Breaking

Friday, May 24, 2019

আজকের প্রাইমারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-(২৪-০৫-২০১৯) Primary Exam Questions Solution

প্রাইমারী প্রশ্ন সমাধান-(২৪-০৫-২০১৯)

Primary Exam Questions Solution  24/05/19

১। ‘Deciduous’ Trees are trees these

উত্তরঃ (ঘ) lose the leaves annually

২। ‘সমাস’ শব্দের অর্থ কী?

উত্তরঃ (ঘ) সংক্ষেপণ

৩। কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয়?

উত্তরঃ (ক) ঋ,র

৪। যদি তেলের মূল্য শতকরা ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?

উত্তরঃ (খ) ২০%

৫। একটি সেনাবাহিনীর গুদামে ১৫০০ সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে। ১৩ দিন পর কিছু সৈনিক অন্য যায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের আরো ৩০ দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গেল?

উত্তরঃ (খ) ১৫০

৬। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘চরমপত্র’ কে পরিচালনা ও উপস্থাপনা করেন- উত্তরঃ (ঘ) এম আর আখতার মুকুল

৭। Which one of the following words is not plural?

উত্তরঃ (ঘ) News

৮। .১*১.১*১.২/ .০১*.০২ এর মান কত?

উত্তরঃ (ঘ) ৬৬০

৯। গায়ক এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ (ঘ) গৈ+অক
১০। দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর ২, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুন অপেক্ষা ৬ কম। সংখ্যাটি কত?

উত্তরঃ (গ) ২৪

১১। শুদ্ধ বানান কোনটি?

উত্তরঃ (খ) মুমূর্ষু

১২। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?

উত্তরঃ (খ) প্রশ্নচিহ্ন

১৩। The meaning of the word “obese” is:

(গ) Very fat

১৪। কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেস করেন?

উত্তরঃ (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে

১৫। ঢেঁকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তরঃ (গ) শব্দ ও তাপশক্তি

১৬। “Pass away” means?

উত্তরঃ (খ) die

১৭। The synonym of “crime” is

উত্তরঃ (গ) offense

১৮। চাউল, চিনি, পানি এগুলো কী বাচক বিশেষ্য?

উত্তরঃ (ক) বস্তুবাচক

১৯। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে

উত্তরঃ (ঘ) জটিল বাক্য

২০। ধ্বনির পরিবর্তন কত প্রকার?

উত্তরঃ (ঘ) দুই প্রকার

২১। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭। সংখ্যা দুটি কি কি?

উত্তরঃ (গ) ১৮, ১৯

২২। কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি?

উত্তরঃ (ক) বাইট

২৩। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?

উত্তরঃ (গ) ১৮০।

২৪। What is the noun of “Accept”?

উত্তরঃ (খ) Acceptance

২৫। English … Across the world.

উত্তরঃ (ঘ) is Spoken
১. Deciduous trees are trees those- lose the leaves annually

২.‘সমাস’ শব্দের অর্থ কি — সংক্ষেপণ

৩. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয় — ঋ,র

৪. ২০%


৫. ১৫০

৬. হাজার 971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন -এম আর আখতার মুকুল

৭. Which one of the following words is not plural- News

৮. Ans: 660

৯.‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি — গৈ+ অক

১০.

১১.শুদ্ধ বানান কোনটি — মুমূর্ষ

১২. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি — প্রশ্নচিহ্ন

১৩. The meaning of the word obese is- Very fat

১৪.কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে

১৫. ঢেঁকিতে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়- শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়

১৬. Pass away means- die

১৭. The synonyms of ‘ crime’ is-offense

১৮.চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য — বস্তুবাচক

১৯.যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে — জটিল বাক্য

২০.ধ্বনির পরিবর্তন কত প্রকার — ২ প্রকার

২১. Ans: 18,19

২২. কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি- বাইট

২৩.

২৪. What is the noun of Accept- acceptance

২৫. English —across the word- Is spoken

২৬.‘‘উলুখাগড়া’’ শব্দের অর্থ কি — গুরুত্বহীন লোক

২৭.

২৮.কষ্টে লাভ হয় যা — দুর্লভ

৩০ . জন্মহীন মৃত্যুহীন — অজ

৩৩. The faminie form of the word author is- authoress/pranto poothik

৩৪. Ans: ২৪ মে সকাল ৬:০০ টা

৩৫.‘‘গাছপাথর’’ বাগধারাটির অর্থ কি –হিসাব নিকাশ

৩৬.‘ আগ্নেয়’’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি — অগ্নি+ষ্ণেয়

৩৭. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন- Nikolai Podgorny

৩৮. 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-

৩৯.1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে-২২৩

৪০.

৪১. টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে-

৪২.‘শর্বরী’ এর বিপরীত শব্দ কোনটি — দিবস


৪৩. Singular form of data is – Datum

৪৪. Rajshahi is —— sugar growing areas is Bangladesh- one of the largest

৪৫. বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়-৩৫০

৫০. একুশে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে-UNESCO

৫১. BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম-New Development Bank

৫৩. দেশে বিদেশে’র

লেখক কে- সৈয়দ মুজতবা আলী

৫৬.‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি — গো+ এষণা

৫৯.কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়

৬৪. The Spirit of Islam বইটির লেখক কে-সৈয়দ আমীর আলী

৬৫.1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন- জেনারেল রাও ফরমান আলী

৬৭.‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে — সরণি

৬৮.মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন- ৯ বার

৬৯.কোনটি প্রাদি সমাসের উদাহরণ — প্রগতি

৭১. Choose the word with correct spelling-receive

৭৪.বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি-মেরু অঞ্চলে

৭৫.বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন- সম্রাট আকবর

৭৬. পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে-আব্দুল গাফফার চৌধুরী

৭৭.শুদ্ধ বানান কোনটি — বিভীষিকা

৭৮.‘ সুনাম’ শব্দের ‘ সু’ কোন উপসর্গ — বাংলা

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

2 comments:

  1. পোস্টটি প্রাইমারী নিয়োগ পরীক্ষার্থীদের কাজে লাগবে। ধন্যবাদ পরিশ্রম করে পোস্টটি করবার জন্য।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ ভাই,,আপনাকেও

      Delete

close