Breaking

Sunday, March 31, 2019

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ও ১৫তম শিক্ষক নিবন্ধন স্পেশাল মডেল টেস্টঃ

মোট নম্বর ২০।
(নিচে সলিউশন দেয়া আছে)
১) লালবাগ দূর্গ নির্মান করেন কে?
ক. সিরাজউদ্দৌলা
খ. শায়েস্তা খান
গ. শাহজাহান
ঘ. ইসলাম খা

২) "গম্ভীরা" বাংলাদেশের কোন অঞ্চলের গান?
ক. ময়মনসিংহ
খ. চাপাইননবাবগঞ্জ
গ. রংপুর
ঘ. চট্টগ্রাম

৩) বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ক. সোনার গা
খ. কুমিল্লা
গ. সিলেট
ঘ. রাঙামাটি

৪) পাহাড়পুর বৌদ্ধ বিহার কোন আমলে নির্মিত হয়?
ক. মোঘল আমলে

খ. সেন আমলে
গ. পাল শাসনামলে
ঘ. মৌর্য আমলে

৫) লালবাগ কেল্লার অভ্যন্তরে অবস্থিত পরিবিবির মাজার। পরিবিবির আসলনাম কি?
ক. পরিবিবি
খ. নার্গিস
গ. ইরান দুখত
ঘ. আসমা বেগম

৬) ধর্মসাগর কোথায় অবস্থিত?
ক. দিনাজপুর
খ. বান্দরবান
গ. পঞ্চগড়
ঘ. কুমিল্লা

৭) বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি?
ক. জীবনতরী
খ. সোনারতরী
গ. সূর্যের হাসি
ঘ. সবুজ সাথী

৮) বাংলাদেশে জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?
ক. ১৯৭২
খ. ১৯৭৫
গ. ১৯৮০
ঘ. ১৯৭৪

৯) বাংলাদেশের প্রথম নৌ রণতরীর নাম কি?
ক. বি. এন. এস পদ্মা
খ. বি. এন. এস যমুনা
গ. বি. এন. এস ঈশা খা
ঘ. বিএনএস বঙ্গবন্ধু

১০) মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চলচ্চিত্র ' A state is Born' এর চলচ্চিত্রকার কে?
ক. আলমগীর কবির
খ. গীতা মেহতা
গ. জহির রায়হান
ঘ. তারেক মাহমুদ

১১) "মুজিব ভাই" গ্রন্থটির কার লেখা?
ক. হুমায়ুন আহমদ
খ. এ.বি. এম মুসা
গ. আতিয়ার রহমান
ঘ. প্রত্যয় জসীম

১২) " ধান শালিকের দেশ" একটি --
ক. পত্রিকার নাম
খ. চলচ্চিত্রের নাম
গ. উপন্যাসের নাম
ঘ. প্রামান্যচিত্রের নাম


১৩) জাতীয় স্মৃতিসৌধ কি নামে পরিচিত?
ক. উল্লাস
খ. মুক্তির চেতনা
গ. সম্মিলিত প্রয়াস
ঘ. মুক্তির চেতনা

১৪) ক্রিকেটে বাংলাদেশের প্রথম টেস্ট জয় কোন দেশের বিপক্ষে?
ক. শ্রীলঙ্কা
খ. জিম্বাবুয়ে
গ. ওয়েস্ট ইন্ডিজ
ঘ. ভারত

১৫) বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
ক. এ. এন. এ সাহা
খ. কামরুল ইসলাম
গ. নিতুন কুন্ডু
ঘ. মৃণাল হক

১৬) মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
ক. শামীম সিকদার
খ. তানভীর কবির
গ. মৃণাল হিক
ঘ. নিতুন কুন্ডু

১৭) বাংলাদেশের একমাত্র জ্বালানী শোধনাগার কোথায় অবস্থিত?
ক. সিলেট
খ. নারায়ণগঞ্জ
গ. চট্টগ্রাম
ঘ. মুন্সিগঞ্জ

১৮) বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পীকার কে?
ক. এম. এইচ. খন্দকার
খ. মোহাম্মদ উল্লাহ
গ. এ. কে খন্দকার
ঘ. তাজউদ্দিন আহমদ

১৯) মুক্তিযোদ্ধা দিবস কবে?
ক. ১ ডিসেম্বর
খ. ১৪ ডিসেম্বর
গ. ২৯ মার্চ
ঘ. ১০ ডিসেম্বর

২০) বাংলায় আসা সর্বপ্রথম ইউরোপীয় জাতি--
ক. ফরাসি
খ. ওলন্দাজ
গ. পুর্তগিজ
ঘ. ইংরেজি

Primary & NTRCA Exam Spcial Model Test




মডেল টেস্ট উত্তর--৪
১) খ, ২) খ, ৩) ক, ৪) গ, ৫) গ, ৬) ঘ
৭) ক, ৮) ঘ, ৯) ক, ১০) গ, ১১) খ, ১২) ক, ১৩) গ, ১৪) খ, ১৫) ক, ১৬) খ, ১৭) গ
১৮) খ, ১৯) ক, ২০) গ।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close