Breaking

Tuesday, April 9, 2019

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল+কলেজে একটি অংক আসবে ১০০% কমন ইনশাআল্লাহ।।


শর্টকাট গনিতঃ------
প্রথমে সুত্রগুলো দেখে নিন তারপর
অংক গুলো দেখুন.................................
১. সুদ = (সুদের হার x আসল x সময়) / ১০০
২. সময় = (১০০ x সুদ) / আসল x সুদের হার)
৩. সুদের হার = (১০০x সুদ) / (আসল x সময়)
৪. আসল = (১০০ x সুদ) / (সময় x সুদের হার)
১, শতকরা বার্ষিক ৪ টাকা হার
সুদে ৮৫০ টাকায় ৫ বছরের সুদ কত?
সমাধান, সুদ = (সুদের হার x আসল x সময়) /
১০০
=(৪X৮৫০X৫)/১০০ টাকা
=১৭০ টাকা
২, শতকরা বার্ষিক ৫ টাকা হার
সুদে কত বছরে ১৭৫ টাকায় সুদ ৮৭.৫০

টাকা হবে ?
সমাধান, সময় = (১০০ x সুদ) / (আসল x সুদের
হার)
=(১০০X৮৭.৫০)/(১৭৫X৫) বছর
=৮৭৫০/৮৭৫ বছর
=১০ বছর
৩, শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০
টাকায় ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে ?
সমাধান, সুদের হার = (১০০x সুদ) / (আসল x
সময়)
=(১০০X১০৫)/(৭০০X৫) টাকা
=১০৫০০/৩৫০০ টাকা
=৩ টাকা বা, ৩%
৪, শতকরা বার্ষিক ২.৫ টাকা হার
সুদে কত টাকায় ১০ বছরের সুদ ২০০
টাকা হবে ?
সমাধান, আসল = (১০০ x সুদ) / (সময় x সুদের
হার)
=(১০০X২০০)/(১০X২.৫) টাকা
=২০০০০/২৫ টাকা
=৮০০ টাকা
১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল+কলেজে একটি অংক আসবে ১০০% কমন ইনশাআল্লাহ।। 

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close