Breaking

Monday, March 4, 2019

প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সাধারন জ্ঞান প্রশ্নগুলো পড়ে রাখুন ধারাবাহিকভাবে ২ মার্চ ২০১৯ ( শনিবার)

##আজকের_প্রথম_আলো_থেকে##
২ মার্চ ২০১৯ ( শনিবার)
১৮ ফাল্গুন ১৪২৫
২৪ জমা. সানি ১৪৪০
প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সাধারন জ্ঞান

##দেশ#
১) আলোর ফেরিওয়ালা পলার সরকার মারা যান – ১ মার্চ ২০১৯
২) পলান সরকারের জন্ম – ১৯২১ সালে
৩) পলান সরকারের বাড়ি রাজশাহীর – বাঘা উপজেলার বাউসা গ্রামে
৪) পলান সরকারের প্রকৃত নাম – হারেজ উদ্দিন
৫) তিনি একুশে পদক পান – ২০১১ সালে
৬) তাঁকে নিয়ে নির্মিত নাটকের নাম – “ সায়াহ্নে সূর্যোদয় “ ( পরিচালক – শিমুল সরকার)
৭) পলান সরকারকে বাংলা একাডেমি “ সম্মানসূচক ফেলোশিপ -২০১৮ “ প্রদান করে – ৮ ডিসেম্বর ২০১৮
৮) রতনপুর জমিদার বাড়ি – দিনাজপুরের বিরামপুরে
৯) সীতার কোটবিহার ও জাতীয় উদ্যান আশুরার বিল অবস্থিত – দিনাজপুরের নবাবগঞ্জে
১০) জাতীয় ভোটার দিবস – ১ মার্চ
১১) আইনের শাসন সূচকে বিশ্বের ১২৬ টি দেশের মধ্যে বাংলাদেশ – ১১২ তম
১২) ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ছিল – ১০২ তম
১৩) দ. এশিয়ার মধ্যে বাংলাদেশ - ৪র্থ
১৪) আইনের শাসন সূচকে শীর্ষ দেশ – ডেনমার্ক, ফিনল্যান্ড ও নরওয়ে

##সম্পাদকীয়##
১৫) ২০১৮ সালের হিসেবে দেশে দারিদ্যের হার – ২১.৮%
১৬) অতি দারিদ্র্যের হার – ১১.৩%
১৭) দেশে দারিদ্রসীমার নিচে বাস করে – ৪ কোটি মানুষ
১৮) দেশে অতিদারিদ্র্য সীমার নিচে বাস করে – ২ কোটির বেশি মানুষ
১৯) পিতা মাতার ভরণপোষণ আইটি পাস হয় – ২০১৩ সালে
২০) পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল ও কালি উৎপাদন করে রকর্ড করলেন – নওগাঁরর মান্দা উপজেলার ভটভটিচালক ইদ্রিস আলী
##আন্তর্জাতিক##
২১) সিরিয়াকে ৯০-৯২% আইএস মুক্ত বলে ঘোষণা করেছেন – ট্রাম্প
২২) আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের তথ্য দিতে – ১০ লাখ মা. ডলার পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র
২৩) ওসামা বিন লাদেনকে মার্কিন বাহিনী হত্যা করে – ২০১১ সালে, অ্যাবোটাবাদ, পাকিস্তান
২৪) কূটনৈতিক ব্যর্থতার কারনে ট্রাম্প কিমের ২য় বৈঠকে কোন চুক্তি সই হয়নি – রয়টার্স

২৫) উ. কোরিয়ার প্রধান পরমাণু স্থাপনার নাম – ইয়ংবিয়ন
২৬) উ. কোরিয়ার সব পরমাণু স্থাপনা ধ্বংস চায় – যুক্তরাষ্ট্র
২৭) সব নিষেধাজ্ঞা বাতিল ও আংশিক পরমাণু স্খাপনা ধ্বংস চায় – উ.কোরিয়া
২৮) বেশি টিভি দেখলে – স্মৃতিশক্তি কমে যায় ( যুক্তরাজ্যের বিজ্ঞানীদের দাবি)
২৯) বালাকোট শহরটি – পাকিস্তানে
৩০) ১৯৪৭ সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় – কাশ্মীর ছিল এক হিন্দু জমিদারের শাসনে

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close