Breaking

Wednesday, May 22, 2019

অতি সাম্প্রতিক কিছু জরিপ ও গুরুত্বপূর্ণ তথ্য যা প্রাইমারীর জন্য গুরুত্বপুর্ণ, একবার পড়ে রাখুন

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
অতি সাম্প্রতিক কিছু জরিপ ও গুরুত্বপূর্ণ তথ্য যা প্রাইমারীর জন্য গুরুত্বপুর্ণ

১.বর্তমানে প্রাথমিক শিক্ষায় ছাত্র :ছাত্রী অনুপাত - ৪৯.৩ :৫০.৬৮।
২.প্রাথমিক স্কুলে ভর্তির হার:- ৯৭.৯৭%
৩.শিক্ষার হার(৭+):- ৭১%
৪.২০১৮-১৯ বাজেটে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ :- ৪০০ কোটি টাকা
৫. প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান :- ৯ম
৬.দারিদ্রের হারে শীর্ষ জেলা :-কুড়িগ্রাম ( বিভাগ:- রংপুর)
৭. স্মার্ট পরিচয়পত্র তৈরিতে সহায়তাকারী দেশ :- ফ্রান্স
৮. বাংলাদেশে সবচেয়ে বড় অথনৈতিক অঞ্চল : - চট্রগ্রামের মিরসরাই
৯. বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর নির্মিত হচ্ছে :- চট্রগ্রামের মিরসরাই
১০. ২০১৮ সালের বর্ষপণ্য :- ওষুধ
১১. বাংলাদেশ বেশি আমদানি করে- চিন থেকে , বেশি রপ্তানি করে
যুক্তরাষ্ট্রে ,বাংলাদেশে বেশি বিনিয়োগ করে যুক্তরাজ্য (টাকার অঙ্কে),
বেশি রেমিটেন্স অঅয় করে - সেীদি আরব থেকে।
১২. নদীবন্দর- ৩৩ টি, স্থল বন্দর-২৩ টি, সমুদ্র বন্দর -৩, সরকারি
বিশ্ববিদ্যালয়- ৪৫ টি, সিটি কর্পোরেশন- ১২ টি(সর্বশেষ : মযমনসিংহ)
১৩. দেশে সেবাখাত রয়েছে - ২১ টি
১৪. পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে - ১৯ টি পণ্যে।
১৫. সংরক্ষিত নারী আসনের মেয়াদ বৃদ্ধি করা হয়- ২৫ বছরের জন্য ।
১৬. মুজিব নগর জাতীয় সংসদের ৭৩ নং আসন।
১৭.বাংলাদেশের ২য় নারী বিচারপতি :- জিনাত আরা।
১৮. বাংলাদেশের সর্বশেষ ১৩ তম প্রাকৃতিক দুযোগ:- বজ্র
১৯. ডিজিটাল আইল্যান্ড:- মহেশখালী।
২০. বাংলাদেশ স্বল্পোন্নত দেশভূক্ত হয় :- ১৯৭৫ সালে।
২১. বাংলাদেশ LDC থেকে বেয়ে আসবে- ২০২৪ সালে।
২২. বাংলাদেশ- মিয়ানমার সমুদ্র সীমার রায় দেয় :- ITLOS ২০১২ সালে
এবং বাংলাদেশ- ভারত সমদ্র সীমার রায় দেয় -UNCLOS ২০১৪
সালে।
২৩.বাংলাদেশে ফোর জি চালু হয় :- ১৯ ফেব্রুয়ারি, ২০১৮ সালে।
২৪. বঙ্গবন্ধু আইল্যান্ড অবস্থিত- বঙ্গোপসাগরে।
২৫. ২০১৮ সালে একুশে পদক পান :- ২১ জন।
২৬. বঙ্গবন্ধুর সর্ববৃহ্য ভাস্কর্য স্থাপন করা হয়েছে- চট্রগামের নেভাল
একাডেমিতে।
২৭. ভাষা আন্দোলন নিয়ে নির্মিত ১ম ভাস্কর্য - জননী ও গর্বিত বর্ণমালা,
স্থপতি - মৃনাল হক।
২৮. বঙ্গবন্ধু-১ সেটেলাইটের নির্মাতা প্রতিষ্ঠান :- ফ্রান্সের অ্যালেনিয়া স্পেস
কোম্পানি।
২৯.বঙ্গবন্ধু-১ সেটেলাইটের স্টেশন স্থাপন করা হয়েছে :- গাজীপুরের
রাজেন্দ্রপুরে ও রাঙামাটির বেতবুনিয়ায় ।
৩০. দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের দৈর্ঘ্য :- ২০,০০০ কি.মি এবং ল্যান্ডিং
স্টেশনের অবস্থান:- কলাপাড়া, কুয়াকাটা, পটুয়াখালী।
৩১.বাংলা ভাষায় ২য় পূণাঙ্গ সার্চ ইঞ্জিন :- চরকি।
