Breaking

Monday, April 29, 2019

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভঃ প্রাইমারীতে একটা প্রশ্ন পেতে পারেনঃ Primary suggestion

Primary suggestion
১) IMF – ১৭ জানুয়ারি ১৯৭২
২) Commonwealth – ১৮ এপ্রিল ১৯৭২
৩) WHO – ১৭ মে ১৯৭২
৪) ILO – ২২ জুন ১৯৭২
৫) IBRD (World Bank) – ১৭ আগস্ট ১৯৭২
৬) UNO - ১৭ সেপ্টেম্বর ১৯৭২
৭) UNESCO – ২৭ অক্টোবর ১৯৭২
৮) IAEA - ১৯৭২
৯) NAM – ১৯৭২
১০) FAO – ১২ নভেম্বর ১৯৭৩
১১) OIC - ২৩ ফেব্রুয়ারী ১৯৭৪
১২) IDB - ১৯৭৪
১৩) INTERPOL – ১৪ অক্টোবর ১৯৭৬
১৪) ICC-র সহযোগী সদস্য – ২৬ জুলাই ১৯৭৭
১৫) ICC-র পূর্ণ সদস্য – ২৬ জুন ২০০০
১৬) FIFA – ১৯৭৪
১৭) IOC (Olympic) – ১৫ ফেব্রুয়ারী ১৯৮০
________________________
██বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ যততম সদস্যঃ
…………………………………………
১) জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
২) পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক
(IBRD)’র ১১৮ তম সদস্য।
৩) আন্তর্জাতিক অপরাধ আদালতের ১১১ তম সদস্য।
৪) আন্তাজার্তিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC) ১০৫ তম
সদস্য
৫) কমনওয়েলথের ৩২ তম সদস্য।
৬) আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)-এর ১০৯ তম সদস্য।
৬) ইসলামী সম্মেলন সংস্থার ৩২ তম সদস্য।
৭) আসিয়ন রিজিওনাল ফোরামের ২৬ তম সদস্য।
৮) সিটিবিটিতে স্বাক্ষরকারী ২৮ তম দেশ।
৯) CICA এর ২৫তম সদস্য।
১০) আসেম (ASEM)-এর ৫১তম সদস্য।

……………………
_____বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনঃ
জেনে রাখুনঃ
০১) জাতিসংঘের কালো তালিকাভুক্ত মোট দেশের সংখ্যা – ১৫ টি(নতুন ৩ টি দেশ – কঙ্গো, মালি, ইয়েমেন)
০২. কমনওয়েলথ এর নতুন প্রধান নেতা নির্বাচিত হন – প্রিন্স চার্লস
০৩. রাসায়নিক অস্ত্রের ব্যবহার প্রতিরোধে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম - OPCW (সদর দপ্তর - নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে)
০৪. কমনওয়েলথ এর মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি
০৫. জাতিসংঘে রাশিয়ার দূত - ভ্যাসিলি নেবেনজিয়া
০৬. জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত - নিকি হ্যালি
০৭. কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় -১৯৩১ সালে; নাম করণ করা হয়-১৯৪৯ সালে;বর্তমান সদস্য সংখ্যা-৫৩টি(সর্বশেষ গাম্বিয়া)
০৮. CPTPP এর স্বাক্ষরকারী দেশ কতটি?
__১১টি
০৯. ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট -ডোনাল্ড টাস্ক
139

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close