০১||ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া বিশ্বজুড়ে কী নামে পরিচিত?
®→কুষ্টিয়া গ্রেট নামে।
০২||মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কতজন?
®→২৩৯ জন।
০৩||দশম জাতীয় সংসদে মোট কতটি অধিবেশন অনুষ্ঠিত হয় ও আইন পাশ হয়?
®→২৩টি অধিবেশন ও ১৯৩টি আইন পাশ হয়।
০৪||স্মৃতিস্তম্ভ "বীর গৌরব" কোথায় অবস্থিত?
®→রাজশাহী সেনানিবাসে।
০৫||পিত্তথলির ক্যান্সারে বিশ্বে বাংলাদেশ কততম?
®→ষষ্ঠতম(৬তম)
০৬||আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কতটি দেশের সাথে বাংলাদেশের চুক্তি আছে?
®→৫২টি
০৭||বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত?
®→সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধনগ্রামে(উদ্বোধন ২৪ নভে.২০১৮)
০৮||বাংলাদেশ রেলওয়ের দীর্ঘতর রেলপথ কোনটি?
®→ঢাকা-পঞ্চগড়(৬৩৯ কি.মি.)
০৯||দেশের প্রথম পোষাপ্রাণীর হাসপাতাল কোথায় অবস্থিত?
®→পূর্বাচল,ঢাকা।
১০|| দেশের ১টি মাত্র নারী-পুরুষ প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
®→রংপুরে।
১১||"বানৌজা শেখ মুজিব"নৌঘাঁটি কোথায় অবস্থিত?
®→ঢাকার খিলক্ষেতে।
১২|| ব্যাক্ল বেঙ্গল ছাগলের জীবনরহস্য উন্মোচন হয় কার নেতৃত্বে?
®→অধ্যাপক ড.এম এ ইয়াহিয়া খন্দকার।
১৩||বায়ু বিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
®→চীন
১৪||দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
®→টেকনাফ, কক্সবাজার
১৫||দেশের ৫০তম বেসরকারি তফসিলি ব্যাংক কোনটি?
®→কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড(দেশীয় মালিকানায় ৪১তম)
নোট→ রমজান
১৬|| আন্তর্জাতিক আত্মসংযম বর্ষ(International Year of Moderation)হিসেবে ঘোষণা করা হয় কোন সালকে?
®→২০১৯
১৭|| ১৮তম NAM সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
®→১৪-১৫ জুন ২০১৯, বাকু আজারবাইজানে।
১৮|| বাংলাদেশে "একাদশ জাতীয় সংসদ" নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
®→৩০ ডিসেম্বর ২০১৮।
১৯|| ১৩ নভেম্বর ২০১৮ BCS এর কোন ক্যাডারটি বিলুপ্ত করা হয়?
®→ইকনমিক(বর্তমানে ক্যাডার সংখ্যা ২৬টি)
২০|| বর্তমানে দেশে কার্যক্রম শুরু করা সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
®→৪৫টি
®→বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০টি
®→বেসরকারি মেডিক্যাল কলেজ ৪টি
২১|| বর্তমানে দেশে মোট তফসিলভুক্ত ব্যাংক কতটি?
®→৫৯টি
®→মোট বেসরকারি তফসিলি ব্যাংক ৫০টি।
২২|| মালদ্বীপ ও ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট কে?
®→ইব্রাহিম মোহামেদ সোলিহ এবং
®→জাইর বোলসোনারো
২৩|| প্রথম কবে কোন দেশে"EVM" (Electric Voting Machine) চালু হয়?
®→১৯৬০ সালে, যুক্তরাষ্ট্রে।
২৪|| বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
®→চীন।
®→বাংলাদেশ(৪৩তম)
(জলবিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ উৎপাদনেও চীন শীর্ষে)
২৫|| পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
®→যুক্তরাষ্ট্র।
২৬|| "INTERPOL"এর বর্তমান সদস্য কত?
®→১৯৪টি(ভানুয়াতু)
®→১৯৩(কিরিবিতি)
®→প্রেসিডেন্ট কিম জং ইয়াং (দ.কোরিয়া)
২৭|| ৩৩তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
®→সিঙ্গাপুরে(১৪-১৫ নভে.২০১৮)
২৮|| BBC'র সেরা ১০০টি বিদেশি ভাষায় চলচ্চিত্র জরিপে ১ম কোনটি?
