Breaking

Sunday, February 10, 2019

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বর্ষ থেকে অন্য বর্ষে প্রমোশনের নিয়মাবলী NU Promotion Rules and Regulation


১) একের অধিক Exam এ অনুপস্থিত থাকলে ফলাফল Not-promoted আসবে।
.
২) Not- promoted হলে আপনি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না ।
.
৩) Not- promoted হলে আপনার ১ বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে।
.
৪) একই শিক্ষাবর্ষে ২ বার Not-promoted হলে আপনি অনার্স কোর্সে Drop out বলে বিবেচিত হবেন ।।
.
৫) ২ বার Not-promoted এর কারণে আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে।। ফলে আপনি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স করতে পারবেন না ।
.
৬) F প্রাপ্ত কোর্সের গ্রেডকে অবশ্যই কমপক্ষে D গ্রেডে উন্নীভ করতে হবে। অন্যতায় অনার্স ডিগ্রী প্রাপ্ত হবে না।

৭) যারা Not-promoted হবে, তাদের আবার আগের বর্ষে ভর্তি হয়ে পরিক্ষা দিয়ে Pass করতে হবে।
.
৮) ১,২ বা ৩ বিষয়ে ফেল করে ও যারা Pass করেছে তারা পরবর্তী বর্ষে উঠতে পারবে কিন্তু তাদেরকে ফেল করা বিষয়ে আবার Improvement পরিক্ষা দিয়ে পাশ করতে হবে।

.
৯) শুধু C, D বা F পেলে Improvement দিতে পারবে।
.
১০) Not-promoted প্রাপ্তরা C এবং D প্রাপ্ত বিষয়ে পরিক্ষায় দেয়া বাধ্যতামূলক নয় || তবে মান উন্নয়নের জন্য দিতে পারবে।
.
১১) C, D এর Improvement পরিক্ষার ফল সর্বোচ্ছ “B প্লাস” গ্রেড দেওয়া হবে।
.
১২) C,D Improvement পরিক্ষার গ্রেড় উন্নতি করতে না পারলে subject GPA আগেরটাই থাকবে।
.
১৩) F গ্রেড এর Improvement পরিক্ষার ফল সর্বোচ্ছ “B প্লাস” গ্রেড দেওয়া হবে।
NU Promotion Rules and Regulation
শেয়ার করুন আপনার ফেসবুকে এবং নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয় এর আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
NU- জাতীয় বিশ্ববিদ্যালয় (তথ্য ও সহযোগিতা কেন্দ্র)
Public group · 2,426 members
Join Group
জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য ও সহযোগিতার জন্য এই গ্রুপে জয়েন করুন।


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close