সাধারণ জ্ঞান প্রস্তুতি পর্ব - ০১
১। বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালীর আয়তন – ৩৬২.১৮ বর্গ কি.মি.
২। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ – ৯৫-৯৯%
৩। সাঙ্গু গ্যাসক্ষেত্রটি যে জেলায় অবস্থিত – চট্টগ্রাম
৪। বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক – মোনায়েম সরকার
৫। সাতছড়ি জাতীয় উদ্যান যে জেলায় অবস্থিত – হবিগঞ্জ
৬। জ্ঞান হল – প্রমাণ সমর্থিত সত্য বিশ্বাস
৭। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয়দফা সংক্রান্ত পুস্তিকাটির নাম – ছয়দফা: আমাদের বাঁচার দাবি
৮। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় – ২২ ফ্রেব্রুয়ারি, ১৯৬৯ সালে
৯। অস্কার পুরস্কারের অপর নাম – একাডেমি পুরস্কার
১০। এনটোমোলজি যে বিষয়ের অধ্যয়ন – পোকা
১১। জাগ্রত চৌরাঙ্গি ভাষ্কর্যের স্থপতি – আব্দুর রাজ্জাক
১২। আবু গারিব যে দেশের কারাগার – ইরাক
১৩। মালদ্বীপ যে মহাসাগরে অবস্থিত – ভারত মহাসাগরে
১৪। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা – ১৫ জন
১৫। পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গ যে দেশে অবস্থিত – সুইজারল্যান্ডে
১৬। সমুদ্র আইন অনুসারে রাষ্ট্রীয় সমুদ্রসীমা – ১২ নটিক্যাল মাইল
১৭। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয় – ২৬ জুন
১৮। পরিবেশের সাথে খাপ খাইয়ে চলাকে বলে – অভিযোজন
১৯। মতামত প্রকাশের অধিকার যে ধরনের অধিকার – সামাজিক অধিকার
২০। স্নায়ুকোষের অপর নাম – নিউরোন
২১। গন্ডোয়ানাল্যান্ড যে স্থানের পুরাতন নাম – দিনাজপুর
২২। কর আদায় এর কাজ যে মন্ত্রণালয়ের অধীন – অর্থ মন্ত্রণালয়
২৩। বাংলাদেশে ভ্যাট চালু হয় – ১ জুলাই, ১৯৯১ সালে
২৪। ‘রায়বেঁশে নৃত্য’ শিল্পকর্মটি যার – কামরুল হাসান
২৫। তত্ত্বাবধায়ক সরকারের অধীন বাংলাদেশে সর্বপ্রথম নির্বাচন হয় – ১৯৯১ সালে
২৬। সুর সম্রাট ওস্তাদ আঁলাউদ্দীন যে জেলায় জন্মগ্রহন করেন – ব্রাক্ষণবাড়িয়া
২৭। রাইন নদী যে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে – নেদারল্যান্ডস
২৮। যে দেশে কোন নদী নাই – ভ্যাটিক্যান
২৯। ভূ-আকৃতি বিদ্যার জনক – টলেমি
৩০। ওয়াল স্ট্রিট যে স্থানে অবস্থিত – নিউইয়র্কে
৩১। আবেস্তা – পারসিক ধর্ম
৩২। যে স্থানে ফারসি ভাষা ও সাহিত্যের উৎপত্তি ও বিকাশ ঘটে – ইরানে
৩৩। জৈনধর্মের প্রধান ও সর্বাধিক পরিচিত বৈশিষ্ট্য – অহিংসা
৩৪। “ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম” শব্দটি প্রথম ব্যবহার করেন – ১৮৫১ সালে ব্রিটিশ লেখক জর্জ জ্যাকব
৩৫। ''Diplomacy" বা কূটনীতি শব্দটি যে ভাষা হতে সৃষ্টি হয়েছে – গ্রীক
40th bcs preparation |
#পর্ব - ০২
.