৩২. বাংলাদেশের দুটি অনলাইন ট্যাক্সি সেবার নাম:- পাঠাও ও সহজ।
৩৩. ১৫০০ বছরের পুরনো মানব বসতির স্নধান পাওয়া গেছে :-
সুন্দরবনে।
৩৪. বাংলাদেশের সর্বশেষ চা বাগান :- শেরপর(১৬৭ তম)।
৩৫.বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রী :- ৪ জন।
৩৬. ধানের নতুন দুটি জাত : ব্রি- ৮৮, ব্রি-৮৯
৩৭. মোট ইলিশ উৎপাদনের মধ্যে বাংলাদেশে হয় :- ৬০%
৩৮. পাটের আশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি উদ্ভাবন
করেন :- মোবারক আহমেদ খান।
৩৯. বাংলাদেশের জি. আই পণ্য ৩ টি. (জামদানি শাড়ি, ইলিশ,
ক্ষিরশাপাতি আম )
৪০. পাট উৎপাদনে বাংলাদেশ ২য় কিন্ত রপ্তানিতে ১ম।
৪১. বিখ্যাত রোজ গার্ডেন অবস্থিত:- ঢাকা।
৪২. জাতীয় পতাকা ও সংগীতের অবমাননার শাস্তি :- ১ বছরের
কারাদন্ড।
৪৩. EVM এর পূর্ণরূপ : Electronic Voting Machine.
৪৪. বাংলাদেশে নতুন কয়টি জেলার নামের বানান পরিবর্তন করা হয়েছে?
- পাঁচটি
৪৬. বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে- শেখ মুজিবুর রহমান।
৪৭. UNCTAD এর সদর দপ্তক কোথায় :- জেনেভা
৪৮. বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে :- ৪৩তম।
৪৯.বিশ্বকাপ ফুটবলের উদীয়মান খেলোয়ার :- কিলিয়ান এমবাপ্পে (ফান্স )
৫০. AIIB bank এর সদর দপ্তর :- বেইজিং, চিন।
৫১. তারামন বিবি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন :- ১১ নম্বর।সেতারা
বেগম - 2 নম্বর সেক্টরে ।
৫২. বাংলার আমাজন বলা হয় :- সিলেটের রাতারগুল বনকে।
৫৩. ”সব কটা জানালা খুলে দাওনা “ গানটির সুরকার :- আহমেদ
ইমতিয়াজ বুলবুল ( ২ নং সেক্টরে যুদ্ধ করেন)
৫৪. কুর্দিস্থানের রাজধানী :- ইরবিল।
৫৫. সিয়েরা লিওনের রাজধানী :- ফ্রি টাউন।
৫৬. রোহিঙ্গারে মিয়ানমারে পরিচিত :- কালার নামে।
৫৭. মিয়ানমার সেনাবাহিনী সর্বশেষ রোহিঙ্গাদের উপর “” অপারেশন
এথনিক ক্লিন্সিং “ অপারেশন চালায় ২৫ শে আগস্ট, ২০১৮।
৫৮.Coxbazar এর শাহপরীর দ্বীপ ও টেকনাফের কুতুবপালং শরনার্থী
শিবির নামে পরিচিত।
৫৯. সেীদি সাংবাদিক জামাল খাসোগি লেখালেখি করতেন :- ওয়াশিংটন
পোস্ট পত্রিকায়।
৬০. মাহাতির মোহাম্মদ এর দলের নাম :- হারাতান পাকাতান।
৬১. Hasina: A Daughters Tale ডকুড্রামার পরিচালক :- রেজাউর
রহমান খান পিপলু।
৬২.নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ৭ম (দক্ষিন এশিয়ায় ১ম )
৬৩. ধান/চাল উৎপাদনে বাংলঅদেশ ৪র্থ।
৬৪. বাঘ শুমারি হয় :- ২০১৫ সালে।
৬৫. কাশ্মির নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ হয় :- ৩বার ( ১৯৪৭, ১৯৬৫,
১৯৯৯)।
৬৬. তেল উৎপাদনে শীর্ষ দেশ : যুক্তরাষ্ট্র, আমদানিতে : চিন।
৬৭.সর্বশেষ OPEC ত্যাগকারী দেশ :- কাতার
৬৮. বিশ্বজনসংখ্যা বৃদ্ধির হার :- ১.২ %
৬৯. Yellow Vest আন্দোলন হয় :- ফ্রন্সে।
বিজ্ঞান
৭০. ডেঙ্গু রোগ ছড়ায় - Aedes aegypti মশার মাধ্যমে
৭১.স্টিফেন হকিন্স জন্মগ্রহন করেন - যুক্তরাজ্য

