Breaking

Sunday, May 19, 2019

প্রাইমারী নিয়োগ পরীক্ষার জন্য ICC বিশ্বকাপ ২০১৯ থেকে ১ টি প্রশ্ন থাকবে: পড়ে রাখুন

আপডেটঃ ICC_বিশ্বকাপ_২০১৯
"ICC ক্র‍িকেট বিশ্বকাপ ২০১৯" প্রতিযোগিতা ইংল্যান্ড ও ওয়েলসে যৌথভাবে অনুষ্ঠিত হবে। এটা বিশ্বকাপ ক্র‍িকেটের ১২ তম আসর। ১৯৭৫,১৯৭৯, ১৯৮৩ ও ১৯৯৯ সালের বিশ্বকাপের পর এ প্রতিযোগিতাটি ইংল্যান্ড ও ওয়েলসে পঞ্চমবারের মতো হতে যাচ্ছে। ৩০ মে থেকে ১৪ জুলাই ২০১৯ এ আসর অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় ১০ টি দল অংশগ্রহণ করবে। এ দশটি দল যথাক্রমেঃ বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৮ টি।
#রাউন্ড_রবিন_পদ্ধতিঃ
এ বিশ্বকাপ প্রতিযোগিতার গ্রুপপর্বের খেলাগুলো রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ পর্বে অংশগ্রহণকারী ১০ দলই একে অপরের বিপক্ষে একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে। প্রত্যেক দলই সর্বমোট নয়টি খেলায় অংশ নিবে। গ্রুপের শীর্ষ চার দল নক-আউট পর্বে উপনীত হবে এবং সেমি-ফাইনাল ও ফাইনাল খেলবে। ১৯৯২ সালের ক্র‍িকেট বিশ্বকাপেও একই প্রক্র‍িয়া অবলম্বন করা হয়েছিল। বর্তমান চ্যাম্পিয়ান দল অস্ট্রেলিয়া (২০১৫ সালের ১১ তম বিশ্বকাপ)।
ICC world Cup 2019

MCQ:
১. ২৯ মে ২০১৯ "১২ তম বিশ্বকাপ ক্র‍িকেট" এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় অবস্থিত?
উঃ দ্য মল, ইংল্যান্ড
২. ১২ তম আইসিসি ক্র‍িকেট বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে?
উঃ ৩০ মে - ১৪ জুলাই ২০১৯
৩. ১২ তম আইসিসি ক্র‍িকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ ইংল্যান্ড ও ওয়েলস

৪. ১২ তম আইসিসি ক্র‍িকেট বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে?
উঃ ১০ টি
৫. ১২ তম আইসিসি ক্র‍িকেট বিশ্বকাপে মোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
উঃ ৪৮ টি
৬. ১২ তম আইসিসি ক্র‍িকেট বিশ্বকাপ মোট কতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে?
উঃ ১১ টি।
৭. ১২ তম আইসিসি ক্র‍িকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কোথায়?
উঃ লর্ডস, লন্ডন
৮. ১২ তম আইসিসি ক্র‍িকেট বিশ্বকাপে নতুন কি ফরম্যাটে অনুষ্ঠিত হবে?
উঃ রাউন্ড_রবিন
৯. ১২ তম আইসিসি ক্র‍িকেট বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ কাদের মধ্যে অনুষ্ঠিত হবে?
উঃ ইংল্যান্ড ও দক্ষিণ-আফ্র‍িকা
১০. " দ্য মল বা লন্ডন মল " কি ?
উঃ ইংল্যান্ডের রানির বাসভবন 'বাকিংহাম প্যালেস ' এবং 'ট্র‍াফালগার স্কয়ারের' মাঝে অবস্থিত সড়কটি 'দ্য মল ' নামে পরিচিত।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

3 comments:

  1. There are numerous ideas for the cricket fans who need to appreciate every one of the matches of World Cup Cricket. Et20slam

    ReplyDelete
  2. Cricket components have dazed Indian cricket time to time. Players, mentors and selectors needed to confront fans animosities.et20slam

    ReplyDelete

close