®→Seven Samurai
®→সেরা বাংলা চলচ্চিত্র পথের পাঁচালী
২৯|| ডুয়িং বিজনেস ২০১৯ অনুযায়ী সহজে ব্যবসা করার সূচকে শীর্ষ দেশ কোনটি?
®→নিউজিল্যান্ড
®→সোমালিয়া(সর্বনিম্ন)
→বাংলাদেশ(১৭৬তম)
৩০|| টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান কার?
®→মুশফিকুর রহিমের(২১৯*)
®→অভিষেক টেস্টে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করেন নাঈম হাসান।
By___রমজান
৩১|| প্রথমবারের মতো এবং প্রতি বছর কত তারিখে "ডিজিটাল"দিবস হিসেবে পালন করা হবে?
®→১২ ডিসেম্বর(জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস)
৩২|| "পপ কালচারের জনক"বা
Spider-Man,Iron-Man,Black-Panther,
ইত্যাদি সুপার হিরো চরিত্রের জনক কে?
®→স্ট্যান লি(১৯২২-২০১৮)
৩৩|| জেলহত্যা,রুশ বিপ্লব,নূর হত্যা,বিশ্ব ডায়বেটিকস ও সশস্ত্র বাহিনি দিবস কবে?
®→৩ নভেম্ব.(জেরলহত্যা দিবস)
®→৭ নভেম্ব.(রুশ বিপ্লব দিবস)
®→১০নভেম্ব.(শহিদ নূর হোসেন দিবস)
®→১৪নভেম্ব.(বিশ্ব ডায়বেটিকস দিবস)
®→২১নভেম্ব.(সশস্ত্র বাহিনি দিবস)
৩৪|| "পিকনিক" কী?
®→বাংলাদেশের প্রথম 'স্ল্যাশার' মুভি।
৩৫|| বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক বলা হয় কোন প্রতিষ্ঠানকে এবং এটি কবে স্থাপিত হয়?
®→বাংলা একাডেমিকে(৩ ডিসে.১৯৫৫)
৩৬|| সম্প্রতি 'APEC' এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
®→পোর্ট মোর্সবির-পাপুয়া নিউগিনিতে।
®→(১৭-১৮) নভেম্বর-২০১৮
®→আয়োজন--২৬তম
৩৭|| "ASEAN"এর শীর্ষ সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়?
®→সিঙ্গাপুরে(১৪-১৫ নভেম্বর-২০১৮)
®→আয়োজন--৩৩তম।
৩৮|| "G-20"Group of Twenty সম্মেলন কোথায় হয়?
®→আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে।
®→আয়োজন --১৩তম।
®→পরবর্তী ২০১৯ ও ২০২০ সালে হবে--
®→ওসাকা,জাপান ও রিয়াদ সৌদিতে।
৩৯|| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জীবনীভিত্তিক গ্রাফিক নভেলের নাম কী?
®→মুজিব(সম্প্রতি জাপানি ভাষায় অনূদিত হয় ২৬ নভেম্বরে)
৪০|| বিশ্বের সবচেয়ে বড় মোটর সাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কী?
®→ জাপানের হোন্ডা মটর কোম্পানি।
®→১৬০টির বেশি দেশে ব্যবসা করে।
®→১১ নভে.বাংলাদেশে উৎপাদন শুরু
৪১|| একাত্তরের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের কতজন কর্মচারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়?
®→৫৪৯ জন।
®→২৩৯ জন(বীরাঙ্গনা)
৪২|| চট্টগ্রাম শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত "সন্দ্বীপ"এর আয়তন কত?
®→৭৬২.৪২ বর্গ কিমি। সম্প্রতি দ্বীপটিতে বিদ্যুৎ পৌঁছায়।
®→By Ramjan
৪৩|| দেশের প্রথম 3D কার্টুন সিরিজের নাম কী?
®→চাচাকাহিনির আজব কাহিনি।
৪৪|| দেশের কতটি জেলাকে "এইডস" ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে?
®→২৩টি জেলাকে।
৪৫|| বাংলাদেশে "গরিবের গাভী"নামে পরিচিত কোন প্রাণী?
®→ব্ল্যাক বেঙ্গল ছাগলকে।
৪৬|| বাংলাদেশে জিনোম গবেষণার পথিকৃৎ কে?
®→ড. মাকসুদুল আলম।
৪৭|| বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি?
®→৩৯টি(মোট রাজনৈতিক দল ১৯৩টি)
৪৮|| দেশে প্রথম সৌরবিদ্যুৎ কোন জেলায়?
