহ করে বার বার পড়লে সহজে মনে থাকবে। অন্যান্য Preposition এর ক্ষেত্রেও একই পদ্ধতিতে স্টাডি করলে সহজে Preposition ভুল হবে না, এ পর্বে শেয়ার করছি To ব্যবহার করে Appropriate Preposition, ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন।
✪ যে ওয়ার্ডগুলোর পরে To বসেঃ
Access to - নিকটে যাবার অধিকার ।
Accessible to - অভিগম্য ।
Acceptable to - গ্রহণযোগ্য ।
Accede to - রাজী হওয়া ।
Accord to - প্রদান করা ।
According to - অনুসারে ।
Essential to - অত্যাবশ্যক ।
Faithful to - বিশ্বাসী ।
Kind to - দয়ালু ।
Marry to - বিবাহিত ।

Object to - আপত্তি করা
Subject to - নির্ভরশীল ।
Compare to - অসম বস্তুর তুলনা করা ।
Dedicate - উৎসর্গ করা ।
Defer to - মূলতবী করা ।
Account to - কাহারো কাছে কৈফিয়ত দেওয়া ।
Adhere to - লেগে থাকা ।
Bar to - বাধা ।
Belong to - অধিকারী হওয়া ।
Beneficial to - উপকারী ।
Born to - জন্ম নেওয়া ।
Bow to - নত হওয়া ।
Blind to - দেখেও না দেখা ।
Certify to - প্রত্যায়ন করা ।
Callous to - উদাসীন ।
Charge to - দাবী করা ।
Close to - নিকটে ।
Cling to - লেগে থাকা ।
Clue to - সূত্র
Deliver to - দেয়া ।
Devote to - নিয়োজিত করা ।
Expose to - অনাবৃত রাখা ।
Used to - অভ্যাস্ত ।


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close