Breaking

Thursday, April 25, 2019

৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি কনফিউশন! শেয়ার করে রাখুন 40th BCS suggestion

 কনফিউশন !! কনফিউশন!
৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি কনফিউশন!

১) সবচেয়ে বড় অর্থনৈতিক জোট-WTO/ EU?
উত্তর > EU
বাণিজ্যিক বললে WTO
২) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ১ম সমাজতান্ত্রিক বা ইউরোপিয়ান দেশ-পূর্ব জার্মানি / পোল্যান্ড?
= সঠিক উত্তর > পূর্ব জার্মানি

৩) প্রাচীনতম সভ্যতা কোনটি?- মেসোপটেমীয় / মিসরীয়?
=মিসরীয় । মিশরীয় সভ্যতার আবির্ভাবের প্রায় কাছাকাছি সময় মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। তাই অপসনে মিশরীয় থাকলে মিশরীয় দিতে হবে । না থাকলে মেসোপটেমীয়
.
৪) বাংলাদেশ এর স্থানীয় সরকার ব্যবস্থা কত স্তর বিশিষ্ট ?- ৩/৫?
’ উত্তর > ৫ । যদি বলে গ্রাম পর্যায়ে তখন ৩ । ( গ্রাম+শহর > ৩+২)

৫) সাত গম্বুজ মসজিদ এর গম্বুজ কতটি?- ৩/৭।
= ৩ । কারণ ৩টি গম্বুজ রয়েছে সাথে ৪টি মিনার েএজন্য সাত গম্বুজ।

৬) বাংলাদেশ গণপ্রজাতন্ত্র এর ঘোষণা হয়েছিল কবে?-(২৬/৩/৭১-১৭/৪/৭১)?
= উত্তর >> ১০ এপ্রিল , ১৯৭১ ।
৭) ঢাকা কতবার বাংলা এর রাজধানী হয়েছে -৪/৫। বা স্বাধীনতার পূর্বে ঢাকা কতবার রাজধানী ছিল?-৩/৪?
মোট ৫বার >> ১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭, ১৯৭১ ।
৮) সেক্টর কমান্ডর কয়জন?- ১৫/১৬/......?
=১৫ ।

৯) বাংলাদেশে উপজেলা পরিষদ চালু হয়- ১৯৮২/১৯৮৩?
= উপজেলা পদ্ধতি প্রবর্তিত হয় -- ১৯৮২ সালে।
উপজেলা নির্বাচন পদ্ধতি প্রবর্তিত হয় -- ১৯৮৩ সালে।
প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় -- ১৯৮৫ সালে।
উপজেলা পদ্ধতি বাতিল হয় -- ১৯৯১ সালে।
উপজেলা পদ্ধতি পুনরায় চালু হয় -- ২০০৯ সালে।
সূত্র : বাংলাপিডিয়া।’’
সুতরাং উত্তর হওয়ার কথা ১৯৮২।
১০) ১ম শহীদ হন কে- আব্দুর রউফ/ মোস্তফা কামাল?
আব্দুর রউফ( মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয় ক্রোড়পত্র )
১১) বর্তমানে শেখ হাসিনা কততম প্রধানমন্ত্রী ?-১৩/১৪
=১৩
১২) খুলনা হার্ডবোর্ড মিল এর প্রধান কাঁচামাল?- সুন্দরী / গেওয়া।
=গেওয়া
১৩) প্রাচীনতম বিহার কোনটি?- শালবন / সীতাকোট ।
=সীতাকোট
১৪) চাঁদের হাট অর্থ ?- প্রিয়জনের সমাগম/ আত্মীয়ের সমাগম।
-= দুটোই উত্তর হবে । তবে প্রিয়জনের সমাগম বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়।
১৫) মীর মশাররোফ হোসেন এর মৃত্যু ?- ১৯১১/১৯১২।
=১৯১১
১৬) সুলতানার স্বপ্ন – গ্রন্থ / উপন্যাস ?
= গ্রন্থ
১৭) ঠাকুরমার ঝুলি কোনধরনের রচনা ?- রুপকথা/ উপকথা/......?
=রুপকথা
১৮) কাশিমের লড়াই কার- আলাওল/ শেররাজ?
=শেররাজ

১৯) এভারেস্ট জয়ী বাংলাদেশী কয়জন- ৪/৫?
=৫। খালেদ সজল ভাই ফেরার সময় মৃত্যুবরণ করেন।
২০) হাতির বাসস্থান- গজগৃহ / পিলখানা?
= দুটোই ঠিক।
২১) ক্যালকুলেটর তে কালচে যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?- LCD/ Silicon chip.
=LCD , LED . দুটোই সঠিক। সিলিকন চিপ নয়।
২২) চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে কত দিনে?- ২৭.৩/২৯.৫
=২৯দিন ১২ঘণ্টা
২৩) উদ্ভিদের প্রধান খাদ্য উপাদান- ৯/১০?
=৯টি।
২৪) প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কই থাকে?- Clip board/ RAM
=RAM
২৫) ১ ঘণ্টায় মিনিট ও ঘণ্টার কাটা কয়বার লম্বভাবে অবস্থান করে?- ১/২
=২বার ।
২৬) First Programming language ?- FORTAN / ADA?
=FORTAN
২৬) The Output Quality of a Printer can be measured by?-DPI/DPSq.I?
=DPI
২৭) How many layers are in TCP/IP protocol suit?- 4/5
= 5
28) Synonym of Hide – Disguise / Mask?
= Mask
29) Who writes “Know Thyself”- Socrates/Plato?
= দুজনেই তত্বটি আনে । Socrates দাগানো বেটার কারণ তিনি প্রথমে । পরে Plato- এর ছাত্ররা ছড়িযে দেয়।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close