®→নরসিংদী জেলায়।
®→সর্ববৃহৎ কেন্দ্র কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালীতে।
৪৯|| বর্তমানে দেশে কতটি সরকারি,বেসরকারি ও বিদেশি ব্যাংক আছে?
®→৯টি(সরকারি)
®→৪১টি(বেসরকারি)
®→৯টি(বিদেশি)
৫০|| সংবিধানের ১৭তম(সপ্তদশ) সংশোধন আইন হয় কবে?
®→উত্থাপন ১০এপ্রিল-২০১৮
®→রাষ্ট্রপতি কর্তৃক পাশ হয়-২৯ জুলাই
®→বিষয়ঃ নারী আসনের বিধান ২৫ বছর বাড়ানো।
৫১|| সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
®→১৯৭২
®→নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদে।
®→রাষ্ট্রপতি নিয়োগ দেন--১১৮(১) অনু.
৫২|| প্রথম নির্বাচনে কতটি দল অংশগ্রহণ করেছিল?
®→১৪টি(৭ মার্চ ১৯৭৩)
৫৩|| বাংলাদেশে প্রথম EVM পদ্ধতিতে ভোট হয় কোথায়?
®→ ঢাকার অফিসার্স ক্লাবের নির্বাচনে।
®→স্খানীয় নির্বাচনে ব্যবহার-২০০৭ সালে।
®→সিটি কর্পোরেশন নির্বাচনে ২০১০ সালে।
®→২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে ব্যবহার করা হবে।
৫৪|| ভারতের অযোদ্ধায় অবস্থিত ঐতিহাসিক "বাবরি মসজিদ"উগ্রবাদী হিন্দুরা কবে ধ্বংস করে?
®→৬ ডিসেম্বর ১৯৯২ সালে।
৫৫|| বাংলাদেশকে কবে প্রথম ভুটান ও ভারত স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়?
®→৬ ডিসেম্বরে আগে ভুটান ও ৩ ঘণ্টা
পরে ভারত স্বীকৃতি দেয়(সূত্র:স্বরাষ্ট্রমন্ত্রী)
৫৬|| দূষণ রোধে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার তৈরি করেছে কোন দেশ?
®→চীন দেশ।
(৩২৮ ফুট বা ১০০মিটারের বেশি)
৫৭|| "শয়তান-২ বা RS-28" ক্ষেপণাস্ত্র তৈরি করে কোন দেশ?
®→রাশিয়া
(হিরোশিমা ও নাগাসাকি শহরে ফেলা পারমাণবিক বোমার চেয়ে ২০০গুণ বেশি শক্তি সম্পন্ন)
৫৮|| "গোলান মালভূমির" আয়তন কত?
®→১২০০ বর্গকিলোমিটার।
(সম্প্রতি জাতিসংঘে ১৫১টি দেশের ভোটে
দেশটির মালিকানা সিরিয়ার বলে স্বীকৃতি পায়)
৫৯|| "ইন্টারপোলের"বর্তমান সদস্য সংখ্যাত কত?
®→৯৪তম(সর্বশেষ-ভানুয়াতু)
®→সদরদপ্তর লিঁও এতে।
৬০|| শ্রীলংকার "হাম্বানটোটা"সমুদ্রবন্দরটি কোন দেশের কাছে লিজ দেয়?
®→ চীনের কাছে ৯৯ বছরের জন্য।
৬১|| ভারতে তৈরি বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য
"Statute of Humanity"বা ঐক্যের ভাস্কর্য কবে উদ্বোধন করা হয়?
®→৩১ অক্টোবর ২০১৮
®→উন্মুক্ত ১ নভেম্বর ২০১৮
৬২|| ভারতের "লৌহমানব"হিসেবে পরিচিত কে?
®→ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল।
৬৩|| ভারতে তৈরি বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য
"Statute of Humanity" প্রায় কত তলা ভবনের সমান?
®→৬০ তলা
(১৮২ মিটার বা ৫৯৭ ফুট)
৬৪|| প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশ কোনগুলো?
®→জার্মানি,অস্ট্রিয়া-হাঙ্গেরি,বুলগেরিয়া,
এবং অটোমান সাম্রাজ্য।
৬৫|| প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির দেশ কোনগুলো?
®→যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র, ফ্রান্স,রাশিয়া,
ইতালি,রোমানিয়া,জাপান।
৬৬|| প্রথম বিশ্বযুদ্ধে কতটি দেশ অংশগ্রহণ করে ছিল?
