Breaking

Friday, February 22, 2019

২১ শে ফেব্রুয়ারি নিয়ে যত প্রশ্ন চাকরির পরীক্ষায় আসতে পারে,পড়ে নিন একবার

সাম্প্রতিক_দর্পণ
২১ আমার অহংকার”
----------------------------
১.একুশে পদকের প্রবর্তক কে?
ক) জিয়াউর রহমান,১৯৭৬ সালে । দেওয়া হয় ৭৭ সাল থেকে
২.একুশে পদক ২০১৯|
২১ শে ফেব্রুয়ারি নিয়ে যত প্রশ্ন চাকরির পরীক্ষায় আসতে পারে,পড়ে নিন একবার

একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। চলতি বছরের একুশে পদকপ্রাপ্ত ২১জন হলেন,

ভাষা আন্দোলন- ৩জন:
অধ্যাপক হালিমা খাতুন
অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু অধ্যাপক মনোয়ার ইসলাম।

শিল্পকলা (সঙ্গীত)- ৩জন:
সুবীর নন্দী
আজম খান
খায়রুল আনাম শাকিল

শিল্পকলা (অভিনয়)- ৩জন:
লাকী ইনাম
সুবর্ণা মোস্তফা
লিয়াকত আলী লাকী

শিল্পকলা (আলোকচিত্র)- ১জন:
সাইদা খানম

শিল্পকলা (চারুকলা)- ১জন:
জামাল উদ্দিন আহমেদ

মুক্তিযুদ্ধ- ১জন:
ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য।

গবেষণা- ২জন:
ডক্টর বিশ্বজিৎ ঘোষ
ড. মাহবুবুল হক।

শিক্ষা- ১জন:
ডক্টর প্রণব কুমার বড়ুয়া।

ভাষা ও সাহিত্য- ৬জন:
রিজিয়া রহমান
ইমদাদুল হক মিলন
অসীম সাহা
আনোয়ারা সৈয়দ হক
মইনুল আহসান সাবের
হরিশংকর জলদাস
প্রতিটি পদকের সঙ্গে রয়েছে ১ লাখ টাকার একটি চেক, একটি ক্রেস্ট ও সম্মাননা।
৩.'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি|'এ গানের গীতিকার কে?
ক)আব্দুল গাফফার চৌধুরী
৪.'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি|'এ গানের ১ম সুরকার কে?
ঘ)আব্দুল লতিফ
৫.আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি|গানটির বর্তমান সুরকার > আলতাফ মাহমুদ
৬.'সালাম সালাম হাজার সালাম ' এই গানটির গীতিকার কে?
খ)ফজল এ খোদা
৭.'সালাম সালাম হাজার সালাম ' এই গানটির সুরকার ও শিল্পী কে?
আ: জব্বার
৮.ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
ক)আরেক ফাল্গুন
৯. ভাষা আন্দোলন বিষয়ক নাটক “কবর ” লিখেছেন> মুনীর চৌধুরী
১০.“কবর ” নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কবে?
২১ শে ফেব্রুয়ারি ১৯৫৪
১১.স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল?
শহীদ মিনার
১২.দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয্ কোথায্?

জাপান
১৩.ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল?
বাংলা একাডেমী
১৪.ভাষা আন্দোলনের মুখপাত্র কোন পত্রিকা?
সাপ্তাহিক সৈনিক
১৫.১৯৫২ সালের ভাষা আন্দোলনের পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন?
খাজা নাজিমউদ্দিন
১৬.১ম কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন কে?
শহীদ শফিউরের পিতা
১৭.'তমুদ্দিন মজলিস' কত সালে জন্ম লাভ করে?
১৯৪৭ সালের সেপ্ট:
১৮.বাংলা ভাষা তৎকালীন পাকিস্তান সংবিধানে কত সালে গৃহীত হয় ? ১৯৫৬সালে
১৯.কতো তারিখে "রাষ্ট্রভাষা দিবস" ছিল?
২১ফেব্রুয়ারী,১৯৫২
২০.কেন্দ্রীয্ শহীদ মিনারের স্হপতি কে?
হামিদুর রহমান
২১. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য কতজন শহিদ হন ? : ৪ জন।
২১ ফেব্রুয়ারি : রফিক,বরকত,জব্বার & আব্দুল সালাম।
২২ ফেব্রুয়ারি : শফিউর,আব্দুল আউয়াল, অহিউল্লাহ & অজ্ঞাত একজন।
সর্বমোট শহিদ হন ৮ জন
২২.রাষ্ট্র ভাষা বংলা চাই এর প্রথম প্রস্তাবক কে ?
দীরেন্দ্র নাথ দত্ত
২৩.জাতীয় শহীদ মিনারের প্রতিকটি কি প্রকাশ করে ?
মা তার সন্তানের মাতৃ ভাষার গল্প শুনাচ্ছে
২৪.ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' - এই গানটির গীতিকার কে?
গ)আব্দুল লতিফ
২৫.ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' - এই গানটির সুরকার কে?
গ)আব্দুল লতিফ
২৬.১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল?
গ. বৃহস্পতিবার
২৭."এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি" - এর রচিয়তা -
মাহবুব আলম চৌধুরী
২৮.কাঁদতে আসি নি,ফাঁসির দাবি নিয়ে এসেছি” কবিতাটি লিখেছেন> মাহবুব আলম চৌধুরী
২৯.সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
১৯৫২ সালে
৩০.১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সনের কত তারিখ ছিল?
৮ ফাল্গুন ১৩৫৯
৩১.কোন দেশের দ্বিতীয় মাতৃভাষা বাংলা?
সিয়েরা লিওন
৩২.জাতীয় শহীদ মিনারের আয়তন ১৫০০ বর্গ ফিট বা ১৪০ বর্গ মিটার,উচ্চতা ৪৬ফিট বা ১৪ মিটার
৩৩.জাতীয় শহীদ মিনার উদ্বোধন করেন বরকতের মা হাসিনা বেগম ,১৯৬৩ সালের ২১ফেব্রুয়ারি।
৩৪.ইউনেস্কো কত তারিখে ২১শে ফেব্রুয়ারীকে আন্তরজাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
১৭ নভেম্বর, ১৯৯৯
৩৫.২১শে ফেব্রুয়ারীকে আন্তরজাতিক মাতৃভাষা দিবস হিসেবে ১ম কয়টি দেশ পালন করে?>১৮৮টি
৩৬.একুশের ১ম সংকলন করেন কে?>হাসান হাফিজুর রহমান
৩৭.“মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা” - কবিতাটি কে লিখেছেন> অতুল প্রসাদ সেন
৩৮.বাংলা একাডেমির চত্তরের মুরাল হল>“মোদের গরব
৩৯.১ম-এ বাংলাদেশের বাইরে কোথায় বাংলা ভাষা শিক্ষা দেয়া হয়?>কানাডার টরেন্টো ইউনিভার্সিটিতে
৪০.কুমড়ো ফুলে নুয়ে পড়েছে লতাটা শীর্ষক কবিতাটি লিখেছেন >
কবি আবু জাফর ওবায়দুল্লাহ 'কোন এক মাকে

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close