Breaking

Saturday, February 23, 2019

উপসর্গ মনে রাখার টেকনিক সহজে শিখে নিন এবং শেয়ার করে রাখুন

উপসর্গ
বাংলা উপসর্গ মোট ২১টি। যথা:
অ অঘা অজ অনা
আ আন আব আড়
ইতি ঊনা কদ্ কু নি
স সা সু হা
বি ভর রাম পাতি
## তৎসম (সংস্কৃত) উপসর্গ মোট ২০টি।যথা:
প্র পরা অপ সম্ নি
অভি অতি উপ পরি
অধি প্রতি অপি
আ সু বি নির
দুর অব উৎ অনু
##কিছু উপসর্গ আছে যা বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায়।

উপসর্গ মনে রাখার টেকনিক সহজে শিখে নিন এবং শেয়ার করে রাখুন
যথা:
আ সু বি নি
এগুলো বাংলা শব্দের সাথে পাওয়া গেলে বাংলা উপসর্গ আর তৎসম শব্দের সাথে পাওয়া গেলে তৎসম উপসর্গ।

ফারসি উপসর্গ
বর্ কম্ ফি দর্ বে না
নিম্ কার্ বদ্(না) ব্ (য়ে নিয়ে যায়)
আরবি উপসর্গ
গর্ লা খাস আম
ইংরেজী উপসর্গ
ফুল হেড হাফ সাব
।।।
★বি দ্রঃ শেয়ার করতে ভুলবেন না। লাইক,কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন।

মনে রাখবেন সঠিক ভাবে লাইক কমেন্ট না করলে পেইজের পোষ্ট হোম পেইজে পৌছায় না।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

1 comment:

  1. ভাই এমন কি এক্সক্লুসিভ লিখেছেন যে শেয়ার করতে ভুল করব না? এগুলো তো কোনো কাজেরই না।

    ReplyDelete

close