®→৭০টি।সৈন্য সংখ্যা প্রায় ৭ কোটি।
(৫২ মাস যুদ্ধ হয়েছিল)
৬৭|| বঙ্গবন্ধুর রাষ্ট্রীয় উপহার সংরক্ষণের জন্য তৈরি জাদুঘরের নাম কী?
®→তোশাখানা জাদুঘর।
(১৫ নভেম্বর ২০১৮ রাজধানীর বিজয় সরণিতে উদ্বোধন করা হয়)
৬৮|| বিশ্বে আয়কর আদায়ে শীর্ষ দেশ কোনটি?
®→বেলজিয়াম(৫৪%)
®→জার্মানি(৪৯%)
৬৯|| BBC'র জরিপে বিদেশি ভাষায় সেরা ১০০টি চলচ্চিত্রের মধ্যে ১ নম্বরে কোনটি?
®→Seven Samurai(জাপান)
®→পথের পাঁচালী(১৫তম)
৭০|| নির্মাণে বিশ্বের শীর্ষ মেগা সিটি কোনটি?
®→সংযুক্ত আরব আমিরাত।
৭১|| বিশ্বের ১১৬তম ও দেশের অষ্টম টেস্ট ভেন্যু কোনটি?
®→সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
৭২|| বিশ্বের প্রথম টেস্ট ভেন্যু কোনটি?
®→মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।
®→সর্বাধিক টেস্ট ভেন্যু রয়েছে ভারতে ২৭টি
®→সবচেয়ে কম আয়ারল্যান্ডে ১টি।
৭৩|| "জাতির পিতা"শব্দদ্বয় সংবিধানের কোথায় উল্লেখ আছে?
®→সংবিধানের ৪(ক) ও ১৫০(২) অনুচ্ছেদে এবং পঞ্চম ও ষষ্ঠ তফসিলে।
৭৪|| গঙ্গার পানি বণ্টন চুক্তি ও পার্বত্য শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
®→১২ ডিসেম্বর ১৯৯৬ ও
®→২ ডিসেম্বর ১৯৯৭ সালে।
৭৫|| বাংলাদেশ প্রথম কত সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করেন?
®→১৯৮৮ সালে।
৭৬|| বাংলা সাহিত্যে প্রথম খল বা ঠক চরিত্রটির নাম কী?
®→ভাড়ুদত্ত(ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের)
৭৭|| পুঁথি সাহিত্যের উদ্ভব হয় কোন শতকে?
®→অষ্টাদশ শতাব্দীতে।
৭৮|| BCS চাকরি পরীক্ষায় বর্তমানে কতটি ক্যাডার রয়েছে?
®→২৬টি(ইকনোমিক বিলুপ্ত)
৭৯|| পাকিস্তান গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় কবে?
®→৭ মে ১৯৫৪ সালে।
®→সাংবিধানিকভাবে ১৯৫৬ সালে।
৮০|| বাংলাদেশের উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কিরী সংস্থা কোনটি?
®→বিশ্বব্যাংক।
৮১|| জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
®→গামা রশ্মি।
৮২|| অতিবেগুনি রশ্মির উৎস কোনটি?
®→সূর্য
®→ওজনের রং গাঢ় নীল
৮৩|| বিশ্ব তামাকমুক্ত দিবস কবে?
®→৩১ মে।
®→আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ৭ সেপ্টেম্বর।
৮৪|| মনুষ্যবাহী প্রথম মহাকাশযান "অ্যাপোলো-৮"কত সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয়?
®→২১ ডিসেম্বর ১৯৬৮ সালে।
৮৫|| মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট কত মেয়াদে ক্ষমতায় ছিলেন?
®→৪ বছর মেয়াদে।
৮৬|| বাংলাদেশ CTBT তে কবে অনুমোদন করে?
®→৮ মার্চ ২০০০ সালে।
৮৭|| জাপানের আইনসভার নিম্নকক্ষের সদস্য কত?
®→৪৬৫টি।
৮৮|| বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার বর্তমান নাম কী?
®→BREB
৮৯|| মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠীতা সম্রাট বাবর কবে মারা গিয়েছিল?
®→২৬ ডিসেম্বর ১৫৩০ সালে।
৯০|| সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়নের জন্ম হয় কবে?
