Breaking

Sunday, May 12, 2019

২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া দেখে নিন এসএসসিতে যারা পাশ করেছেন

একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া-2019
দেখে নিন এসএসসি কৃতকার্যরা...
HSC Admission 2019-20

এইচএসসি ভর্তি আবেদন: শুরু ১২ মে এবং শেষ ২৩ মে, ২০১৯ = ১২ দিন
(যারা ভুল বশত ফেল করেছিলো কিন্তু বোর্ডে চ্যালেঞ্জের মাধ্যমে পরবর্তিতে পাশ করেছে তাদের ক্ষেত্রে ভর্তি আবেদন গ্রহণ ৩ জুন থেকে ৪ জুন পর্যন্ত।)
@ কলেজের পছন্দক্রম পরিবর্তনের সময়: আবেদনের তারিখ থেকে ৫ জুন পর্যন্ত।
@ প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থিদের ফলাফল প্রকাশ: ১০ জুন, ২০১৯।
@ ১১ জুন - ১৮ জুন = ৮ দিনের মধ্যে টাকা প্রদান করে অনলাইনে ভর্তি হওয়া যাবে। কিন্তু বোর্ড কর্তৃক নির্ধারিত কলেজ শিক্ষার্থীদের পছন্দ না হলে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে আবেদন ও ভর্তি বাতিল হবে। কিন্তু ভর্তি হয়ে গেলে কোনভাবেই কলেজ পরিবর্তন করা যাবে না।
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
^^^^^
২য় পর্যায়ের আবেদন গ্রহণ: ১৯ জুন থেকে ২০ জুন পর্যন্ত = ২ দিন
@ পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ: ২১ জুন।
@ ২২ জুন-২৩ জুন পর্যন্ত টাকা প্রদান করে অনলাইনে ভর্তি হওয়া যাবে। কিন্তু এবারও বোর্ড কর্তৃক নির্ধারিত কলেজ শিক্ষার্থীদের পছন্দ না হলে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে আবেদন ও ভর্তি বাতিল হবে। কিন্তু ভর্তি হয়ে গেলে কোনভাবেই কলেজ পরিবর্তন করা যাবে না।
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
^^^^^

৩য় পর্যায়ের আবেদন গ্রহণ: ২৪ জুন।
@ পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ: ২৫ জুন।
@ ২৬ জুন অর্থাৎ মাত্র ১ দিনের মধ্যে টাকা প্রদান করে অনলাইনে ভর্তি হতে হবে। কিন্তু এবারও বোর্ড কর্তৃক নির্ধারিত কলেজ শিক্ষার্থীদের পছন্দ না হলে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে আবেদন ও ভর্তি বাতিল হবে। কিন্তু ভর্তি হয়ে গেলে কোনভাবেই কলেজ পরিবর্তন করা যাবে না।
***** সরাসরি কলেজে ভর্তি: ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত = ৪ দিন।
****** ক্লাশ শুরু: ১ জুলাই।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close