Breaking

Saturday, December 15, 2018

বাংলা সাহিত্য থেকে শেষ পর্ব ৬০ প্রায় ৩০০০টি নৈর্ব্যক্তিক দিতে চেষ্টা করেছি


ব্যাকরণ অংশ যোগ করে এক সাথে PDF তৈরি করে দেওয়া হবে।

২৯৫১) প্রবোধ কুমার সান্যাল রচিত গল্পগ্রন্থ কোনটি?
ক. রাশিয়ার ডায়েরী
খ. আঁকাবাঁকা
গ. প্রিয়বান্ধবী
ঘ. যাযাবর
উত্তরঃ ঘ

২৯৫২) ব্যঙ্গ রসাত্মক রচনা কোনটি?
ক. নদী ও নারী
খ. নেমেসিস
গ. যদি এমন হতো
ঘ. ফুড কনফারেন্স
উত্তরঃ ঘ

২৯৫৩) 'পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি' গ্রন্থের রচয়িতা কে?
ক. অলি আহাদ
খ. বদরুদ্দীন ওমর
গ. ভাষা সৈনিক মাহবুবুল আলম চৌধুরী
ঘ.আহমদ ছফা
উত্তরঃ খ

২৯৫৪) বাংলা সাহিত্যের কণিষ্ঠতম শাখা কোনটি ?
ক. ছোটগল্প
খ. নাটক
গ. প্রবন্ধ
ঘ. পত্রকাব্য
উত্তরঃ ক

২৯৫৫) নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
ক. আবুল হাসান
খ. হুমায়ুন কবির
গ. মহাদেব সাহা
ঘ. সোমেন চন্দ্র
উত্তরঃ ঘ

২৯৫৬) বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
উত্তরঃ ক

২৯৫৭) ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-
ক. ব্রাহ্মী ও খরোষ্ঠী
খ. ব্রাহ্মী ও দেবনাগরী
গ. ব্রাহ্ম ও কুটীল
ঘ. ব্রাহ্মী ও তিব্বতী
উত্তরঃ ক

২৯৫৮) বাংলা ভাষার উদ্ভব হয় ---
ক. সপ্তম খ্রিস্টাব্দে
খ. সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
গ. খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ ক

২৯৬০) পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত?
ক. পাঁচ হাজার
খ. দু’হাজার
গ. এক হাজার
ঘ. আড়াই হাজার
ঙ. সাড়ে তিন হাজার
উত্তরঃ ঙ

২৯৬১) সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. ঐতরেয় আরণ্যক
খ. রঘুবংশ কাব্য
গ. উপনিষদ
ঘ. ত্রিপিটক
উত্তরঃ ক

২৯৬২) বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. পাঠান আমালে
ঘ. মুঘল আমলে
উত্তরঃ গ

২৯৬৩) বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত?
ক. ইন্দো-জার্মানীয়
খ. বাল্টো-শ্লাভিয়ান
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ইন্দো-ইউরোপীয়
উত্তরঃ ঘ

২৯৬৪) কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একচ্ছএ প্রভাব বিস্তার করে?
ক. সপ্তম-অষ্টম শতকে
খ. অষ্টম-নবম শতকে
গ. নবম-দশম শতকে
ঘ. দশম-একাদশ শতকে
উত্তরঃ ঘ

২৯৬৫) কোন আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল একই নামে অবিহিত হয়?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. মৌর্য আমলে
ঘ. মুসলমান আমলে
উত্তরঃ ঘ

২৯৬৬) বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
ক. নাগরী লিপি
খ. শ্যামী লিপি
গ. সিংহলী লিপি
ঘ. ব্রাক্ষী লিপি
উত্তরঃ ঘ

২৯৬৭) বাংলা ভাষার বয়স কত?
ক. ১০০০ বছর
খ. ২০০০ বছর

গ. ২৫০০ বছর
ঘ. ২৭০০ বছর
উত্তরঃ ক

২৯৬৮) কোন লিপি ডান দিক থেকে লেখা হত?
ক. খরোষ্ঠী লিপি
খ. ব্রাক্ষী লিপি
গ. কুটিল লিপি
ঘ. উর্দু লিপি
উত্তরঃ ক

২৯৬৯) বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
ক. সংস্কৃত
খ. পালি
গ. প্রাকৃত
ঘ. অপভ্রংশ
উত্তরঃ গ