®→৩০ ডিসেম্বর ১৯২২ সালে।
®→কুষ্টিয়া গ্রেট নামে।
০২||মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কতজন?
®→২৩৯ জন।
০৩||দশম জাতীয় সংসদে মোট কতটি অধিবেশন অনুষ্ঠিত হয় ও আইন পাশ হয়?
®→২৩টি অধিবেশন ও ১৯৩টি আইন পাশ হয়।
০৪||স্মৃতিস্তম্ভ "বীর গৌরব" কোথায় অবস্থিত?
®→রাজশাহী সেনানিবাসে।
০৫||পিত্তথলির ক্যান্সারে বিশ্বে বাংলাদেশ কততম?
®→ষষ্ঠতম(৬তম)
০৬||আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কতটি দেশের সাথে বাংলাদেশের চুক্তি আছে?
®→৫২টি
০৭||বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত?
®→সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধনগ্রামে(উদ্বোধন ২৪ নভে.২০১৮)
০৮||বাংলাদেশ রেলওয়ের দীর্ঘতর রেলপথ কোনটি?
®→ঢাকা-পঞ্চগড়(৬৩৯ কি.মি.)
০৯||দেশের প্রথম পোষাপ্রাণীর হাসপাতাল কোথায় অবস্থিত?
®→পূর্বাচল,ঢাকা।
১০|| দেশের ১টি মাত্র নারী-পুরুষ প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
®→রংপুরে।
১১||"বানৌজা শেখ মুজিব"নৌঘাঁটি কোথায় অবস্থিত?
®→ঢাকার খিলক্ষেতে।
১২|| ব্যাক্ল বেঙ্গল ছাগলের জীবনরহস্য উন্মোচন হয় কার নেতৃত্বে?
®→অধ্যাপক ড.এম এ ইয়াহিয়া খন্দকার।
১৩||বায়ু বিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
®→চীন
১৪||দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
®→টেকনাফ, কক্সবাজার
১৫||দেশের ৫০তম বেসরকারি তফসিলি ব্যাংক কোনটি?
®→কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড(দেশীয় মালিকানায় ৪১তম)
নোট→ রমজান
১৬|| আন্তর্জাতিক আত্মসংযম বর্ষ(International Year of Moderation)হিসেবে ঘোষণা করা হয় কোন সালকে?
®→২০১৯
১৭|| ১৮তম NAM সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
®→১৪-১৫ জুন ২০১৯, বাকু আজারবাইজানে।
১৮|| বাংলাদেশে "একাদশ জাতীয় সংসদ" নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
®→৩০ ডিসেম্বর ২০১৮।
১৯|| ১৩ নভেম্বর ২০১৮ BCS এর কোন ক্যাডারটি বিলুপ্ত করা হয়?
®→ইকনমিক(বর্তমানে ক্যাডার সংখ্যা ২৬টি)
২০|| বর্তমানে দেশে কার্যক্রম শুরু করা সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
®→৪৫টি
®→বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০টি
®→বেসরকারি মেডিক্যাল কলেজ ৪টি
২১|| বর্তমানে দেশে মোট তফসিলভুক্ত ব্যাংক কতটি?
®→৫৯টি
®→মোট বেসরকারি তফসিলি ব্যাংক ৫০টি।
২২|| মালদ্বীপ ও ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট কে?
®→ইব্রাহিম মোহামেদ সোলিহ এবং
®→জাইর বোলসোনারো
২৩|| প্রথম কবে কোন দেশে"EVM" (Electric Voting Machine) চালু হয়?
®→১৯৬০ সালে, যুক্তরাষ্ট্রে।
২৪|| বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
®→চীন।
®→বাংলাদেশ(৪৩তম)
(জলবিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ উৎপাদনেও চীন শীর্ষে)
২৫|| পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
®→যুক্তরাষ্ট্র।
২৬|| "INTERPOL"এর বর্তমান সদস্য কত?
®→১৯৪টি(ভানুয়াতু)
®→১৯৩(কিরিবিতি)
®→প্রেসিডেন্ট কিম জং ইয়াং (দ.কোরিয়া)
২৭|| ৩৩তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
®→সিঙ্গাপুরে(১৪-১৫ নভে.২০১৮)
২৮|| BBC'র সেরা ১০০টি বিদেশি ভাষায় চলচ্চিত্র জরিপে ১ম কোনটি?
