Breaking

Tuesday, April 9, 2019

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সব আপডেট নিয়ম (পাশ মার্ক+প্রমোশন+ইমপ্রুভ+পরীক্ষায় অনুপস্থিত) Nu Update Rules

জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট দেখে নিন এক পোস্টে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সব আপডেট নিয়ম (পাশ মার্ক+প্রমোশন+ইমপ্রুভ+পরীক্ষায় অনুপস্থিত) Nu Update Rules


জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশ কত মার্ক পেলে?
উত্তর: সাধারণত আমারা জানি যে আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা দুইভাবে নেয়া হয়ে থাকে একটা ইনকোর্স আর একটা লিখিত
ইনকোর্স নেয়া হয়ে থাকে বছরের মাঝামাঝিতে যার মার্ক থাকে ২০
এবং এটা সম্পুর্ণ স্যারের নিজের ব্যাপার আপনাকে এই ২০ এর মধ্যে কত দিবেন
তবে ২০ এর ভিতর ০৮ পেতে হবে নুন্যতম
এবং
লিখিত পরীক্ষায় ৮০ এর ভিতর ৩২ পেতে হবে
অর্থাত মোট মিলে আপনাকে ৪০ পেতে হবে।

কয় সাবজেক্ট এ পাশ করলে পরবর্তী বর্ষে উঠা যাবে?
উত্তর: ৩ বিষয়ে ফেল থাকলে কোন সমস্যা নেই তবে এর অধিক বিষয়ে ফেল থাকলে আপনি নতুন বর্ষে উঠতে পারবেন না।
মানে মোট ৪টি বিষয়ে পাশ থাকতে হবে

পরীক্ষায় এবসেন্ট থাকলে

১টা পরীক্ষায় এবসেন্ট থাকলে কোন সমস্যা নেই নতুন বর্ষে উঠা যাবে তবে পরের বছর আবার ওই বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে।

ইমপ্রুভ
ইমপ্রুভ এর যে বিষয়ে পরীক্ষা দিবেন ওই বিষয়ে আপনি সর্বোচ্চ বি প্লাস পাবেন।
পুর্বের নিয়ম ছিল যা পাবেন তাই দিবে তবে এখন আপডেট করা নিয়মানুসারে আপনি যত ভালই ইমপ্রুভ পরীক্ষা দিন না কেন আপনি বি প্লাস এর বেশি পাবেন না।

এক বর্ষ থেকে অন্য বর্ষে উঠতে যে শর্ত:
১ম বর্ষ থেকে ২য় বর্ষে উঠতে ৩টা বিষয়ে পাশ থাকতে হবে এবং জিপিএ 1.75 থাকতে হবে
২য় বর্ষ থেকে ৩য় বর্ষে উঠতে ৩ টা বিষয়ে পাশ থাকতে হবে এবং জিপিএ 2.00 থাকতে হবে
৪র্থ বর্ষে উঠতে সকল বিষয়ে পাশ সহ 2.25 থাকতে হবে

পোস্ট টি লিখেছেন S.r Shohan
এর বাহিরে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন অথবা আমাদের গ্রুপে পোস্ট করুন
নিচের ভিডিওতে সম্পূর্ণ তথ্যটি দেখে নিন

আমাদের গ্রুপের লিংক নিচে
NU- জাতীয় বিশ্ববিদ্যালয় (তথ্য ও সহযোগিতা কেন্দ্র)
Public group · 2,840 members
Join Group
জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য ও সহযোগিতার জন্য এই গ্রুপে জয়েন করুন।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

14 comments:

  1. 2nd bar Jodi abar absent hoye jai oi subject a taholey ki hobe?

    ReplyDelete
    Replies
    1. ওই একই সাবজেক্ট এ এবসেন্ট থাকলে নতুন বর্ষে উঠতে পারবেন না

      Delete
    2. Degree 3rd year final xm diyese....but oi 2nd year ar subject tay 2nd bar o absent..

      Delete
  2. 2nd year English non-credit বিষয়ের ১০০ নাম্বারের মধ্যে কত পেলে সেইটা রেজাল্টে উল্লেখ থাকবে এবং সেইটা কি 2nd year এর রেজাল্ট যেদিন দিবে সেদিনই জানা যাবে..?(আসলে ৭০/৭৫ এর বেশি পেতে হয় শুনছি কিন্তু সঠিক টা জানি না)

    ReplyDelete
  3. sir plz ans diye jaben..
    Sir proti year a jodi ek sub kore fail thake than final a giye o 1ba tar odhik sub a fail thake eta final yr a giye result deoar shmoy amar result ki ashbe?? Amr ki hons certificate dibe??

    ReplyDelete
  4. পাশ করা বিষয়ে improvedদেয়ার পর ফেল আসলে কোন টাগণ্যহবে

    ReplyDelete
  5. অনার্স ২য় বর্ষ থেকে 3 য় বর্ষে উঠার জন্যে কি ইংরেজি সহ 3 টা বিষয় এ পাশ করতে হবে না ইংরেজি ছাড়া? একটু জানাবেন দয়া করে

    ReplyDelete
  6. ডিগ্রি ১ম বরষ তে ১ বিশয়ে অনুপস্থিত থাকলে কি ২ য় বরসে ঊঠাবে।

    ReplyDelete
    Replies
    1. আমার ২সাবজেক্ট D ছিলো,একটা পরীক্ষা দিতে পারলাম,একটি দিতে পারি নাই,আমার রেজাল্ট ১টা তে D,আরেক টা absent, এখন আমার আগের Dটা কি থাকবে,নাকি আবার পরীক্ষা দিতে হবে,কেউ একটু সমাধান দিলে উপকৃত হবো,

      Delete
  7. এই নিয়ে আমিও পোস্ট করছি আপনি চাইলে আমার post দেখতে পারেন
    জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশের নিয়ম ২০২০

    ReplyDelete
    Replies
    1. আমার অনার্স ১ম ২য় ও ৪র্থ বর্ষের সব বিষয়ে রেজাল্ট এসেছে কিন্তু ৩য় বর্ষের একটি বিষয়ে F আছে পরীক্ষা দিয়েছি ভালো হয়নি এদিগে রেজিষ্টেশনের মেয়াদ ২০২০ পযন্ত যদি আবার F আসে তাহলে আমার সম্পুর্ন রেজাল্ট আসবে কি অথবা আবর পরীক্ষা দিতে পারব কি ঐ F বিষয়ে

      Delete
  8. ডিগ্রিতে এক বিষয়ে পরীক্ষা না দিলে ২য় বর্ষে প্রমেশন দিবে

    ReplyDelete
  9. সব মিলে ৩টা বিষয়ে পাশ থাকলে কি ৩য় বর্ষে যাওয়া যাবে?

    ReplyDelete
  10. আমি ১ম বর্ষে ২ টা পরীক্ষা দিয়েছি,আর বাকি গুলাতে অনুপস্থিত ছিলাম।আবার ফর্ম ফিলাপ করে পরীক্ষা দিয়েছি।একটা পরীক্ষা খারাপ হয়েছে শুধু।এখন ওই একটা পরীক্ষায় যদি পাশ না করি তাহলে কি আমি ২য় বর্ষে উত্তির্ন হতে পারবো?

    ReplyDelete

close