২৯৭০) কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়?
ক. গুপ্ত আমল
খ. পাল আমল
গ. সেন আমল
ঘ. মুঘল আমল
উত্তরঃ ক

২৯৭১) প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় কোথায়?
ক. বেদে
খ. ঋগ্বেদের মন্ত্রগুলোতে
গ. ঐতরেয় আরণ্যক গ্রন্থে
ঘ. অথর্ব বেদে
উত্তরঃ খ

২৯৭২) বাংলা ভাষায় দীর্ঘ স্বরবর্ণের সংখ্যা কয়টি ?
ক. ৫ টি
খ. ৭ টি
গ. ৩ টি
ঘ. ৯টি
উত্তরঃ খ
★দীর্ঘস্বর-৭টি(আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ)

২৯৭৩) ত, থ, দ, ধ, ন হচ্ছে-
ক. তালব্যবর্ণ
খ. কণ্ঠবর্ণ
গ. দন্ত্যবর্ণ
ঘ. মূর্ধন্যবর্ণ
উত্তরঃ গ

২৯৭৪) নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?
ক. ঘ
খ. ঠ
গ. প
ঘ. থ
উত্তরঃ গ
(বর্গের ১ম+৩য় বর্ণ হলো অল্পপ্রাণ)

২৯৭৫) যে যে বর্ণের সমন্বয়ে ‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে, সেগুলো নির্দেশ করুন-
ক. ষ + ণ
খ. ষ + ঞ
গ. ষ + ন
ঘ. ষ + ঙ
উত্তরঃ ক

২৯৭৬) কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়?
ক. কণ্ঠধ্বনি
খ. স্বরধ্বনি
গ. ব্যঞ্জনধ্বনি
ঘ. মিশ্র ধ্বনি
উত্তরঃ গ
By___Ramjan

২৯৭৭) বর্গীয় এবং অন্তঃস্থ ব -এর মধ্যে কিসে কোনো পার্থক্য নেই ?
ক. বিন্যাসে
খ. আকৃতিতে
গ. অবস্থানে
ঘ. উচ্চারণে
উত্তরঃ খ

২৯৭৮) বাংলা ভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণের?
ক. ৩টি
খ. ১টি
গ. ২টি
ঘ. ৪টি
উত্তরঃ খ

২৯৭৯) নিচের কোন বর্ণগুলো কখনো শব্দের প্রথমে আসে না?
ক. ঙ ং ঞ ণ
খ. ন ঝ ধ ঙ
গ. থ ন ধ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ক

২৯৮০) অঘোষ অল্পপ্রাণ দ্যোতিত বর্ণ কয়টি?
ক. ২ টি
খ. ৫ টি
গ. ৬ টি
ঘ. ৩ টি
উত্তরঃ ঘ
(বর্গের ১ম,২য়,৩য় বর্ণ)

২৯৮১) বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি ?
ক. ২ টি
খ. ৪ টি
গ. ৩ টি
ঘ. ৫ টি
উত্তরঃ গ
(ং ঃ ঁ )

২৯৮২) "ক্ষ" কে ভাঙলে কোনটি হয় ?
ক. ষ + ক
খ. ক + ষ
গ. খ + খ
ঘ. ক + খ
উত্তরঃ খ

২৯৮২) বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি
উত্তরঃ খ

২৯৮৩) কোনগুলো স্পর্শধ্বনি?
ক. ‘আ’ থেকে ‘ঢ’ পর্যন্ত
খ. ‘চ’ থেকে ‘শ’ পর্যন্ত

গ. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত
ঘ. ‘ট’ থেকে ‘য়’ পর্যন্ত
উত্তরঃ গ
(ক-ম পর্যন্ত ২৫টি বর্ণ)

২৯৮৪) বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
উত্তরঃ গ

২৯৮৫) ‘জ’ হল-
ক. জিহ্বামূলীয় বর্ণ
খ. তালব্য বর্ণ
গ. দন্ত্য বর্ণ
ঘ. ওষ্ঠ্য বর্ণ
উত্তরঃ খ

২৯৮৬) যুক্তবর্ণের 'য' ও 'ব' উচ্চারিত হওয়ার সময় যে বর্ণটি সাথে যুক্ত হয় সেটি দ্বিত্ব হয়ে উচ্চারিত হয়। যেমন -
ক. কথ্য
খ. সত্য
গ. দ্বীপ
ঘ. পথ্য
উত্তরঃ খ
(সত্য=সত্'তো)

