Breaking

Saturday, November 3, 2018

বাংলা সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর" প্রতিদিন ৫০টি করে পর্ব-২৮ (১৩৫১-১৪০০=৫০টি)

১৩৫১) ‘দুর্গেশনন্দিন’ শব্দের অর্থ কী?

ক. দুর্গা দেবীর কন্যা
খ. দুর্গের অধিবাসী
গ. দুর্গাধিপতি
ঘ. দুর্গ প্রধানের কন্যা
উত্তরঃ ঘ

১৩৫২) 'ললিতা তথা মানস' আখ্যান কাব্যটির রচয়িতা কে?
ক. মধুসূদন
খ. নবীনচন্দ্র সেন
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রঙ্গলাল মুখোপাধ্যায়
উত্তরঃ গ

১৩৫৩) 'কমলাকান্তের দপ্তর' কার লেখা?
ক. শরৎচন্দ্র
খ. বঙ্কিমচন্দ্র
গ. জগদীশ চন্দ্র বসু
ঘ. মনোজ বসু
উত্তরঃ খ

১৩৫৪) বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি?
ক. অশোক
খ. সাজাহান
গ. সরোজিনী
ঘ. কৃষ্ণকুমারী
উত্তরঃ ঘ

১৩৫৫) বঙ্কিমচন্দ্রের প্রচারধর্মী ত্রয়ী উপন্যাস কোনগুলো?
ক. আনন্দমঠ, দেবী চৌধুরাণী, সীতারাম
খ. বিষবৃক্ষ, কপালকুণ্ডলা, রাজসিংহ
গ. মৃণালিনী, দুর্গেশনন্দিনী, ইন্দিরা
ঘ. বিষবৃক্ষ, ইন্দিরা, সীতারাম
উত্তরঃ ক

১৩৫৬) ‘কাঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. সুভাষ মুখোপাধ্যায়
ঘ. কাজী ইমদাদুল হক
উত্তরঃ খ

১৩৫৭) বঙ্কিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম-
ক. দুর্গেশ নন্দিনী,অঙ্গুরীয় বিনিয়ম, রাজসিংহ
খ. দুর্গেশ নন্দিনী, বামাতোষিণী, কমলাকান্তের দপ্তর
গ. দুর্গেশ নন্দিনী, বিষবৃক্ষ, সীতারাম
ঘ. নববাবু বিলাস, বামাতোষিনী, সীতারাম
উত্তরঃ গ

১৩৫৮) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
ক. বিষাদ সিন্ধু
খ. মেঘনাদবধ কাব্য
গ. বিষবৃক্ষ
ঘ. দুর্গেশনন্দিনী
উত্তরঃ ঘ

১৩৫৯) বঙ্কীমচন্দ্র মোট কতটি উপন্যাস লিখেছেন?
ক. এগারটি
খ. বারটি
গ. তেরটি
ঘ. চৌদ্দটি
উত্তরঃ ঘ

১৩৬০) 'বিজ্ঞান রহস্য' কার রচনা?
ক. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
খ. অবনীন্দ্রনাথ ঠাকুর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ

১৩৬১) বঙ্কিমচন্দ্র রচিত গার্হস্থ্যধর্মী উপন্যাস কোনটি?
ক. বিষবৃক্ষ
খ. আনন্দমঠ
গ. কপালকুণ্ডলা
ঘ. মৃণালিনী
উত্তরঃ ক

১৩৬২) বাংলা সাহিত্যের কোন ঔপন্যাসিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট ছিলেন?
ক. রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মধুসূদন দত্ত
উত্তরঃ গ

১৩৬৩) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?
ক. মৃণালিনী
খ. দেবী চৌধুরাণী
গ. বনফুল
ঘ. দুর্গেশনন্দিনী
উত্তরঃ ঘ

১৩৬৪) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. তারাশঙ্কর বন্দোপাধ্যায়
উত্তরঃ খ

১৩৬৫) মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী?
ক. এটি বাংলা সাহিত্যের প্রতিনিধিত্বশীল মহাকাব্য
খ. এটি প্রামাণ্য ইতিহাস সম্বলিত মহাকাব্য
গ. এটি ঐতিহাসিক ঘটনার আবেগ-নির্ভর মর্মস্পর্শী বর্ণনা
ঘ. এটি মুসলমানের লেখা প্রথম কবিতা সংকলন
উত্তরঃ গ