®→Seven Samurai
®→সেরা বাংলা চলচ্চিত্র পথের পাঁচালী
২৯|| ডুয়িং বিজনেস ২০১৯ অনুযায়ী সহজে ব্যবসা করার সূচকে শীর্ষ দেশ কোনটি?
®→নিউজিল্যান্ড
®→সোমালিয়া(সর্বনিম্ন)
→বাংলাদেশ(১৭৬তম)
৩০|| টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান কার?
®→মুশফিকুর রহিমের(২১৯*)
®→অভিষেক টেস্টে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করেন নাঈম হাসান।
By___রমজান
৩১|| প্রথমবারের মতো এবং প্রতি বছর কত তারিখে "ডিজিটাল"দিবস হিসেবে পালন করা হবে?
®→১২ ডিসেম্বর(জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস)
৩২|| "পপ কালচারের জনক"বা
Spider-Man,Iron-Man,Black-Panther,
ইত্যাদি সুপার হিরো চরিত্রের জনক কে?
®→স্ট্যান লি(১৯২২-২০১৮)
৩৩|| জেলহত্যা,রুশ বিপ্লব,নূর হত্যা,বিশ্ব ডায়বেটিকস ও সশস্ত্র বাহিনি দিবস কবে?
®→৩ নভেম্ব.(জেরলহত্যা দিবস)
®→৭ নভেম্ব.(রুশ বিপ্লব দিবস)
®→১০নভেম্ব.(শহিদ নূর হোসেন দিবস)
®→১৪নভেম্ব.(বিশ্ব ডায়বেটিকস দিবস)
®→২১নভেম্ব.(সশস্ত্র বাহিনি দিবস)
৩৪|| "পিকনিক" কী?
®→বাংলাদেশের প্রথম 'স্ল্যাশার' মুভি।
৩৫|| বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক বলা হয় কোন প্রতিষ্ঠানকে এবং এটি কবে স্থাপিত হয়?
®→বাংলা একাডেমিকে(৩ ডিসে.১৯৫৫)
৩৬|| সম্প্রতি 'APEC' এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
®→পোর্ট মোর্সবির-পাপুয়া নিউগিনিতে।
®→(১৭-১৮) নভেম্বর-২০১৮
®→আয়োজন--২৬তম
৩৭|| "ASEAN"এর শীর্ষ সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়?
®→সিঙ্গাপুরে(১৪-১৫ নভেম্বর-২০১৮)
®→আয়োজন--৩৩তম।
৩৮|| "G-20"Group of Twenty সম্মেলন কোথায় হয়?
®→আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে।
®→আয়োজন --১৩তম।
®→পরবর্তী ২০১৯ ও ২০২০ সালে হবে--
®→ওসাকা,জাপান ও রিয়াদ সৌদিতে।
৩৯|| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জীবনীভিত্তিক গ্রাফিক নভেলের নাম কী?
®→মুজিব(সম্প্রতি জাপানি ভাষায় অনূদিত হয় ২৬ নভেম্বরে)
৪০|| বিশ্বের সবচেয়ে বড় মোটর সাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কী?
®→ জাপানের হোন্ডা মটর কোম্পানি।
®→১৬০টির বেশি দেশে ব্যবসা করে।
®→১১ নভে.বাংলাদেশে উৎপাদন শুরু
৪১|| একাত্তরের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের কতজন কর্মচারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়?
®→৫৪৯ জন।
®→২৩৯ জন(বীরাঙ্গনা)
৪২|| চট্টগ্রাম শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত "সন্দ্বীপ"এর আয়তন কত?
®→৭৬২.৪২ বর্গ কিমি। সম্প্রতি দ্বীপটিতে বিদ্যুৎ পৌঁছায়।
®→By Ramjan
৪৩|| দেশের প্রথম 3D কার্টুন সিরিজের নাম কী?
®→চাচাকাহিনির আজব কাহিনি।
৪৪|| দেশের কতটি জেলাকে "এইডস" ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে?
®→২৩টি জেলাকে।
৪৫|| বাংলাদেশে "গরিবের গাভী"নামে পরিচিত কোন প্রাণী?
®→ব্ল্যাক বেঙ্গল ছাগলকে।
৪৬|| বাংলাদেশে জিনোম গবেষণার পথিকৃৎ কে?
®→ড. মাকসুদুল আলম।
৪৭|| বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি?
®→৩৯টি(মোট রাজনৈতিক দল ১৯৩টি)
৪৮|| দেশে প্রথম সৌরবিদ্যুৎ কোন জেলায়?
