ব্যাকরণ অংশ যোগ করে এক সাথে PDF তৈরি করে দেওয়া হবে।
২৯৫১) প্রবোধ কুমার সান্যাল রচিত গল্পগ্রন্থ কোনটি?
ক. রাশিয়ার ডায়েরী
খ. আঁকাবাঁকা
গ. প্রিয়বান্ধবী
ঘ. যাযাবর
উত্তরঃ ঘ
২৯৫২) ব্যঙ্গ রসাত্মক রচনা কোনটি?
ক. নদী ও নারী
খ. নেমেসিস
গ. যদি এমন হতো
ঘ. ফুড কনফারেন্স
উত্তরঃ ঘ
২৯৫৩) 'পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি' গ্রন্থের রচয়িতা কে?
ক. অলি আহাদ
খ. বদরুদ্দীন ওমর
গ. ভাষা সৈনিক মাহবুবুল আলম চৌধুরী
ঘ.আহমদ ছফা
উত্তরঃ খ
২৯৫৪) বাংলা সাহিত্যের কণিষ্ঠতম শাখা কোনটি ?
ক. ছোটগল্প
খ. নাটক
গ. প্রবন্ধ
ঘ. পত্রকাব্য
উত্তরঃ ক
২৯৫৫) নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
ক. আবুল হাসান
খ. হুমায়ুন কবির
গ. মহাদেব সাহা
ঘ. সোমেন চন্দ্র
উত্তরঃ ঘ
২৯৫৬) বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
উত্তরঃ ক
২৯৫৭) ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-
ক. ব্রাহ্মী ও খরোষ্ঠী
খ. ব্রাহ্মী ও দেবনাগরী
গ. ব্রাহ্ম ও কুটীল
ঘ. ব্রাহ্মী ও তিব্বতী
উত্তরঃ ক
২৯৫৮) বাংলা ভাষার উদ্ভব হয় ---
ক. সপ্তম খ্রিস্টাব্দে
খ. সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
গ. খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ ক
২৯৬০) পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত?
ক. পাঁচ হাজার
খ. দু’হাজার
গ. এক হাজার
ঘ. আড়াই হাজার
ঙ. সাড়ে তিন হাজার
উত্তরঃ ঙ
২৯৬১) সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. ঐতরেয় আরণ্যক
খ. রঘুবংশ কাব্য
গ. উপনিষদ
ঘ. ত্রিপিটক
উত্তরঃ ক
২৯৬২) বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. পাঠান আমালে
ঘ. মুঘল আমলে
উত্তরঃ গ
২৯৬৩) বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত?
ক. ইন্দো-জার্মানীয়
খ. বাল্টো-শ্লাভিয়ান
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ইন্দো-ইউরোপীয়
উত্তরঃ ঘ
২৯৬৪) কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একচ্ছএ প্রভাব বিস্তার করে?
ক. সপ্তম-অষ্টম শতকে
খ. অষ্টম-নবম শতকে
গ. নবম-দশম শতকে
ঘ. দশম-একাদশ শতকে
উত্তরঃ ঘ
২৯৬৫) কোন আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল একই নামে অবিহিত হয়?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. মৌর্য আমলে
ঘ. মুসলমান আমলে
উত্তরঃ ঘ
২৯৬৬) বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
ক. নাগরী লিপি
খ. শ্যামী লিপি
গ. সিংহলী লিপি
ঘ. ব্রাক্ষী লিপি
উত্তরঃ ঘ
২৯৬৭) বাংলা ভাষার বয়স কত?
ক. ১০০০ বছর
খ. ২০০০ বছর
গ. ২৫০০ বছর
ঘ. ২৭০০ বছর
উত্তরঃ ক
২৯৬৮) কোন লিপি ডান দিক থেকে লেখা হত?
ক. খরোষ্ঠী লিপি
খ. ব্রাক্ষী লিপি
গ. কুটিল লিপি
ঘ. উর্দু লিপি
উত্তরঃ ক
২৯৬৯) বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
ক. সংস্কৃত
খ. পালি
গ. প্রাকৃত
ঘ. অপভ্রংশ
উত্তরঃ গ
২৯৭০) কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়?
ক. গুপ্ত আমল
খ. পাল আমল
গ. সেন আমল
ঘ. মুঘল আমল
উত্তরঃ ক
২৯৭১) প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় কোথায়?
