Breaking

Monday, June 10, 2019

জুন মাসের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক যত তথ্য পড়ে নিন একবার শেয়ার করে রাখুন

#কারেন্ট_অ্যাফেয়ার্স__জুন_মাস
current-affairs-june

পর্ব---০১
০১| "সগ্রাম"ও "প্রত্যাশা" কী?
®__বাংলাদেশের নৌবাহিনির দুটি যুদ্ধজাহাজ(চীনের তৈরি)
০২| বাংলাদেশ ভারতের যৌথ অর্থায়নে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের পরিচালক কে?
®__শ্যাম বেনেগাল(ভারত)
০৩| ৬ষ্ঠ আদম শুমারি কবে অনুষ্ঠিত হবে?
®__১৭-২৪ মার্চ ২০২১ সালে
®__১ম আদম শুমারি হয়েছিল ১৯৭৪ সালে
০৪| বর্তমানে দুর্গম ঘোষিত উপজেলা কতটি?
®__১৬টি
০৫| বন বিভাগের তথ্য মতে, সুন্দবনে বাঘের সংখ্যা কত?
®__১১৪টি
০৬| বিশ্বের প্রথম "কল্যাণ" বাজেট পেশ করেন কোন দেশ?
®__নিউজিল্যান্ড(৩০ মে ২০১৯)
০৭| বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা কে?
®__মুর্শিদকুলী খান.... তারপর
→জামাতা সুজাউদ্দীন মুহম্মদ খান→পুত্র সরফরাজ খান →তাকে পরাজিত করে নবাব হন আলীবর্দী খান→ সর্বশেষে নবাব সিরাজ-উদ-দৌলা

০৮| জাতীয় রাজস্ব বোর্ড(NBR) ঘোষিত সর্বশেষ শুল্ক স্টেশন কোনটি?
®__রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকা
০৯| ৩ মে আঘাত হানা ঘূর্ণিঝড় ফণী শব্দের অর্থ কী?
®__সাপ বা ফণা তুলতে পারে এমন প্রাণী।ফণী নামকরণ করেন বাংলাদেশ। পরবর্তী ঝড়ের নাম হবে বায়ু।
১০|বিশ্বের দীর্ঘতম পারমাণবিক সাবমেরিনের নাম কী?
®__Belgorod
১১|"The Cell Door, Robben Island" চিত্রকর্মটি কার আঁকা?
®__নেলসন ম্যান্ডেলার
১২| ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করে কে?
®__অধ্যাপক আনিসুজ্জামান(বাংলাদেশ)
১৩| ICC'র ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের সংখ্যা কত?
®__২০টি
®__নোট তৈরি রমজান
১৪| ২০১৯ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে ICC'র থিম সং এর শিরোনাম কী?
®__Stand By(শিল্পি লরিন ও ব্রান্ড)
১৫|এশিয়ার প্রথম দেশ হিসেবে কোন দেশ "সমকামী বিয়ের" বৈধতা দেয়?
®__তাইওয়ান😠
১৬| গবাদিপশু উৎপাদনে বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কত?
®__১২তম
১৭| সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের অধীনে প্রায় ৩০০ ব্যাংককে একত্রে কী বলে?
®__সুইচ ব্যাংক
১৮| দেশে সম্প্রতি সন্ধান পাওয়া"ফিকল ঝরনা" কোথায় অবস্থিত?
®__কমলগঞ্জ, মৌলভীবাজার
১৯| বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত?
®__৪১টি(সর্বশেষ বাংলাদেশ কংগ্রেস-প্রতীক ডাব)
২০| নতুন অর্থনৈতিক আঞ্চলিক জোট
"SEACO(South East Asian CO-Operation)এর সদস্য দেশ কতটি?
®__৫টি
২১| ২০১৯ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ লাভ করেন কে?
®__জোখা আলহারথি(ওমান)
বইয়ের নাম Celestial Bodies(স্বর্গীয় রূপ)
২২| ২০১৮ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশের নাম কী?
®__যুক্তরাষ্ট্র
২৩| স্থায়ী সালিশি আদালতের(PCA) বর্তমান সদস্য কত?
®__১২২টি(সর্বশেষ মঙ্গোলিয়া)
২৪| World Trade Organization(WTO) এর ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
®__কাজাখস্তান(৮-১১ জুন ২০২০)
২৫| প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
®__জীবন থেকে পাওয়া(১৫ মিনিটের)
®__পরিচালক সাইদুর রহমান সজল

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close