১) একের অধিক Exam এ অনুপস্থিত থাকলে ফলাফল Not-promoted আসবে।
.
২) Not- promoted হলে আপনি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না ।
.
৩) Not- promoted হলে আপনার ১ বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে।
.
৪) একই শিক্ষাবর্ষে ২ বার Not-promoted হলে আপনি অনার্স কোর্সে Drop out বলে বিবেচিত হবেন ।।
.
৫) ২ বার Not-promoted এর কারণে আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে।। ফলে আপনি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স করতে পারবেন না ।
.
৬) F প্রাপ্ত কোর্সের গ্রেডকে অবশ্যই কমপক্ষে D গ্রেডে উন্নীভ করতে হবে। অন্যতায় অনার্স ডিগ্রী প্রাপ্ত হবে না।
৭) যারা Not-promoted হবে, তাদের আবার আগের বর্ষে ভর্তি হয়ে পরিক্ষা দিয়ে Pass করতে হবে।
.
৮) ১,২ বা ৩ বিষয়ে ফেল করে ও যারা Pass করেছে তারা পরবর্তী বর্ষে উঠতে পারবে কিন্তু তাদেরকে ফেল করা বিষয়ে আবার Improvement পরিক্ষা দিয়ে পাশ করতে হবে।
.
৯) শুধু C, D বা F পেলে Improvement দিতে পারবে।
.
১০) Not-promoted প্রাপ্তরা C এবং D প্রাপ্ত বিষয়ে পরিক্ষায় দেয়া বাধ্যতামূলক নয় || তবে মান উন্নয়নের জন্য দিতে পারবে।
.
১১) C, D এর Improvement পরিক্ষার ফল সর্বোচ্ছ “B প্লাস” গ্রেড দেওয়া হবে।
.
১২) C,D Improvement পরিক্ষার গ্রেড় উন্নতি করতে না পারলে subject GPA আগেরটাই থাকবে।
.
১৩) F গ্রেড এর Improvement পরিক্ষার ফল সর্বোচ্ছ “B প্লাস” গ্রেড দেওয়া হবে।
NU Promotion Rules and Regulation |
| |||||||
No comments:
Post a Comment