Breaking

Friday, March 8, 2019

এক নজরে ৭ মার্চের ভাষণঃ বিস্তারিত পড়ে রাখুন চাকরির জন্য

এক নজরে ৭ মার্চের ভাষণঃ
=>UNESCO বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কবে 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে ঘোষণা করে?
৩০ অক্টোবর ২০১৭, সোমবার। IAC'র ১৪ সদস্য বিশিষ্ট কমিটি বিভিন্ন দেশ থেকে পাঠানো ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতাকে যাচাই-বাছাই করেন এবং UNESCO'র মহাপরিচালক এই ঘোষণা দেন।বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নথি,দলিল, পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য UNESCO ১৯৯২ সালে Memory of the World Register কর্মসূচি চালু করে। প্রতি দুই বছর পর পর এই কর্মসূচি পালন হয়ে আসছে এবং ১৯৯৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৪২৭ টি দলিল ও সংগ্রহ Memory of the World Register-এ অন্তর্ভুক্ত হয়েছে এবং এই ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই একমাত্র ও প্রথম অলিখিত ভাষণ।
এক নজরে ৭ মার্চের ভাষণ

=> ৭ মার্চের ভাষণ কখন শুরু হয়েছিল ?
১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ শুরু হয় বিকেল ৩টা ২০ মিনিটে,ভাষণের চিত্র ধারণকারী ছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিল্ম কর্পোরেশনের পরিচালক আবুল খায়ের এমএনএ।

=>৭ মার্চের ভাষণ কত মিনিটের ছিল?
রেকর্ডকৃত ভাষণের মোট সময় ছিল ১৯ মিনিট। ভাষণ রেকর্ডকারীর নাম এ এইচ খন্দকার। ভাষণের মোট শব্দ সংখ্যা ১১০৮টি।
=>৭ মার্চের ভাষণ কতটি ভাষায় অনূদিত হয়?
১২টি ভাষায় অনূদিত হয়। ভাষণ চলাকালীন প্রায় দশ লক্ষ মানুষ উপস্থিত ছিল।
=>১৯৭১ সালের ৭ মার্চের দিনটি ছিল?
রবিবার
=>৭ মার্চের ভাষণ চলাকালীন পাকিস্থানে যে আন্দোলন চলছিল?
অসহযোগ আন্দোলন।
=>৭ মার্চের ভাষণের মূল বিষয় কয়টি ছিল?
৪ টি
=>বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক জ্যাকব এফ ফিল্ডের রচিত we shall Fight pn the Beach :The Speech the Inspired History গ্রন্থে কি নামে পরিচিতি পায়?
The Struggle : This Time is the Struggle for Independence.

=>বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" স্বীকৃতি লাভের পেছনে কোন দুজন বাংলাদেশীর অবদান বেশী ?
ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে নিযুক্ত মোঃ শহিদুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
=>"শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ শুধুমাত্র একটি ভাষণ নয়,এটি একটি অনন্য রণকৌশলের দলিল" উক্তিটি কার?
কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ট্রো।
=>"৭ মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল" উক্তিটি কার ?
বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

2 comments:

close