Breaking

Wednesday, January 30, 2019

বিগত সালে প্রাইমারিতে আসা বাছায়কৃত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রশ্নোত্তর (পর্ব-১০)

০১)কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয়?
®__অক্টোপাসকে।

০২) জাতীয় স্মৃতিসৌধ কত সালে উদ্বোধন করা হয়?
®__১৯৮২ সালের ১৬ডিসেম্বরে।

০৩) "ঈগল পাখি" কোন সমাস?
®__কর্মধারয়(ঈগল নামের যে পাখি)

০৪)"শিরে সংক্রান্তি"বাগধারাটির অর্থ--
®__আসন্ন বিপদ।

০৫) তাপ সঞ্চালনের দ্রুততম প্রকিয়ার নাম কী?
®__বিকিরণ।

০৬) ১ থেকে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
®__২৬

০৭) কোন মোঘল সম্রাট "জিজিয়া কর" রহিত করেন?
®__আকবর।

০৮) রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
®__১৯৫৩ সালে।

০৯) বাংলাদেশ সরকার "পলিথিন ব্যবহার নিষিদ্ধ"করেন কত সালে?
®__২০০২ সালে।


১০)"সুমাত্রা"দ্বীপটি কোথায় অবস্থিত?
®__ভারত মহাসাগরে(ইন্দোনেশিয়ার মালিকানা,আয়তন ৪ লক্ষ ২৭ হাজার+)
®______রমজান_____

১১) Verb of the "new"is__
®__Renew.

১২)"তাসের দেশ"(১৯৩৩) নাটকটির রচয়িতা কে?
®__রবীন্দ্রনাথ।

১৩)"শিব মন্দির"(১৯২১)কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
®__কায়কোবাদ

১৪)কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?
®__২০ দিন(২৫*৪০÷৫০=২০)

১৫) Noun of the word "Poor"---
®__Poverty(দারিদ্র্য)

১৬) তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কী বলে?
®__সদৃশ ত্রিভুজ।

১৭)"Who opened the door"voice?
®__By whome was the door opened.

১৮)"Bag and baggage(তল্পিতল্পাসহ )
"idiem?
®__Leaving nothing behind

১৯)"Loaves and fishes
(ব্যক্তিগত স্বার্থ)"idiem টির অর্থ?
®__Personal grains.

২০) কোন সমাসের সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
®__অনুক বহুব্রীহি সমাসের(গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে=গায়ে হলুদ)

২১)"রবীন্দ্রনাথের"প্রথম নাটকের নাম কী?
®__প্রকৃতির প্রতিশোধ(১৮৮৪)

২২)কোন বাগধারাটির অর্থ ভণিতা বুঝায়?
®__গৌরচন্দ্রিকা।

২৩) ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?
®__কৃৎ প্রত্যয়।

২৪) গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী?
®__ম্যানোমিটার।

২৫) পৃথিবীর সবর্ত্র দিন-রাত সমান হয় কত তারিখে?
®__২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বরে।

২৬)'বন্দর আব্বাস' কোন দেশের সমুদ্র বন্দর?
®__ইরানের।

২৭)"ম্যাকমোহন"লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা?
®__ভারত-চীন।

২৮) মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
®__চাঁপাইনবাবগঞ্জে।

২৯) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের(ADB) প্রধান কার্যালয় কোথায়?
®__ম্যানিলায়(1966 12 August)

৩০) কোন আমলে বাংলায় গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয়?
®__হোসেন শাহী

বিগত সালে প্রাইমারিতে আসা বাছায়কৃত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র থেকে প্রশ্নোত্তর (পর্ব-১০)


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close