ক. বেদে
খ. ঋগ্বেদের মন্ত্রগুলোতে
গ. ঐতরেয় আরণ্যক গ্রন্থে
ঘ. অথর্ব বেদে
উত্তরঃ খ
২৯৭২) বাংলা ভাষায় দীর্ঘ স্বরবর্ণের সংখ্যা কয়টি ?
ক. ৫ টি
খ. ৭ টি
গ. ৩ টি
ঘ. ৯টি
উত্তরঃ খ
★দীর্ঘস্বর-৭টি(আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ)
২৯৭৩) ত, থ, দ, ধ, ন হচ্ছে-
ক. তালব্যবর্ণ
খ. কণ্ঠবর্ণ
গ. দন্ত্যবর্ণ
ঘ. মূর্ধন্যবর্ণ
উত্তরঃ গ
২৯৭৪) নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?
ক. ঘ
খ. ঠ
গ. প
ঘ. থ
উত্তরঃ গ
(বর্গের ১ম+৩য় বর্ণ হলো অল্পপ্রাণ)
২৯৭৫) যে যে বর্ণের সমন্বয়ে ‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে, সেগুলো নির্দেশ করুন-
ক. ষ + ণ
খ. ষ + ঞ
গ. ষ + ন
ঘ. ষ + ঙ
উত্তরঃ ক
২৯৭৬) কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়?
ক. কণ্ঠধ্বনি
খ. স্বরধ্বনি
গ. ব্যঞ্জনধ্বনি
ঘ. মিশ্র ধ্বনি
উত্তরঃ গ
By___Ramjan
২৯৭৭) বর্গীয় এবং অন্তঃস্থ ব -এর মধ্যে কিসে কোনো পার্থক্য নেই ?
ক. বিন্যাসে
খ. আকৃতিতে
গ. অবস্থানে
ঘ. উচ্চারণে
উত্তরঃ খ
২৯৭৮) বাংলা ভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণের?
ক. ৩টি
খ. ১টি
গ. ২টি
ঘ. ৪টি
উত্তরঃ খ
২৯৭৯) নিচের কোন বর্ণগুলো কখনো শব্দের প্রথমে আসে না?
ক. ঙ ং ঞ ণ
খ. ন ঝ ধ ঙ
গ. থ ন ধ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ক
২৯৮০) অঘোষ অল্পপ্রাণ দ্যোতিত বর্ণ কয়টি?
ক. ২ টি
খ. ৫ টি
গ. ৬ টি
ঘ. ৩ টি
উত্তরঃ ঘ
(বর্গের ১ম,২য়,৩য় বর্ণ)
২৯৮১) বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি ?
ক. ২ টি
খ. ৪ টি
গ. ৩ টি
ঘ. ৫ টি
উত্তরঃ গ
(ং ঃ ঁ )
২৯৮২) "ক্ষ" কে ভাঙলে কোনটি হয় ?
ক. ষ + ক
খ. ক + ষ
গ. খ + খ
ঘ. ক + খ
উত্তরঃ খ
২৯৮২) বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি
উত্তরঃ খ
২৯৮৩) কোনগুলো স্পর্শধ্বনি?
ক. ‘আ’ থেকে ‘ঢ’ পর্যন্ত
খ. ‘চ’ থেকে ‘শ’ পর্যন্ত
গ. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত
ঘ. ‘ট’ থেকে ‘য়’ পর্যন্ত
উত্তরঃ গ
(ক-ম পর্যন্ত ২৫টি বর্ণ)
২৯৮৪) বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
উত্তরঃ গ
২৯৮৫) ‘জ’ হল-
ক. জিহ্বামূলীয় বর্ণ
খ. তালব্য বর্ণ
গ. দন্ত্য বর্ণ
ঘ. ওষ্ঠ্য বর্ণ
উত্তরঃ খ
২৯৮৬) যুক্তবর্ণের 'য' ও 'ব' উচ্চারিত হওয়ার সময় যে বর্ণটি সাথে যুক্ত হয় সেটি দ্বিত্ব হয়ে উচ্চারিত হয়। যেমন -
ক. কথ্য
খ. সত্য
গ. দ্বীপ
ঘ. পথ্য
উত্তরঃ খ
(সত্য=সত্'তো)
২৯৮৭) কোনটি সঠিক ?
