আজকের প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন জেলা ভিত্তিক আলাদা আলাদা হয়েছে
![]() |
Primary-exam-questions-24-june |
আজ ২১-০৬-১৯ তারিখ শুক্রবারে অনুষ্ঠিত প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র জেলা ভিত্তিক আলাদা আলাদা হয়েছে বলে জানা যায়।
বিশেষসুত্র থেকে জানা গেল গত ২য় ধাপের প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবার কারনে এ পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আজ অনেকেই প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ করার পর পাশের বন্ধুর সাথে প্রশ্ন মিলাতে গেলেই এ বিষয়টা উঠে আসে বলে জানা যায়।
গত কয়েকদিন ধরে অনলাইনে প্রাইমারী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কিছু তথ্য ভাইরাল হলে টনক নড়ে প্রাইমারী শিক্ষা অধিদপ্তরের।
এজন্য তারা এবার এ পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে। আর এ কারনেই বিষয়টা সবার কাছে গোপণ রাখা হয় বলে একটা বিশ্বস্ত সুত্র জানায়।
আশা করা যায় এই পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হলে আর প্রশ্নপত্র ফাঁস নিয়ে কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে না।এটি একটা অভিনব পদ্ধতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এবং এ কারনে এবার চাকরির পরীক্ষার পরিবেশ টা আরো ভাল হবে বলে আশা রাখছে সবাই।
বাংলাদেশের কয়েকটি অধিদপ্তর ছিল কলংকময় যার কারনে চাকরি প্রত্যাশীরা চাকরির পরীক্ষঅ দিতেই অনীহা প্রকাশ করছিল। কারন এত কস্ট করে পড়ার পর যদি শোনা যায় যে চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস হইছে তাহলে সেই কস্ট আর ধরে রাথা যায় না।
আমরা চাই একটা শৃংখলা থাকুক চাকরির পরীক্ষাগুলো তে। অনৈতিক উপায়ে চাকরি তে জয়েনেরে দিন শেষ হোক এবং মেধার মুুল্যায়ন হোক।
এডুবিডিইনফো২৪ ডেস্ক:
No comments:
Post a Comment