৭২. মেীমাছি পালনকে বলা হয় - এপিকালচার
৭৩. কোর রং বেশি দূর থেকে দেখা যায়- লাল রং
৭৫. ডিমে কোন ভিটামিন নেই - ভিটামিন সি
৭৬. গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহৃত হয় - গামা রশ্মি
৭৭. নবায়ন যোগ্য জ্বালানি - সূর্যরশ্মি, বায়ুগ্যাস, সমুদ্রম্রোত, পরমানুশক্তি
৭৮. সালোকসংশ্লেষন হয়না - সবুজ আলোতে
৭৯. জন্ডিসে আক্রান্ত হয় - যকৃত
৮০. পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিবাহক হিসেবে ব্যবহৃত হয় -
সোডিয়াম
৮১. ভূমিকম্পের তীব্রতা মাপা হয় - রিখটার স্কেলে
৮২. সংকর ধাতু পিতলের উপাদান - তামা ও দস্তা
৮৩. স্বর্ণের বিশুদ্ধাতা নির্ণয়ে ব্যবহৃত হয় - নাইট্রিক এসিড ও
হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রন
৮৪. উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম - ক্রেসকোগ্রাফ
৮৫. বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় -
আয়োনোস্ফেয়ারে
৮৬. রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিকে :- অক্সিজেন সরবরাহে
প্রতিবন্ধকতা সৃষ্টি করে
৮৭. রঙিন টেলিভিশন থেকে বের হয় - গামা রশ্মি
৮৮. কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয় - সালফার
৮৯.জারন ঘটে - অ্যানোডে
৯০. পোকামাকড় তাড়াতে ব্যবহৃত হয় - ন্যাফথালিন
৯১. প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময়ের প্রয়োজন - ০.১ সেকেন্ড
৯২. বিদ্যুৎ বিলের হিসাব করা হয় - কিলোওয়াট ঘণ্টায় / B.O.T এককে
৯৩. বিলিরুবিন তৈরি হয় - প্লীহায়
৯৪. মানুষের গায়ের রং নির্ভর করে - মেলানিন এর উপর। বেশি হলে
গায়ের রং কালো হয় আর কম হলে গায়ের রং ফর্সা হয়।
৯৫. কাচ তৈরির প্রধান কাচামাল - বালি
৯৬. বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে ব্যবহৃত হয় - নাইক্রোম তার
৯৭. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করে - ভিটামিন কে ৯৮. প্রেসার কুকারে পানির স্ফুটনাংক - বেশি
৯৯. রক্তে হিমোগ্রোবিনের কাজ - অক্সিজেন পরিবহন করা
১০০. কোন বস্তুর ওজন কোথায় বেশি - মেরু অঞ্চলে।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close