২৯৮৭) কোনটি সঠিক ?
ক. উচ্চারণ ভুল হলে অর্থের পরিবর্তন ঘটে না
খ. উচ্চারণ ভুল হলে সব সময় অর্থের পরিবর্তন ঘটে
গ. মাঝে মাঝে অর্থের পরিবর্তন ঘটে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

২৯৮৮) শব্দের আদিতে অ -এর না-বোধকতার উদাহরণ কোনটি ?
ক. অমানিশা
খ. অনাচার
গ. যত
ঘ. কথা
উত্তরঃ খ
(ন চার=অনাচার)

২৯৮৯) 'র' বর্ণে দ্যোতিত ধ্বনি জিহ্বাকে দোলা দেয় বলে এ ধ্বনিকে কি ধ্বনি বলা হয় ?
ক. পার্শ্বিকধ্বনি
খ. তালব্যধ্বনি
গ. স্পর্শধ্বনি
ঘ. কম্পনজাত ধ্বনি
উত্তরঃ ঘ

২৯৯০) উচ্চ স্বরধ্বনি কোনগুলো ?
ক. ও, উ
খ. ই, ঈ
গ. অ্যায়
ঘ. আ, অ
উত্তরঃ খ

২৯৯১) শ, ষ, স, হ এই চারটি ধ্বনিকে কি বলা হয় ?
ক. অন্তঃস্থ ধ্বনি
খ. নাসিক্য ধ্বনি
গ. উষ্মধ্বনি
ঘ. পরাশ্রয়ী বর্ণ
উত্তরঃ গ

২৯৯২) কোনগুলো জিহ্বামূলীয় বা কন্ঠ্যস্পর্শ ধ্বনি ?
ক. ক, খ, গ, ঘ, ঙ
খ. ট, ঠ, ড, ঢ়, ণ
গ. ত, থ, দ, ধ, ন
ঘ. প, ফ, ব, ভ, ম
উত্তরঃ ক

২৯৯৩) নিচের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহারণ ?
ক. খ, ঘ, ছ
খ. ণ, ন, ম
গ. ড, দ, ব
ঘ. ট, ত, প
উত্তরঃ ক
(বর্গের ২য় ও ৪র্থ বর্ণ মহাপ্রাণ)

২৯৯৪) নিচের কোন বর্ণগুলো অল্পপ্রাণ ধ্বনির উদাহারণ ?
ক. খ, ছ, ঝ
খ. ঠ, থ, ফ
গ. ঢ, ধ, ঙ
ঘ. গ, চ, জ
উত্তরঃ ঘ

২৯৯৫) বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে?
ক. ৫টি
খ. ৪টি
গ. ৭টি
ঘ. ৬টি
উত্তরঃ খ
★হ্রস্বস্বর-৪টি(অ,ই,উ,ঋ)

২৯৯৬) কোনগুলো কণ্ঠধ্বনি?
ক. ক খ গ ঘ ঙ
খ. চ ছ জ ঝ ঞ
গ. ট ঠ ড ঢ ণ
ঘ. প ফ ব ভ ম
উত্তরঃ ক

২৯৯৭) কোন বর্ণগুলোতে মাত্রা হবে না?
ক. ক এবং খ
খ. খ এবং ল
গ. ট এবং ঠ
ঘ. এ এবং ঐ
উত্তরঃ ঘ

২৯৯৮) কোন দুটি অঘোষ ধ্বনি?
ক. চ ছ
খ. ড ঢ
গ. ব ভ
ঘ. দ ধ
উত্তরঃ ক

২৯৯৯) যৌগিক স্বরের উদাহরণ কোনটি?
ক. খাই
খ. দিবস
গ. দিন
ঘ. মাত্রা
উত্তরঃ ক

৩০০০) উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণের কোন দ্যোতিত ধ্বনি যোগ করে উচ্চারণ করা হয় ?
ক. 'চ' স্বরধ্বনি
খ. 'ট' স্বরধ্বনি
গ. 'অ' স্বরধ্বনি
ঘ. 'গ' স্বরধ্বনি
উত্তরঃ গ

বাংলা সাহিত্য থেকে শেষ পর্ব ৬০ প্রায় ৩০০০টি নৈর্ব্যক্তিক দিতে চেষ্টা করেছি

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close