Breaking

Saturday, July 13, 2019

৪০তম বিসিএস প্রিলিমিনারির ফল এই সপ্তাহে || সুত্রঃ কালের কন্ঠ

৪০তম বিসিএস প্রিলিমিনারির ফল এই সপ্তাহে

40th-bcs-prili-exam-result

 


এ সপ্তাহে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৪০তম প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি ফল প্রকাশে কর্তৃপক্ষের চাপ রয়েছে। তাই আগামী সপ্তাহের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা বেশি।

নাম প্রকাশ না করার শর্তে পিএসসি ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ জুলাই ৪০তম বিসিএসের প্রিলিমিনারি ফল প্রকাশ হতে পারে। এরইমধ্যে ওএমআর শিট মার্কিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এখন চূড়ান্ত ফল প্রস্তুতের কাজ চলছে।
গত ৩ মে সারাদেশে একযোগে ৪০তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ৪ লাখ ১২ হাজার ৫৩২ চাকরিপ্রার্থী এতে অংশ নেন।
গত বছরের সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়ার কথা রয়েছে, যার মধ্যে ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হতে পারে বলে জানা গেছে।

আরো জানুন ভিডিওতে 
 

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close