১৩৬৬) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
ক. মোতাহের হোসেন
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. মীর মশাররফ হোসেন
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ গ

১৩৬৭) 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।'-কার উক্তি?
ক. মীর মশাররফ হোসেনের
খ. ইসমাইল হোসেন সিরাজীর
গ. রবীন্দ্রনাথ ঠাকুরের
ঘ. কাজী নজরুল ইসলামের
উত্তরঃ ক

১৩৬৮) ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?
ক. কায়কোবাদ
খ. মীর মশাররফ হোসেন
গ. মোজাম্মেল হক
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ খ

১৩৬৯) ‘জমিদার দর্পন’ কার লেখা?
ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. মীর মশাররফ হোসেন
গ. জসীম উদ্দীন
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ খ

১৩৭০) ‘রত্নবতী’ উপন্যাসের লেখক কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. মীর মশাররফ হোসেন
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ

১৩৭১) মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক কোনটি?
ক. জমিদার দর্পণ
খ. গোজীবন
গ. স্পেন বিজয়
ঘ. বসন্ত কুমারী
উত্তরঃ ঘ

১৩৭২) নিচের কোন পুস্তকিটি মীর মশাররফ হোসেন রচিত?
ক. নীলদর্পণ
খ. জমিদার দর্পণ
গ. স্বপন পশারী
ঘ. দুর্গেশনন্দিনী
উত্তরঃ খ

১৩৭৩) মীর মশাররফ হোসেনের নাটক কোনটি
ক. নটির পূজা
খ. বেহুলা গীতাভিনয়
গ. নবীন তপস্বিনী
ঘ. কৃষ্ণকুমারী
উত্তরঃ খ

১৩৭৪) মীর মোশাররফ হোসেনের অমর গ্রন্থের নাম কি?
ক. বিষাদ সিন্ধু
খ. বসন্ত কুমারী
গ. জমিদার দর্পণ
ঘ. বিবি কুলসুম
উত্তরঃ ক

১৩৭৫) বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেন কি নামে পরিচিত?
ক. বীরবল
খ. গাজী মিয়া
গ. মীর সাহেব
ঘ. প্রসন্ন কুমার
উত্তরঃ খ
®®®®রমজান®®®®

১৩৭৬) মীর মশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন?
ক. প্রবন্ধ গ্রন্থ
খ. ভ্রমন কাহিনী
গ. কাব্যগ্রন্থ
ঘ. সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ
উত্তরঃ ঘ

১৩৭৭) মশাররফ হোসেনের কোন নাটকে দীনবন্ধুর 'নীলদর্পণ' নাটকের প্রভাব লক্ষণীয়?
ক. মেবার পতন
খ. জমিদার দর্পণ
গ. নূরজাহান
ঘ. বসন্ত কুমারী
উত্তরঃ খ

১৩৭৮) আধুনিক বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ-
ক. মীর মশাররফ হোসেন
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. গোলাম মোস্তফা
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ ক

১৩৭৯) নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্মমৃত্যু সাল?
ক. ১৮৪৭-১৯১১
খ. ১৮৫২-১৯১২
গ. ১৮৫৭-১৯১১
ঘ. ১৯৪৭-১৯১২
উত্তরঃ ঘ

১৩৮০) জমিদার দর্পণ নাটকের নাট্যকার কে?
ক. দীনবন্ধু মিত্র
খ. তারাচরণ সিকদার
গ. মীর মশাররফ হোসেন
ঘ. অমৃতলার বাডু জ্রে
উত্তরঃ গ

১৩৮১) কোন বইটি মীর মশাররফ হোসেনের লেখা?
ক. অনল প্রবাহ
খ. জননী
গ. আনোয়ারা
ঘ. গাজী মিয়ার বস্তানী
উত্তরঃ ঘ

১৩৮২) বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে?
ক. গোলাম মোস্তফা
খ. কাজী নজরুল ইসলাম
গ. কায়কোবাদ
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ ঘ

১৩৮৩) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে?
ক. মীর মশাররফ হোসেন
খ. কাজী নজরুল ইসলাম
গ. আবুল ফজল
ঘ. শওকত ওসমান
উত্তরঃ ক

১৩৮৪) Bengali Epic 'Bishaad Shindhu' was written by : বাংলা মহাকাব্য বিষাদসিন্ধু রচয়িতা-
ক. Robindronath Togore
খ. Mir Mosharrof Hossain
গ. Kazi Najrul Islam
ঘ. Syed Shamsul Haque
উত্তরঃ খ

