আপডেটেড: ১০/১/২০১৯
☑ #স্নাতক (পাস) / ডিগ্রি
২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমের ২য় মেধাতালিকা এবং মাইগ্ৰেশনের(কোর্স পরিবর্তন) রেজাল্ট ২৭ ডিসেম্ভর প্রকাশ করা হয়। এখন,,,
➡ ২য় মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ২৭/১২/২০১৮ তারিখ থেকে ১০/০১/২০১৯ তারিখের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে ।
➡ এবং ০১/০১/২০১৯ তারিখ থেকে ১২/০১/২০১৯ তারিখের মধ্যে শিক্ষার্থীদের পূরণকৃত চূড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজে জমা দিতে হবে ।
➡ ১ম মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা কোর্স পরিবর্তনের আবেদন করেছিল তাদের মধ্যে যাদের কোর্স পরিবর্তন হবে তাদের ২৭/১২/২০১৮ থেকে ১০/০১/২০১৯ তারিখের মধ্যে পরিবর্তিত কোর্সের জন্য ভর্তি ফরম পূরণ করে কলেজে জমা দিতে হবে।
#ভর্তি_হতে_কি_কি_কাগজপত্র_লাগবে?
একেক কলেজে একেক ডকুমেন্টস লাগে তবে সাধারণত নিম্নোক্ত ডকুমেন্টস গুলো
লাগে ।
1. SSC+HSC মূল মার্কশীট।
2. SSC+HSC মার্কশীট,রেজিঃ কার্ড , এডমিট কার্ড, প্রশংসা পত্র ফটোকপি ২/৩ সেট।
3. অনলাইনে পূরনকৃত চূড়ান্ত ভর্তি ফরম ২ কপি(স্টুডেন্ট+কলেজ কপি )+
প্রাথমিক আবেদনের স্টুডেন্ট কপি ।
4. 4 -6 কপি পাসপোর্ট সাইজ ছবি(ছবির পিছনে অবশ্যই আপনার স্বাক্ষর থাকতে হবে
![]() |
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল আপডেট খবরাখবর: ডিগ্রি, প্রফেশনাল অনার্স, মাস্টার্স(নিয়মিত), মাস্টার্স(প্রফেশনাল) |
☑ #প্রফেশনাল_অনার্স
২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রফেশনাল অনার্স ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের রেজাল্ট ১০ জানুয়ারি প্রকাশ করা হবে। এখন,
১ম রিলিজ স্লিপে স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ১০/০১/২০১৯ তারিখ থেকে ১৬/০১/২০১৯ তারিখের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে ।
➡ এবং ১২/০১/২০১৯ তারিখ থেকে ১৭/০১/২০১৯ তারিখের মধ্যে শিক্ষার্থীদের পূরণকৃত চূড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজে জমা দিতে হবে ।
#নোটঃ কিভাবে রেজাল্ট দেখতে পারবেন , এবং নিজে নিজে ভর্তি ফরম পূরণ করবেন তা গ্ৰুপের এনাউন্সম্যান্ট এ দেওয়া আছে।
...
☑ #মাস্টার্স (নিয়মিত) ১৭-১৮ শিক্ষাবর্ষ
২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্ৰামে ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপ প্রকাশ। আবেদন করা যাবে আগামী ৭ জানুয়ারি বিকাল ৪ টা থেকে ১৪ জানুয়ারি ২০১৯ রাত ১২ টা পর্যন্ত।
#রিলিজ_স্লিপে_আবেদন_করতে_পারবে,,
১। যারা মেধাতালিকায় স্থান পায়নি।
২। স্থান পেয়েও ভর্তি হয়নি।
৩। ভর্তি হয়েও ভর্তি বাতিল করেছে ।
#উল্লেখ্য_যে, রিলিজ স্লিপে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ৩ টি কলেজে আবেদন করা যাবে। রিলিজ স্লিপে আবেদন ফরম কলেজে জমা দিতে হবে না।
...
☑ #মাস্টার্স (প্রফেশনাল) ২০১৯
২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) বিভিন্ন কোর্সের শেষবর্ষ ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপ প্রকাশ । রিলিজ স্লিপে আবেদন করা যাবে, ৯/১/১৯ বিকাল ৪ টা থেকে ১৬/১/১৯ রাত ১২ টা পর্যন্ত।
#রিলিজ_স্লিপে_আবেদন_করতে_পারবে,,
১। যারা মেধাতালিকায় স্থান পায়নি।
২। স্থান পেয়েও ভর্তি হয়নি।
৩। ভর্তি হয়েও ভর্তি বাতিল করেছে ।
#উল্লেখ্য_যে, রিলিজ স্লিপে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ৩ টি কলেজে আবেদন করা যাবে। রিলিজ স্লিপে আবেদন ফরম কলেজে জমা দিতে হবে না।
✓NU এর সকল আপডেট নোটিশ পেতে জয়েন করুন এই গ্ৰুপে 👇👇
| |||||||
No comments:
Post a Comment