®→নরসিংদী জেলায়।
®→সর্ববৃহৎ কেন্দ্র কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালীতে।
৪৯|| বর্তমানে দেশে কতটি সরকারি,বেসরকারি ও বিদেশি ব্যাংক আছে?
®→৯টি(সরকারি)
®→৪১টি(বেসরকারি)
®→৯টি(বিদেশি)
৫০|| সংবিধানের ১৭তম(সপ্তদশ) সংশোধন আইন হয় কবে?
®→উত্থাপন ১০এপ্রিল-২০১৮
®→রাষ্ট্রপতি কর্তৃক পাশ হয়-২৯ জুলাই
®→বিষয়ঃ নারী আসনের বিধান ২৫ বছর বাড়ানো।
৫১|| সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
®→১৯৭২
®→নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদে।
®→রাষ্ট্রপতি নিয়োগ দেন--১১৮(১) অনু.
৫২|| প্রথম নির্বাচনে কতটি দল অংশগ্রহণ করেছিল?
®→১৪টি(৭ মার্চ ১৯৭৩)
৫৩|| বাংলাদেশে প্রথম EVM পদ্ধতিতে ভোট হয় কোথায়?
®→ ঢাকার অফিসার্স ক্লাবের নির্বাচনে।
®→স্খানীয় নির্বাচনে ব্যবহার-২০০৭ সালে।
®→সিটি কর্পোরেশন নির্বাচনে ২০১০ সালে।
®→২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে ব্যবহার করা হবে।
৫৪|| ভারতের অযোদ্ধায় অবস্থিত ঐতিহাসিক "বাবরি মসজিদ"উগ্রবাদী হিন্দুরা কবে ধ্বংস করে?
®→৬ ডিসেম্বর ১৯৯২ সালে।
৫৫|| বাংলাদেশকে কবে প্রথম ভুটান ও ভারত স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়?
®→৬ ডিসেম্বরে আগে ভুটান ও ৩ ঘণ্টা
পরে ভারত স্বীকৃতি দেয়(সূত্র:স্বরাষ্ট্রমন্ত্রী)
৫৬|| দূষণ রোধে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার তৈরি করেছে কোন দেশ?
®→চীন দেশ।
(৩২৮ ফুট বা ১০০মিটারের বেশি)
৫৭|| "শয়তান-২ বা RS-28" ক্ষেপণাস্ত্র তৈরি করে কোন দেশ?
®→রাশিয়া
(হিরোশিমা ও নাগাসাকি শহরে ফেলা পারমাণবিক বোমার চেয়ে ২০০গুণ বেশি শক্তি সম্পন্ন)
৫৮|| "গোলান মালভূমির" আয়তন কত?
®→১২০০ বর্গকিলোমিটার।
(সম্প্রতি জাতিসংঘে ১৫১টি দেশের ভোটে
দেশটির মালিকানা সিরিয়ার বলে স্বীকৃতি পায়)
৫৯|| "ইন্টারপোলের"বর্তমান সদস্য সংখ্যাত কত?
®→৯৪তম(সর্বশেষ-ভানুয়াতু)
®→সদরদপ্তর লিঁও এতে।
৬০|| শ্রীলংকার "হাম্বানটোটা"সমুদ্রবন্দরটি কোন দেশের কাছে লিজ দেয়?
®→ চীনের কাছে ৯৯ বছরের জন্য।
৬১|| ভারতে তৈরি বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য
"Statute of Humanity"বা ঐক্যের ভাস্কর্য কবে উদ্বোধন করা হয়?
®→৩১ অক্টোবর ২০১৮
®→উন্মুক্ত ১ নভেম্বর ২০১৮
৬২|| ভারতের "লৌহমানব"হিসেবে পরিচিত কে?
®→ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল।
৬৩|| ভারতে তৈরি বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য
"Statute of Humanity" প্রায় কত তলা ভবনের সমান?
®→৬০ তলা
(১৮২ মিটার বা ৫৯৭ ফুট)
৬৪|| প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশ কোনগুলো?
®→জার্মানি,অস্ট্রিয়া-হাঙ্গেরি,বুলগেরিয়া,
এবং অটোমান সাম্রাজ্য।
৬৫|| প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির দেশ কোনগুলো?
®→যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র, ফ্রান্স,রাশিয়া,
ইতালি,রোমানিয়া,জাপান।
৬৬|| প্রথম বিশ্বযুদ্ধে কতটি দেশ অংশগ্রহণ করে ছিল?