১৩৮৫)‘গাজী মিয়ার বস্তানী’ কে রচনা করেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মীর মশাররফ হোসেন
গ. ডা. লুৎফর রহমান
ঘ. রশীদ করীম
উত্তরঃ খ

১৩৮৬) ‘উদাসীন পথিকের মনের কথা’ কার রচনা?
ক. মীর মশাররফ হোসেন
খ. শাহাদাৎ হোসেন
গ. ফররুখ আহমদ
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ ক

১৩৮৭) 'অমর জীবনী' নামক আত্মচরিতটির রচয়িতা কে?
ক. কায়কোবাদ
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. মীর মশাররফ হোসেন
ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ গ

১৩৮৮) বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
ক. জগৎ মোহিনী
খ. বসন্ত কুমারী
গ. আয়না
ঘ. মোহনী প্রমদাস
উত্তরঃ খ

১৩৮৯) ‘উদাসীন পথিকের মনের কথা’ --- কোন জাতীয় রচনা?
ক. নাটক
খ. কাব্য
গ. আত্মজৈবনিক উপন্যাস
ঘ. গীতি কবিতায় সংকলন
উত্তরঃ গ

১৩৯০) বাঙালি মুসলমানের লেখা প্রথম উপন্যাস কোনটি?
ক. বিষাদ সিন্ধু
খ. বঙ্গদর্শন
গ. রত্নবতী
ঘ. পদ্মরাগ
উত্তরঃ গ

১৩৯১) মীর মশাররফ হোসেনের ‘মোসলেম বীরত্ব’ কোন ধরনের গ্রন্থ?
ক. উপন্যাস
খ. কাব্যগ্রন্থ
গ. প্রবন্ধ
ঘ. নাটক
উত্তরঃ খ

১৩৯২) ‘বিষাদ সিন্ধু’ কোন যুগের গ্রন্থ?
ক. প্রাচীন যুগের গ্রন্থ
খ. আধুনিক যুগের
গ. মধ্যযুগের
ঘ. অন্তঃমধ্যযুগের
উত্তরঃ খ

১৩৯৩) বাংলা ভাষার একমাত্র গদ্য মহাকাব্য কোনটি?
ক. বিষাদ সিন্ধু
খ. মহাশ্মশান
গ. মেঘনাদবধ কাব্য
ঘ. পলাশীর যুদ্ধ
উত্তরঃ ক

১৩৯৪) ‘বিষাদ সিন্ধু’ লেখকের পরিচয়-
ক. দেলদুয়ারের জমিদার
খ. গৌরনদীর তীরে লাহিনী পাড়ার লোক
গ. একজন বাউল
ঘ. একজন সাংবাদিক কবি
উত্তরঃ খ, ঘ

১৩৯৫) মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ একটি-
ক. আত্মজীবনী
খ. গবেষণা গ্রন্থ
গ. ধর্মবিষয়ক প্রবন্ধ
ঘ. ইতিহাস আশ্রয়ী উপন্যাস
উত্তরঃ ঘ

১৩৯৬) 'বসন্তকুমারী' মীর মোশাররফ হোসেনের একটি--
ক. প্রবন্ধ
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. প্রহসন
উত্তরঃ খ

১৩৯৭) মীর মশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক?
ক. রত্নাবতী
খ. উদাসীন পথিকের মনের কথা
গ. জমিদার দর্পণ
ঘ. বিষাদ সিন্ধু
উত্তরঃ গ

১৩৯৮) মীর মোশাররফ হোসেনের প্রহসন কোনটি?
ক. এর উপায় কি
খ. ফাঁস কাগজ
গ. ভাই ভাই এই তো চাই
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

১৩৯৯) নিচের কোনটি মুসলমান রচিত মহাকাব্য?
ক. রৈবতক
খ. মহাশ্মশান
গ. পলাশীর যুদ্ধ
ঘ. কুরুক্ষেত্র
উত্তরঃ খ



১৪০০) 'মহাশ্মশান' মহাকাব্য কোন সালের পানিপথের যুদ্ধের ওপর ভিত্তি করে রচিত?
ক. ১৭২৬
খ. ১৭৬১
গ. ১৫৫৬
ঘ. ১৫২৬
উত্তরঃ খ
(ভুল লক্ষ্য কমেন্টে বলবেন)


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close