Breaking

Friday, March 8, 2019

আপডেট: ১৩ই মার্চের পর প্রকাশ করা হবে প্রাইমারীর স্থগিত পরীক্ষার সময়সূচী DPE Primary Exam 2019

প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ এর পরীক্ষা প্রথমত ১লা ফেব্রুয়ারী হবার কথা থাকলেও তা নানামুথী সমস্যার কারনে পিছিয়ে ১৫ই মার্চ করা হলেও তা আবার শিক্ষা সপ্তাহের কারনে পিছিযে নেয়া হয়েছে।
প্রাইমারীর স্থগিত পরীক্ষার সময়সূচী DPE Primary Exam 2019

বর্তমানে তিনটি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা পিছিয়ে নেয়া হয়েছে।
তবে এখনো ডিপিই উল্লেখ করে কোন তারিখ প্রকাশ করেনি যে কবে বা কখন পরীক্ষা হবে।
তবে যুগান্তর পত্রিকা মারফত একটি তথ্য পাওয়া গেছে যে আগামী ১৩ই মার্চের পর স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।


এছাড়াও
এ মাসেই আসছে প্রাইমারীতে ১২ হাজার শিক্ষক নিয়োগের বড় নিয়োগ। আশা করা যায় মার্চ মাসেই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
তাছাড়া ধীরে ধীরে প্রাইমারীতে সহকারী প্রধান শিক্ষক এর পদ সৃষ্টির মাধ্যমে আরো ৮৬ হাজার পদের বড় নিয়োগ প্রকাশ করা হবে বলে ডিপিই সুত্র জানিয়েছে।

সংগৃহীত তথ্য: ৫ই মার্চ যুগান্তর পত্রিকা

ভুল তথ্যে প্রতারিত না হয়ে আমাদের সাথে থাকুন, আমাদের গ্রুপ লিংক নিচে।
এখানে জয়েন করুন
প্রাইমারী নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন
Public group · 21,987 members
Join Group
বাংলাদেশের চাকুরির সকল আপডেট সবার আগে পেতে আমাদের গ্রুপে জয়েন করুন। আমাদের গ্রুপের সকল মেম্বারের প্রতি কিছু কথা...... এই গ্রুপটি মুলত বাংলাদেশের সকল ...

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close