১। ছিটকরলা ছিটমহলটি যে জেলায় অবস্থিত – কুড়িগ্রাম
২। চর নিউটন যে জেলায় অবস্থিত – ভোলা
৩। কোলাবিল যে জেলায় অবস্থিত – খুলনা
৪। হাইল হাওর যে জেলায় অবস্থিত – মৌলভীবাজার ও হবিগঞ্জ
৫। সাজেক ভ্যালি যে জেলায় অবস্থিত – রাঙামাটি
৬। বলিশিরা ভ্যালি যে জেলায় অবস্থিত – মৌলভীবাজার
৭। টাঙ্গুয়ার হাওরের অপর নাম – রামসার হাওর
৮। টাঙ্গুয়ার হাওরকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে – ২০০০ সালে ইউনেস্কো
৯। বাইক্কা বিল যে জেলায় অবস্থিত – মৌলভীবাজার
১০। চর গজারিয়া যে জেলায় অবস্থিত – লক্ষ্মীপুর
১১। আড়িয়াল বিল যে জেলায় অবস্থিত – মুন্সিগঞ্জ
১২। আদিনাথ মন্দির যে জেলায় অবস্থিত – কক্সবাজার
১৩। যে জেলা দ্বীপ রাণি নামে পরিচিত – ভোলা
১৪। বাংলাদেশের যে পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে – কুলাউড়া পাহাড়ে
১৫। বাটালি পাহাড় যে জেলায় অবস্থিত – চট্টগ্রাম
১৬। বিল পদ্মা যে জেলায় অবস্থিত – মাদারীপুর
১৭। খোদাই বিল যে জেলায় অবস্থিত – চাঁদপুর
১৮। চান্দিনা ও পাজাম– এক ধরনের উন্নত ধানের জাত
১৯। সৌরভ ও গৌরভ– এক ধরনের উন্নত গমের জাত
২০। আনন্দভোগ ও হাড়িভাঙ্গা – এক ধরণের আমের জাত
২১। বাংলাদেশের অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে যে জেলায় – পঞ্চগড়
২২। তারাপুরী ও নয়নতারা – এক ধরণের বেগুনর জাত
২৩। বাংলাদেশের যে জেলায় বন গবেষণা কেন্দ্র অবস্থিত – চট্টগ্রাম
২৪। সুন্দরবনের মোট আয়তন – ১০,০০০ বর্গ কি.মি
২৫। সুন্দরবনের অপর নাম – বাদাবন
২৬। বাংলাদেশের যে স্থানে চীনামাটির সন্ধান পাওয়া গেছে – নেত্রকোনার বিজয়পুরে
২৭। বাংলাদেশের যে স্থানে প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত – ফেনীর সোনাগাজিতে
২৮। পেট্টোবাংলা প্রতিষ্ঠিত হয় – ১৯৭২ সালে
২৯। বিবিয়ানা গ্যাসক্ষেত্র যে জেলায় অবস্থিত – মৌলভীবাজার
৩০। টেংরাটিলা তেলক্ষেত্র যে জেলায় অবস্থিত – সুনামগঞ্জ
৩১। সেমুতাং গ্যাসক্ষেত্র যে জেলায় অবস্থিত – খাগড়াছড়ি
৩২। বাংলাদেশের যে জেলা সর্বাধিক আর্সেনিক আক্রান্ত – চাঁদপুর
৩৩। বাংলাদেশের গভীরতম কয়লাখনির সন্ধান পাওয়া গেছে যে জেলায় – নওগাঁ
৩৪। মহিষ গবেষণা কেন্দ্র যে জেলায় অবস্থিত – ভোলা
৩৫। সামুদ্রিক মাছ গবেষণা কেন্দ্র যে জেলায় অবস্থিত – কক্সবাজারগ
---------------------------
#পর্ব - ০৩
।
১। হাশেমি শাসক পরিবার ছিল – ইরাকে
২। মিসর ইসরায়েল যুদ্ধ হয়েছিল – ১৯৬৭ সালে
৩। খোস্ত প্রদেশ যে দেশে অবস্থিত– আফগানে
৪। কাশ্মীরের রাজধানী – শ্রীনগর
৫। সমুদ্রের তলদেশ দিয়ে প্রথমবারের মতো টানেল বানাচ্ছে – চীন
৬। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা – সিনহুয়া
৭। গুয়েতেমালা যে মহাদেশে – মধ্য আমেরিকায়
৮। দুই কোরিয়ার মাঝে অবস্থিত "শান্তির গ্রাম"বলা হয় কোন গ্রামকে? পানমুনজাম গ্রামকে।
৯। ২০৩০ সালে বৈশ্বিক উষ্ণতা কত ডিগ্রি হতে পারে? ১.৫ডিগ্রি সেলসিয়াস
১০। ইউনিয়ন পে কার্ড যে দেশের – চীনের
১১। “লো জোনাল দু দিমঁশে” যে দেশের পত্রিকা – ফ্রান্স
১২। “ভ্যানিটি ফেয়ার” হলো – মার্কিন সাময়িকীর নাম
১৩। ডারউইন শহরটি – অস্ট্রেলিয়ায়
১৪। খেমাররুজের সন্ত্রাসের রাজত্বর নেতৃত্ব দেন “ব্রাদার নাম্বার ওয়ান” – পল পট
১৫। কম্বোডিয়ার সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর নাম – “চাম মুসলিম”
১৬। বোয়িং যে দেশের বিমান নির্মাতা প্রতিষ্ঠান – যুক্তরাষ্ট্র
১৭। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র – কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায়
১৮। যুক্তরাষ্ট্রের ক্যালিফোঋনিয়া অঙ্গরাজ্যের রাজধানীর নাম – স্যাক্রামোন্টো