®→৭০টি।সৈন্য সংখ্যা প্রায় ৭ কোটি।
(৫২ মাস যুদ্ধ হয়েছিল)
৬৭|| বঙ্গবন্ধুর রাষ্ট্রীয় উপহার সংরক্ষণের জন্য তৈরি জাদুঘরের নাম কী?
®→তোশাখানা জাদুঘর।
(১৫ নভেম্বর ২০১৮ রাজধানীর বিজয় সরণিতে উদ্বোধন করা হয়)
৬৮|| বিশ্বে আয়কর আদায়ে শীর্ষ দেশ কোনটি?
®→বেলজিয়াম(৫৪%)
®→জার্মানি(৪৯%)
৬৯|| BBC'র জরিপে বিদেশি ভাষায় সেরা ১০০টি চলচ্চিত্রের মধ্যে ১ নম্বরে কোনটি?
®→Seven Samurai(জাপান)
®→পথের পাঁচালী(১৫তম)
৭০|| নির্মাণে বিশ্বের শীর্ষ মেগা সিটি কোনটি?
®→সংযুক্ত আরব আমিরাত।
৭১|| বিশ্বের ১১৬তম ও দেশের অষ্টম টেস্ট ভেন্যু কোনটি?
®→সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
৭২|| বিশ্বের প্রথম টেস্ট ভেন্যু কোনটি?
®→মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।
®→সর্বাধিক টেস্ট ভেন্যু রয়েছে ভারতে ২৭টি
®→সবচেয়ে কম আয়ারল্যান্ডে ১টি।
৭৩|| "জাতির পিতা"শব্দদ্বয় সংবিধানের কোথায় উল্লেখ আছে?
®→সংবিধানের ৪(ক) ও ১৫০(২) অনুচ্ছেদে এবং পঞ্চম ও ষষ্ঠ তফসিলে।
৭৪|| গঙ্গার পানি বণ্টন চুক্তি ও পার্বত্য শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
®→১২ ডিসেম্বর ১৯৯৬ ও
®→২ ডিসেম্বর ১৯৯৭ সালে।
৭৫|| বাংলাদেশ প্রথম কত সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করেন?
®→১৯৮৮ সালে।
৭৬|| বাংলা সাহিত্যে প্রথম খল বা ঠক চরিত্রটির নাম কী?
®→ভাড়ুদত্ত(ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের)
৭৭|| পুঁথি সাহিত্যের উদ্ভব হয় কোন শতকে?
®→অষ্টাদশ শতাব্দীতে।
৭৮|| BCS চাকরি পরীক্ষায় বর্তমানে কতটি ক্যাডার রয়েছে?
®→২৬টি(ইকনোমিক বিলুপ্ত)
৭৯|| পাকিস্তান গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় কবে?
®→৭ মে ১৯৫৪ সালে।
®→সাংবিধানিকভাবে ১৯৫৬ সালে।
৮০|| বাংলাদেশের উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কিরী সংস্থা কোনটি?
®→বিশ্বব্যাংক।
৮১|| জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
®→গামা রশ্মি।
৮২|| অতিবেগুনি রশ্মির উৎস কোনটি?
®→সূর্য
®→ওজনের রং গাঢ় নীল
৮৩|| বিশ্ব তামাকমুক্ত দিবস কবে?
®→৩১ মে।
®→আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ৭ সেপ্টেম্বর।
৮৪|| মনুষ্যবাহী প্রথম মহাকাশযান "অ্যাপোলো-৮"কত সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয়?
®→২১ ডিসেম্বর ১৯৬৮ সালে।
৮৫|| মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট কত মেয়াদে ক্ষমতায় ছিলেন?
®→৪ বছর মেয়াদে।
৮৬|| বাংলাদেশ CTBT তে কবে অনুমোদন করে?
®→৮ মার্চ ২০০০ সালে।
৮৭|| জাপানের আইনসভার নিম্নকক্ষের সদস্য কত?
®→৪৬৫টি।
৮৮|| বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী সংস্থার বর্তমান নাম কী?
®→BREB
৮৯|| মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠীতা সম্রাট বাবর কবে মারা গিয়েছিল?
®→২৬ ডিসেম্বর ১৫৩০ সালে।
৯০|| সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়নের জন্ম হয় কবে?
®→৩০ ডিসেম্বর ১৯২২ সালে।
No comments:
Post a Comment