ক. উচ্চারণ ভুল হলে অর্থের পরিবর্তন ঘটে না
খ. উচ্চারণ ভুল হলে সব সময় অর্থের পরিবর্তন ঘটে
গ. মাঝে মাঝে অর্থের পরিবর্তন ঘটে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
২৯৮৮) শব্দের আদিতে অ -এর না-বোধকতার উদাহরণ কোনটি ?
ক. অমানিশা
খ. অনাচার
গ. যত
ঘ. কথা
উত্তরঃ খ
(ন চার=অনাচার)
২৯৮৯) 'র' বর্ণে দ্যোতিত ধ্বনি জিহ্বাকে দোলা দেয় বলে এ ধ্বনিকে কি ধ্বনি বলা হয় ?
ক. পার্শ্বিকধ্বনি
খ. তালব্যধ্বনি
গ. স্পর্শধ্বনি
ঘ. কম্পনজাত ধ্বনি
উত্তরঃ ঘ
২৯৯০) উচ্চ স্বরধ্বনি কোনগুলো ?
ক. ও, উ
খ. ই, ঈ
গ. অ্যায়
ঘ. আ, অ
উত্তরঃ খ
২৯৯১) শ, ষ, স, হ এই চারটি ধ্বনিকে কি বলা হয় ?
ক. অন্তঃস্থ ধ্বনি
খ. নাসিক্য ধ্বনি
গ. উষ্মধ্বনি
ঘ. পরাশ্রয়ী বর্ণ
উত্তরঃ গ
২৯৯২) কোনগুলো জিহ্বামূলীয় বা কন্ঠ্যস্পর্শ ধ্বনি ?
ক. ক, খ, গ, ঘ, ঙ
খ. ট, ঠ, ড, ঢ়, ণ
গ. ত, থ, দ, ধ, ন
ঘ. প, ফ, ব, ভ, ম
উত্তরঃ ক
২৯৯৩) নিচের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহারণ ?
ক. খ, ঘ, ছ
খ. ণ, ন, ম
গ. ড, দ, ব
ঘ. ট, ত, প
উত্তরঃ ক
(বর্গের ২য় ও ৪র্থ বর্ণ মহাপ্রাণ)
২৯৯৪) নিচের কোন বর্ণগুলো অল্পপ্রাণ ধ্বনির উদাহারণ ?
ক. খ, ছ, ঝ
খ. ঠ, থ, ফ
গ. ঢ, ধ, ঙ
ঘ. গ, চ, জ
উত্তরঃ ঘ
২৯৯৫) বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে?
ক. ৫টি
খ. ৪টি
গ. ৭টি
ঘ. ৬টি
উত্তরঃ খ
★হ্রস্বস্বর-৪টি(অ,ই,উ,ঋ)
২৯৯৬) কোনগুলো কণ্ঠধ্বনি?
ক. ক খ গ ঘ ঙ
খ. চ ছ জ ঝ ঞ
গ. ট ঠ ড ঢ ণ
ঘ. প ফ ব ভ ম
উত্তরঃ ক
২৯৯৭) কোন বর্ণগুলোতে মাত্রা হবে না?
ক. ক এবং খ
খ. খ এবং ল
গ. ট এবং ঠ
ঘ. এ এবং ঐ
উত্তরঃ ঘ
২৯৯৮) কোন দুটি অঘোষ ধ্বনি?
ক. চ ছ
খ. ড ঢ
গ. ব ভ
ঘ. দ ধ
উত্তরঃ ক
২৯৯৯) যৌগিক স্বরের উদাহরণ কোনটি?
ক. খাই
খ. দিবস
গ. দিন
ঘ. মাত্রা
উত্তরঃ ক
৩০০০) উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণের কোন দ্যোতিত ধ্বনি যোগ করে উচ্চারণ করা হয় ?
ক. 'চ' স্বরধ্বনি
খ. 'ট' স্বরধ্বনি
গ. 'অ' স্বরধ্বনি
ঘ. 'গ' স্বরধ্বনি
উত্তরঃ গ
বাংলা সাহিত্য থেকে শেষ পর্ব ৬০ প্রায় ৩০০০টি নৈর্ব্যক্তিক দিতে চেষ্টা করেছি |
No comments:
Post a Comment