১৯। প্যারাডাইজ শহরটি – যুক্তরাষ্ট্রে
২০। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড যে মন্ত্রণালয়ের অধীন – শিল্প
২১। “ র্যাপলার যে দেশের সংবাদ মাধ্যম – ফিলিপাইন
২২। রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় অবসান হয় – জার শাসনের
২৩। অটোমান সাম্রাজ্য ছিল – তুরস্কে
২৪। বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল – ৩৯ টি
২৫। যুক্তরাজ্য, কানাডার সংসদ ভেঙ্গে দেয়ার ক্ষমতা – রানির
২৬। জাপানের সংসদ ভেঙ্গে দেয়ার ক্ষমতা – সম্রাটের
২৭। শিল্প বিপ্লব হয়েছিল – ১৮৬০ সালে
২৮। ফারাহ প্রদেশটি – আফগানে ইরানের সীমান্তবর্তী
২৯। ওষধ শিল্প পার্ক – মুন্সিগঞ্জের গজারিয়ায়
৩০। জাতীয় জরুরী সেবা নম্বর – ৯৯৯ এই সেবা চালু করা হয়েছিল – ১২ ডিসেম্বর ২০১৭
৩১। নিউ ক্যালেডোনিয়া যে দেশের অধীন – ফ্রান্স (এই দ্বীপপুঞ্জের আদিবাসীদের নাম – কানাক)
৩২। ইতালির ভেনেতো অঞ্চলের রাজধানীর নাম – সিসিলি
৩৩। আল উইফাক যে দেশের রাজনৈতিক দল – কাতার
৩৪। রাশিয়া ব্যতীত কোন দেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহায়তা করেছে? উত্তর: ভারত
৩৫। টেস্ট ক্রিকেটের ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে কে প্রথমবার দুটি অর্ধশতক করে? উত্তর: মুশফিকুর রহিম
৩৬। নির্মাণাধীন পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য কত? উত্তর: ৬.১৫ কি. মি
৩৭। বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অ্যাক্ট কত সালে পাশ করে? উত্তর: ১৯৭৩ সালে
৩৮। ঢাকা সেনানিবাসে আগড়তলা ষড়যন্ত্র মামলার স্মৃতি বিজড়িত জাদুঘর কোনটি? উত্তর: বিজয় কেতন
৩৯। পাট দিয়ে তৈরি সোনালি ব্যাগের প্রধান আবিষ্কারক- উত্তর: ড. মুবারক আহমেদ খান
৪০। মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? উত্তর: মৌলভীবাজার
৪১। বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর: মহাস্থানগড়
৪২। বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়? উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২
৪৩। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর: ম্যাডিসন স্কয়ার গার্ডেনে
৪৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তা কে ছিলেন? উত্তর: অধ্যাপক আনিসুজ্জামান
৪৫। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী কতটি? উত্তর: ৫৪টি
৪৬। বাংলার প্রাচীনতম বন্দরের নাম- উত্তর: তাম্রলিপ্তি
৪৭। বাংলাদেশের কোন জনগোষ্ঠী সমতলে বাস করে? উত্তর: সাওতাল
৪৮। ‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত? উত্তর: সোহরাওয়ার্দী উদ্যান
৪৯। বাংলাদেশের সংবিধানের কত তম সংশোধনীতে সংষদীয় সরকার ব্যবস্থা পুন:প্রবর্তন করা হয়? উত্তর: দ্বাদশ
৫০। বয়লার পরিদর্শকের কার্যালয় যে মন্ত্রণালয়ের অধীন – শিল্প
৫১। তথ্য অধিকার আইন যে সালে পাশে হয় – ২০০৯ সালে
৫২। যে স্থানে লুসাই জনগোষ্টির বাস রয়েছে – সাজেক ভ্যালিতে
৫৩। পানি উন্নয়ন বোর্ড যে সালে প্রতিষ্ঠিত হয় – ১৯৫৯ সালে
৫৪। ব্যাটলশিপ পটেমকিন যে বিপ্লবের সাথে জড়িত – বলশেভিক
৫৫। বাংলাদেশের বাইরে প্রথম পতাকা উত্তোলিত হয় – কলকাতায়
৫৬। সবচেয়ে ক্ষুদ্রাকৃতির কম্পিউটার – পিডিএ
৫৭। BPATC প্রতিষ্ঠিত হয় – ১৯৮৪ সালে
৫৮। বিশ্ব জলাভূমি দিবস – ২ ফ্রেব্রুয়ারি
৫৯। সবচেয়ে বেশী বনভূমি রয়েছে যে দেশে – রাশিয়া
৬০। দোকলাম সংলগ্ন ভারতের যে রাজ্য অবস্থিত – সিকিম
★বি দ্রঃ শেয়ার করতে ভুলবেন না। লাইক,কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন।
No comments:
Post a Comment