Breaking

Monday, March 4, 2019

প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সাধারন জ্ঞান প্রশ্নগুলো পড়ে রাখুন ধারাবাহিকভাবে ১ মার্চ ২০১৯ ( শুক্রবার)

##আজকের_প্রথম_আলো_থেকে#
১ মার্চ ২০১৯ ( শুক্রবার)
১৭ ফাল্গুন ১৪২৫
২৩ জমা. সানি ১৪৪০
প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সাধারন জ্ঞান প্রশ্নগুলো পড়ে রাখুন ধারাবাহিকভাবে  ১ মার্চ ২০১৯ ( শুক্রবার)

##দেশ#
১) জাতীয় ভোটার দিবস – ১ মার্চ
২) বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে – যুক্তরাষ্ট্রে
৩) বার্ষিক উন্নয়ন কর্মসূচির তত্ত্বাবধান করে – পরিকল্পনা মন্ত্রনালয়
৪) দেশের সরকারি সারকারখানা – ৮ টি
৫) বেইল আউট শব্দটি জড়িত – অর্থনীতিতে
৬) বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ ঘোষণা করে – ১ জুলাই ২০১৫
৭) সাবমেরিন কেবলের মাধ্যমে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে যুক্ত হয়েছে – সন্দ্বীপ
৮) ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার – ইন্টারনেট
৯) ফোর্বস ম্যাগাজিনের প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনার অবস্থান – ২৬ তম
১০) “ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার “ উদ্ধোধন করা হয়েছে – বাংলাদেশ ব্যাংকের গ্রন্থাগারে

##আন্তর্জাতিক##
১১) হামাস যে দেশের সন্ত্রাসী সংগঠন – ফিলিস্তিন
১২) হামাসের সামরিক শাখার নাম – আল কাসাম ব্রিগেড
১৩) মধ্যপ্রাচ্যে শান্তি পরিকল্পনা নিয়ে সৌদি আরবের সাথে আলোচনা করছেন – কুশনার ( ট্রাম্পেরর জামাতা)
১৪) হতাশা ও কোনো প্রকার চুক্তি সই ছাড়া শেষ হলো – ট্রাম্প কিমের ২য় বৈঠক
১৫) এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের – সফিটেল লিজেন্ড মেট্রোপল হোটেলে
১৬) ব্রেক্সিটের সময় পিছিয়ে দেয়ার পক্ষে – যুক্তরাজ্যের সংসদ
১৭) ব্রেক্সিট কার্যকর হওয়ার কথা - ২৯ মার্চ
১৮) যে আন্তর্জাতিক চুক্তি থেকে উ. কোরিয়া নিজেকে প্রত্যাহার করে নিয়েছে – NPT
১৯) পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি স্বাক্ষর করেনি – ভারত
২০) ভারত পাকিস্তান সীমান্ত চিহ্নিত লাইন – র্যাডক্লিফ লাইন
২১) কলম্বিয়া যে মহাদেশে অবস্থিত – দ. আমেরিকা
২২) কানাডার রাজধানী – অটোয়া
২৩) শীলত মরুভূমি – লাদাখ
২৪) “দাহনা “ মরুভূমি অবস্থিত – সৌদি আরবে
২৫) এডেন সমুদ্র বন্দর অবস্থিত – ইয়েমেনে
২৬) ওয়েস্ট পয়েন্ট যুক্তরাষ্ট্রের – একটি সামরিক একাডেমির নাম
২৭) আল জাজিরা স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচার কেন্দ্র – কাতারে
২৮) সিএনএন যে দেশে সংবাদ সংস্থা – যুক্তরাষ্ট্র
২৯) বসনিয়া হারজেগোবিনা স্বাধীনতা ঘোষণা করে – ১৯৯১ সালে
৩০) সরু দেশ – চিলি

##অর্থনীতি##
৩১) ২০১৮-১৯ অর্থ বছরে রাষ্ট্রমালিকানাধীন ৬ টি ব্যাংকের কৃষি ঋণ বিতরনের লক্ষমাত্রা – ২,৮২৫ কোটি টাকা
৩২) প্রথম ৬ মাসে ঋণ বিতরণ করেছে – প্রায় ৩৮%
৩৩) দেশে বর্তমানে মোট খেলাপিঋণের পরিমাণ – ৪৪ হাজার ২৮৯ কোটি ১৩ লাখ টাকা ( ৬ ব্যাংকেরর)
৩৪) ২০১৮ সালে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ছিল – ২.৯ %
৩৫) ২০১৯ সালে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে – ২.৮% ( ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট)
৩৬) ২০১৯ সালে বিশ্ব অর্থনীতির জন্য রয়েছে – ১০ টি বড় ঝুঁকি

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close