Breaking

Wednesday, December 26, 2018

বাংলাদেশের সংবিধান,সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠান নিয়ে যত প্রশ্ন চাকরির পরীক্ষায় আসে

বাংলাদেশের সংবিধানের আওতায় বেশ কয়েকটি সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠান রয়েছে। এই সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশ সরকারের সাংবিধানিক আইনী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক পদ ১০ টি এবং সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।


✿১০ টি সাংবিধানিক পদ--

১. রাষ্ট্রপতি
২. প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী
৩. স্পিকার ,ও ডেপুটি স্পিকার
৪. সংসদ সদস্যগণ
৫. প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি [আপিল ও হাইকোর্ট বিভাগ]
৬. নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার
৭. সরকারি কর্মকমিশন চেয়ারম্যান ও সদস্যগণ
৮. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯. অ্যাটর্নি জেনারেল [একমাত্র সাংবিধানিক পদের ব্যক্তি যাকে শপথ পড়তে হয় না। রাষ্ট্রপতির অঙ্গীকার তার শপথ]
১০. ন্যায়পাল [এই পদ শূন্য আছে]

*সাংবিধানিক পদ- ১০টি
*সংবিধান অনুসারে বাংলাদেশে সাংবিধানিক পদে কর্মরত ব্যক্তি- ৯টি পদে

✿৭ টি সাংবিধানিক প্রতিষ্ঠান--

১. নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ (প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয় ও প্রসাশনিক মন্ত্রনালয়)
২. আইন বিভাগ (জাতীয় সংসদ)
৩. বিচার বিভাগ (হাইকোট, সুপ্রীম কোট, অধীনস্থ আদালত ও ট্রাইবুনাল)
৪. নির্বাচন কমিশন
৫. সরকারি কর্ম কমিশন
৬. অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
৭. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়

বি:দ্র—বাংলাদেশ সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদ অনুসারে সংসদীয় আইন দ্বারা ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তবে বাংলাদেশে ন্যয়পাল শুধু সাংবিধানিক পদ হিসেবেই আছে কখনোই প্রতিষ্ঠানিক রুপ পায়নি।বাংলাদেশের সংবিধানের আওতায় বেশ কয়েকটি সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠান রয়েছে। এই সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশ সরকারের সাংবিধানিক আইনী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক পদ ১০ টি এবং সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।

✿১০ টি সাংবিধানিক পদ--


১. রাষ্ট্রপতি
২. প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী
৩. স্পিকার ,ও ডেপুটি স্পিকার
৪. সংসদ সদস্যগণ
৫. প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি [আপিল ও হাইকোর্ট বিভাগ]
৬. নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার
৭. সরকারি কর্মকমিশন চেয়ারম্যান ও সদস্যগণ
৮. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯. অ্যাটর্নি জেনারেল [একমাত্র সাংবিধানিক পদের ব্যক্তি যাকে শপথ পড়তে হয় না। রাষ্ট্রপতির অঙ্গীকার তার শপথ]
১০. ন্যায়পাল [এই পদ শূন্য আছে]

*সাংবিধানিক পদ- ১০টি
*সংবিধান অনুসারে বাংলাদেশে সাংবিধানিক পদে কর্মরত ব্যক্তি- ৯টি পদে

✿৭ টি সাংবিধানিক প্রতিষ্ঠান--

১. নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ (প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয় ও প্রসাশনিক মন্ত্রনালয়)
২. আইন বিভাগ (জাতীয় সংসদ)
৩. বিচার বিভাগ (হাইকোট, সুপ্রীম কোট, অধীনস্থ আদালত ও ট্রাইবুনাল)
৪. নির্বাচন কমিশন
৫. সরকারি কর্ম কমিশন
৬. অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
৭. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়

বাংলাদেশের সংবিধান,সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠান নিয়ে যত প্রশ্ন চাকরির পরীক্ষায় আসে


বি:দ্র—বাংলাদেশ সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদ অনুসারে সংসদীয় আইন দ্বারা ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তবে বাংলাদেশে ন্যয়পাল শুধু সাংবিধানিক পদ হিসেবেই
আছে কখনোই প্রতিষ্ঠানিক রুপ পায়নি।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close