Breaking

Saturday, December 1, 2018

বীরপ্রতীক তারামন বিবি সম্পর্কে জেনে নিন চাকরির পরীক্ষার জন্য

❑❑ তারামন বিবি: (১৯৫৭ -১ই ডিসেম্বর, ২০১৮)

■■ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ১১নং সেক্টরের হয়ে তারামন বিবি জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেন।
■■ ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব প্রদান করে।
■■ ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তার বীরত্বভূষণ নম্বর ৩৯৪।
■■ ১৯৯৫ সাল পর্যন্ত তাকে খুঁজে বের করা সম্ভব হয়নি।১৯৯৫ সালে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও গবেষক বিমল কান্তি দে প্রথম তার সন্ধান পান।
■■ ১৯৯৫ সালের ১৯শে ডিসেম্বর তৎকালীন সরকার এক অনাড়ম্বর পরিবেশে আনুষ্ঠানিকভাবে তারামন বিবিকে বীরত্বের পুরস্কার তার হাতে তুলে দেন।
■■ তারামন বিবিকে নিয়ে আনিসুল হকের লেখা ‘বীর প্রতীকের খোঁজে’ নামক একটি বই রয়েছে।
■■ আনিসুল হক রচিত ‘করিমন বেওয়া’ নামক একটি বাংলা নাটকের কেন্দ্রীয় চরিত্র ছিলেন তারামন বিবি।


বীরপ্রতীক তারামন বিবি সম্পর্কে জেনে নিন চাকরির পরীক্ষার জন্য
বীরপ্রতীক তারামন বিবি সম্পর্কে জেনে নিন চাকরির পরীক্ষার জন্য
★বি দ্রঃ শেয়ার করতে ভুলবেন না। লাইক,কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন।
-
মনে রাখবেন সঠিক ভাবে লাইক কমেন্ট না করলে পেইজের পোষ্ট হোম পেইজে পৌছায় না
শেয়ার করে রাখুন আপনার ফেসবুকে
Share
 

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close